Electric Car: জানুয়ারি থেকেই ডেলিভারি শুরু, 20 হাজার বুকিং পার করে ফেলেছে টাটা টিয়াগো ইভি

Latest Tech News: চলতি বছরের সেপ্টেম্বরে টাটা মোটরস (Tata Motors) Tiago EV নামে একটি বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করেছে। টাটা জানিয়েছে এটাই এখনও পর্যন্ত সবচেয়ে কম দামি বৈদ্যুতিক গাড়ি।

Electric Car: জানুয়ারি থেকেই ডেলিভারি শুরু, 20 হাজার বুকিং পার করে ফেলেছে টাটা টিয়াগো ইভি
সবচেয়ে কম দামি বৈদ্যুতিক গাড়ি।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 27, 2022 | 2:59 PM

Tata Tiago EV: পেট্রলের দাম যত বাড়ছে ততই সময়ের সঙ্গে তাল মিলিয়ে ইলেকট্রিক গাড়ির বহর বাড়াচ্ছে টাটা মোটরস। চলতি বছরের সেপ্টেম্বরে টাটা মোটরস (Tata Motors) Tiago EV নামে একটি বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করেছে। যার দাম 8.49 লক্ষ টাকা থেকে শুরু। টাটা জানিয়েছে এটাই এখনও পর্যন্ত সবচেয়ে কম দামি বৈদ্যুতিক গাড়ি। এরই মধ্যে গাড়িটি 20,000 বুকিং পার করেছে। এই বুকিং সংখ্যার মধ্যে 25% ক্রেতা তাদের জীবনের প্রথম গাড়ি হিসেবে এটি বেছে নিয়েছেন। এই বৈদ্যুতিক গাড়িটি বর্তমানে দেশের 170টি শহরে পাওয়া যাচ্ছে। সেপ্টেম্বর থেকেই এর বুকিং গ্রহণ শুরু করে টাটা। Tiago EV লঞ্চের প্রথম দিনেই 10,000 মানুষ গাড়িটি বুক করেছিলেন। প্রথম 10,000 ক্রেতার জন্য গাড়িটির প্রারম্ভিক মূল্য রাখা হয়েছিল। যদিও পরবর্তীতে তা বাড়িয়ে 20,000 ক্রেতার জন্য কার্যকর করে সংস্থা। তবে Tata Motors তাদের সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ি Tiago EV-এর দাম বাড়ানোর ঘোষণা করেছে। নতুন দাম 2023 সালের জানুয়ারি থেকে প্রযোজ্য হবে।

Tata Tiago EV ব্যাটারি, রেঞ্জ ও চার্জিংয়ের সময়

টাটা টিয়াগো ইভি-তে দুটি আলাদা ব্যাটারি প্যাক অপশন আছে। এদের মধ্যে একটি হল প্রতি ঘন্টায় 24 কিলোওয়াট, যা ফুল চার্জে 315 কিমি পথ যেতে সাহায্য করবে। আর অন্যটি 19.2 কিলোওয়াট আওয়ার। যা 250 কিমি রেঞ্জ অফার করবে।

Tata Tiago EV চার ধরনের চার্জিং অপশনের সঙ্গে লঞ্চ করেছে। এগুলি হল বাড়িতে চার্জ দেওয়ার জন্য 15 অ্যাম্পিয়ারের সকেট, 3.3 কিলোওয়াটের এসি চার্জার, 7.2 কিলোওয়াটের এসি হোম চার্জার এবং ডিসি ফাস্ট চার্জার। 50 কিলোওয়াট ফাস্ট চার্জার রয়েছে। ফলে ব্যাটারিটি 57 মিনিটে 10 থেকে 80 শতাংশ চার্জ হতে সক্ষম।

টাটা মোটরস ইলেকট্রিক ভেহিকলের চাহিদা বাড়ছে বলে দাবি করেছেন সংস্থার চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। তিনি জানিয়েছিলেন, ‘2021 সালে 5,000 এবং 2022 সালে 19,500 বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে। 2023-এ কোম্পানির লক্ষ্য বছরে 50,000 বৈদ্যুতিক যান বিক্রি করা। এবং 24-এর মধ্যে তা 1 লক্ষে নিয়ে যাওয়া। চলতি বছরে এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে 24,000 বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে সংস্থা।