Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দিওয়ালিতে মহালুট অফার দিচ্ছে Pure EV, 200 কিমি রেঞ্জের ই-স্কুটারে লাখ টাকার ডিসকাউন্ট

Pure EV Festive Offer: কোম্পানিটি 6 থেকে 9 নভেম্বরের মধ্যে সারা দেশে vehicle exchange camps চালু করেছে। অর্থাৎ পুরনো টু-হুইলার দিলেই আর নতুন বৈদ্যুতিক স্কুটার পেয়ে যাবেন। Pure EV-এর যানবাহন এক্সচেঞ্জ এবং রেফারেল স্কিমের সুবিধার পর নতুন স্কুটারে মোট 1 লাখ টাকা বাঁচাতে পারেন।

দিওয়ালিতে মহালুট অফার দিচ্ছে Pure EV, 200 কিমি রেঞ্জের ই-স্কুটারে লাখ টাকার ডিসকাউন্ট
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2023 | 1:19 PM

Pure EV Diwali Offer: উৎসবের মরসুমে গাড়ি থেকে শুরু করে বাইক, স্কুটার সবেতেই বিরাট ছাড় দেওয়া হচ্ছে। তাই আপনি যদি চলতি বছর বৈদ্যুতিক স্কুটার প্ল্যান করে থাকেন, তাহলে এর থেকে ভাল সুযোগ পাবেন না। Pure EV বৈদ্যুতিক স্কুটারের উপর 15,000-20,000 টাকা ছাড় দিচ্ছে। এখানেই শেষ নয়, কোম্পানি তার গ্রাহকদের জন্য 40,000 টাকার ক্যাশব্যাক রেফারেল অফারও ঘোষণা করেছে। কোম্পানিটি 6 থেকে 9 নভেম্বরের মধ্যে সারা দেশে vehicle exchange camps চালু করেছে। অর্থাৎ পুরনো টু-হুইলার দিলেই আর নতুন বৈদ্যুতিক স্কুটার পেয়ে যাবেন।

সব মিলিয়ে 1 লাখ টাকা বাঁচাতে পারবেন…

Pure EV-এর যানবাহন এক্সচেঞ্জ এবং রেফারেল স্কিমের সুবিধার পর নতুন স্কুটারে মোট 1 লাখ টাকা বাঁচাতে পারেন। PURE EV হল একটি নেতৃস্থানীয় বৈদ্যুতিক টু-হুইলার ব্র্যান্ড, যা বর্তমানে বৈদ্যুতিক স্কুটার এবং মোটরসাইকেল তৈরি করে। কোম্পানিটি প্রধানত নেপাল ও ভুটানের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পণ্য রপ্তানি করে। Pure EV সম্প্রতি ePluto 7G Max ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। 201 কিলোমিটার রেঞ্জের এই ইলেকট্রিকটির এক্স-শোরুম মূল্য 1,14,999 টাকায় লঞ্চ করা হয়েছে। ePluto 7G MAX-এর বুকিং গোটা ভারতেই শুরু হয়ে গিয়েছে। এই উৎসবের মরশুম থেকেই স্কুটারের ডেলিভারি শুরু করার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।

ePluto 7G MAX-এ কী আছে?

ePluto 7G MAX-এ একটি 3.5 KWH ব্যাটারি দেওয়া হয়েছে, যাতে স্মার্ট ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম এবং ব্লুটুথ কানেকশনের সাপোর্ট রয়েছে। এই পাওয়ারট্রেনটির সর্বোচ্চ শক্তি 2.4 কিলোওয়াট এবং তিনটি আলাদা ড্রাইভিং মোড পেয়ে যাবেন। কোম্পানির দাবি, ePluto 7G Max-এ সাতটি ভিন্ন মাইক্রোকন্ট্রোলার এবং একাধিক সেন্সর দেওয়া হয়েছে।