Cheapest Scooters: দেশে এই মুহূর্তে সস্তার সেরা ৫ স্কুটি, নজরকাড়া লুক, দুর্ধর্ষ ফিচার্স

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 09, 2021 | 9:17 PM

Top 5 Cheapest Scooters In India: আপনি কী নতুন স্কুটি কেনার চিন্তাভাবনা করছেন? তাহলে এই মুহূর্তে কম দামে পাঁচটি স্কুটি রয়েছে, যেগুলি আপনার জন্য সেরা হতে পারে। সস্তার সেই পাঁচটি স্কুটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।

Cheapest Scooters: দেশে এই মুহূর্তে সস্তার সেরা ৫ স্কুটি, নজরকাড়া লুক, দুর্ধর্ষ ফিচার্স
সস্তার সেরা ৫ স্কুটার

Follow Us

স্কুটার এত দিন ধরে ভারতে এতটাও জনপ্রিয় ছিল না। মোটরসাইকেলের চাহিদা ছিল তুঙ্গে। তবে খুব সম্প্রতি এ দেশে মোটরবাইকের পাশাপাশি স্কুটির চাহিদাও বেড়েছে। তার সবথেকে বড় কারণ হল, স্কুটার চালানো খুব সহজ, ক্লাচ বা গিয়ার চেঞ্জের ঝক্কি পোহাতে হয় না গ্রাহকদের। স্টার্ট দাও, চালাও আর ব্রেকের মাধ্যমে স্কুটি নিয়ন্ত্রণ কর। আপনি কী নতুন স্কুটি কেনার চিন্তাভাবনা করছেন? তাহলে এই মুহূর্তে কম দামে পাঁচটি স্কুটি রয়েছে, যেগুলি আপনার জন্য সেরা হতে পারে। সস্তার সেই পাঁচটি স্কুটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।

১) টিভিএস স্কুটি পেপ প্লাস (TVS Scooty Pep Plus)

ভারতে এই মুহূর্তের সবথেকে কম দামের স্কুটি হল টিভিএস স্কুটি পেপ প্লাস। সস্তার এই স্কুটির ডিজাইনও সাধারণ, চালানো আরও সহজ। খুবই সাধারণ অ্যানালগ ইনস্ট্রুমেন্ট প্যানেল রয়েছে, যা খুবই সীমিত তথ্য অফার করে। স্কুটির ইকোনোমিটার ইন্ডিকেটর হাইলাইট করে ফুয়েল এফিশিয়েন্ট রাইডিং প্যাটার্নের জন্য। এর সাহায্যে রাইডাররা আরও বেশি ফুয়েল সার্ভিস পাবেন। ৮৭.৮সিসি ইঞ্জিন রয়েছে, যা ৫ বিএইচপি এবং ৬.৫এনএম দিতে পারে। অল্প দূরত্বে রাইডিংয়ের জন্য এই স্কুটি লাজবাব। এই স্কুটির দাম ৫৭,৯৫৯ টাকা থেকে ৬০,৮৫৯ টকা পর্যন্ত (এক্স-শোরুম)।

২) হিরো প্লেজ়ার প্লাস (Hero Pleasure Plus)

স্টাইলিশ, কম দাম অথচ বেসিক কিছু ফিচার্সের খোঁজ করলে এই মুহূর্তে সেরা স্কুটি হল হিরো প্লেজ়ার প্লাস। নিও-রেট্রো ডিজাইনের এই স্কুটিতে রয়েছে অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এন্ট্রি-লেভেল ভ্যারিয়েন্টের দামি মডেলে রয়চেছে LED হেডল্যাম্প, SMS এবং মিসড কল অ্যালার্টের জন্য রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটিও। অন্যান্য হিরো বাইকের মতো এই স্কুটিতেও রয়েছে xSens প্রযুক্তি, যাতে আটটি ভিন্ন সেন্সর রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল ব্যাঙ্ক অ্যাঙ্গেল সেন্সর এবং একটি ইনটেক এয়ার টেম্পারেচার সেন্সর। এই স্কুটারে রয়েছে ১১০ সিসি ইঞ্জিন, যা ৮ বিএইচপি এবং ৯ এনএম পিক টর্ক দিতে পারে। ৬১,৯০০ টাকা থেকে শুরু করে হিরো প্লেজ়ার প্লাস স্কুটির দাম শেষ হচ্ছে ৭১,১০০ টাকায়।

৩) টিভিএস স্কুটি জেস্ট ১১০ (TVS Scooty Zest 110)

এই স্কুটি টিভিএস-এর হাইয়ার ক্যাপাসিটি সিবলিং। ১০৯.৭ সিসি পাওয়ারপ্ল্যান্ট রয়েছে এই স্কুটিতে, যা ৮বিএইচপি এবং ৯এনএম পিক টর্ক দিতে পারে। বেসিক ডিজাইন রয়েছে এই স্কুটির। তবে ভাইব্র্যান্ট কালার অপশন রয়েছে। টিউবলেস টায়ার্স এবং LED DRL ব্যতিরেকে এই স্কুটিতে বিশেষ কিছু ফিচার্স নেই। অত্যন্ত হালকা এই স্কুটার, যা প্রথম বার স্কুটি চালাচ্ছেন তাঁদের জন্য সেরা অপশন হতে পারে। তবে টিভিএস স্কুটি জেস্ট ১১০ কেনার আগে এই সেগমেন্টের অন্যান্য স্কুটিগুলির ফিচার্স সম্পর্কেও ওয়াকিবহাল থাকবেন। ৬৪,৬৪১ টাকা থেকে এই স্কুটির দাম শুরু হচ্ছে এবং তা শেষ হচ্ছে ৬৬,৩১৮ টাকায়।

৪) হন্ডা ডিও (Honda Dio)

তালিকায় এই মুহূর্তের স্পোর্টিয়েস্ট স্কুটার। তার উপরে আবার বাজেট সমস্যা থাকলে তো এই হন্ডা ডিও আপনার জন্য সেরা হতে পারে। LED হেডলাইট, LED পজিশনড ল্যাম্প, বডি গ্রাফিক্স – এই সেগমেন্টে অন্যান্য স্কুটিতে আপনি যা পাবেন না, এই স্কুটিতে সেগুলির সবই থাকছে। এই ডিও স্কুটারের ১১০ সিসি ইঞ্জিন ৮বিএইচপি ও ৯এনএম দিতে সক্ষম। স্ট্যান্ডার্ড মডেলে রয়েছে অ্যানালগ ইনস্ট্রুমেন্ট। হন্ডা ডিও স্কুটিতে থাকছে ACG সাইলেন্ট স্টার্ট সিস্টেম, ইঞ্জিন স্টার্ট/স্টপ সুইচ এবং থ্রি স্টেপ ইকো ইন্ডিকেটর, যা আপনাকে আরও বেশি ফুয়েল এফিশিয়েন্সি দিতে পারে। ভারতে হন্ডা ডিওর দাম ৬৫,০৭৫ টাকা থেকে ৬৮,৪৭৩ টাকার মধ্যে।

৫) টিভিএস জুপিটার (TVS Jupiter)

এই সেগমেন্টে টিভিএস জুপিটার অত্যন্ত জনপ্রিয় এই স্কুটি। ১১০ সিসির এই স্কুটারের চারটি ভ্যারিয়েন্ট রয়েছে – শিট মেটাল হুইল, স্ট্যান্ডার্ড, জ়েডএক্স এবং ক্লাসিক। এদের মধ্যে ক্লাসিক মডেলে রয়েছে রেট্রো ডিজাইন এলিমেন্ট। ভ্যারিয়েন্ট কেমন বাছাই করছেন, তার উপরে নির্ভর করছে জুপিটারের ফিচার্স। যেমন, সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ম্যালফাংশন ইন্ডিকেটর লাইট, ইকোনমিটার, সাইলেন্ট স্টার্ট সিস্টেম এবং স্টপ গো প্রযুক্তি। ১১০ সিসির ইঞ্জিন রয়েছে, যা ৭বিএইচপি এবং ৮এনএম পিক টর্ক দিতে সক্ষম। টিভিএস জুপিটারের দাম ৬৬,২৭৩ টাকা থেকে ৭৬,৫৪৩ টাকার মধ্যেই।

আরও পড়ুন: Vmoto Fleet Concept F01: কেতাদুরস্ত লুক, এক চার্জে ৯০ কিমি দৌড়বে, ৫০ হাজার টাকার মধ্যেই ভারতে আসছে এই ইলেকট্রিক স্কুটার

আরও পড়ুন: Hyundai India: ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ, ২০২৮ সালের মধ্যে ভারতে ছয়টি ইলেকট্রিক গাড়ি লঞ্চ করবে হুন্ডাই

আরও পড়ুন: Maruti Suzuki Alto: মারুতি সুজুকির অল্টো মডেলের নতুন চেহারা আসতে চলেছে খুব তাড়াতাড়িই, ইতিমধ্যেই জাপানে লঞ্চ করেছে এই গাড়ি…

Next Article