Skoda Slavia: ভারতে আসছে স্কোডা অটো ইন্ডিয়ার নতুন সেডান মডেল ‘স্লাভিয়া’, কবে লঞ্চ?
গত বছর নভেম্বর মাসেই এইসব গাড়ির জন্য প্রিবুকিং শুরু হয়েছিল। আর তখনই আন্দাজ করা হয়েছিল যে ২০২২ সালের প্রথমের দিনেই স্কোডা স্লাভিয়া সেডান মডেল লঞ্চ হবে ভারতে।
নতুন বছরে ভারতে নতুন গাড়ি লঞ্চ করতে চলেছে স্কোডা অটো ইন্ডিয়া। তাদের নতুন স্লাভিয়া মডেল আসতে চলেছে ভারতে। শোনা গিয়েছে, নতুন বছর মার্চ মাসে স্কোডা স্লাভিয়া লঞ্চ হতে পারে দেশে। গত বছর অর্থাৎ ২০২১ সালে এই গাড়ি আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশ করেছিল। জানা গিয়েছে, স্কোডা স্লাভিয়া গাড়ি আনুষ্ঠানিক ভাবে ভারতের কমপ্যাক্ট সেডান গাড়ির দুনিয়া থেকে র্যাপিড সেডানকে সরাতে চলেছে। আর স্কোডা অটো ইন্ডিয়ার এই নতুন স্লাভিয়া গাড়ি সংস্থার স্থানীয় MQB-A0-IN প্ল্যাটফর্মে তৈরি হয়েছে।
ইন্ডিয়া ২.০ স্ট্র্যাটেজি- র মধ্যে চারটি নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে স্কোডা কোম্পানি। Volkswagen সংস্থার সঙ্গে মিলিত হয়ে এই চারটি নতুন প্রোডাক্ট লঞ্চ করবে স্কোডা অটো কোম্পানি। শোনা যাচ্ছে, এই স্লাভিয়া গাড়ি লঞ্চের পাশাপাশি ভারতে সেডান গাড়ির ব্যবসা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে স্কোডা কোম্পানির। জানা গিয়েছে, ভারতে স্কোডা স্লাভিয়া গাড়ি লঞ্চ হবে মোট তিনটি ভ্যারিয়েন্টে। সেগুল হল যথাক্রমে- অ্যাক্টিভ, অ্যাম্বিশন এবং স্টাইল। গত বছর নভেম্বর মাসেই এইসব গাড়ির জন্য প্রিবুকিং শুরু হয়েছিল। আর তখনই আন্দাজ করা হয়েছিল যে ২০২২ সালের প্রথমের দিনেই স্কোডা স্লাভিয়া সেডান মডেল লঞ্চ হবে ভারতে।
একনজরে দেখে নেওয়া যাক স্কোডা স্লাভিয়া গাড়ির বেশ কয়েকটি ফিচার
- এই গাড়ি একটি ফাইভ ডোর সেডান, অর্থাৎ ৫টি দরজা থাকবে।
- স্কোডা স্লাভিয়া সেডান গাড়ির মোট পরিমাপ ৪৫৪১ মিলিমিটার। এই গাড়ি ১৭৫২ মিলিমিটার চওড়া, ১৪৮৭ মিলিমিটার লম্বা আর হুইলবেস রয়েছে ২৬৫১ মিলিমিটারের। এই রেঞ্জের গাড়ির মধ্যে স্কোডা স্লাভিয়া মডেলেই সবচেয়ে বড় হুইলবেস রয়েছে। এমনকি প্রথম জেনারেশনের অক্টাভিয়া সেডানের থেকেও এই গাড়ির হুইলবেসের আকার, আয়তন বেশি।
- সরু এলইডি হেডল্যাম্প, এলইডি DRLs, স্পোর্টি লুকের মাল্টি-স্পোক ১৬ ইঞ্চির অ্যালয় হুইল রয়েছে এই স্কোডা স্লাভিয়া সেডান গাড়িতে।
- চিরাচরিত ডিজাইনের সি-শেপের বা আকৃতির এলইডি টেলল্যাম্প (গাড়ির পিছনের আলো) রয়েছে স্কোডা স্লাভিয়া সেডান গাড়িতে। এটি আবার দু’ভাগে বিভক্ত।
- স্কোডা Kushaq গাড়ির মতোই ইঞ্জিন রয়েছে স্লাভিয়া মডেলেও। অর্থাৎ স্লাভিয়া সেডান গাড়িতে একটি এক লিটারের TSI তিন সিলিন্ডার ইঞ্জিন এবং একটি ১.৫ লিটারের চার সিলিন্ডার TSI ইঞ্জিন রয়েছে। দু’টিই টার্বো চার্জড পেট্রোল মোটর। প্রথম ইঞ্চির ১১৩ bhp এবং ১৭৫ Nm of peak torque শক্তি উৎপন্ন করতে পারে। আর দ্বিতীয় ইঞ্জিন ১৪৮ bhp এবং ২৫০ Nm of peak torque শক্তি উৎপন্ন করতে পারে।