AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cheapest E-Scooters in India: একবার চার্জে চলবে 140 কিমি পথ, ভারতের বাজারে দেদার বিকোচ্ছে এই পাঁচ ই-স্কুটার

Latest Tech News: 2022 সালের শেষে বা 2023-এর শুরুতে আপনি যদি একটি ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভেবে থাকেন তাহলে আপনার জন্য সাধ্যের মধ্যে সেরা পাঁচটি ই-স্কুটারের খোঁজ দেওয়া হল।

Cheapest E-Scooters in India: একবার চার্জে চলবে 140 কিমি পথ, ভারতের বাজারে দেদার বিকোচ্ছে এই পাঁচ ই-স্কুটার
সাধ্যের মধ্যে সেরা পাঁচটি ই-স্কুটারের খোঁজ।
| Edited By: | Updated on: Dec 24, 2022 | 1:46 PM
Share

Affordable Electric Scooters: দিনের পর দিন যেভাবে পেট্রলের দাম বেড়ে চলেছে তাতে এখন সম্বল শুধু ইলেকট্রিক স্কুটারই। এই খরচ থেকে সুরাহা পেতে অনেকেই ভিড় জমাচ্ছেন ই-স্কুটারের শোরুমে। 2022 সালের শেষে বা 2023-এর শুরুতে আপনি যদি একটি ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভেবে থাকেন তাহলে আপনার জন্য সাধ্যের মধ্যে সেরা পাঁচটি ই-স্কুটারের খোঁজ দেওয়া হল। এবার দেখে নেওয়া যাক ভারতের সেরা কয়েকটি ইলেকট্রিক স্কুটার যেগুলো একবার চার্জ দিলেই চলতে পারবে অনেকটা পথ।

Hero Electric Optima CX

Hero Electric Optima CX মডেলটিতে রয়েছে 52.2 ভোল্ট এবং 30 অ্যাম্পিয়ার আওয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি যা 4 থেকে 5 ঘন্টায় সম্পূর্ণভাবে চার্জ করা যায়। দাম যথাক্রমে 63,890 টাকা থেকে 85,190 টাকা। ডুয়াল ব্যাটারি যুক্ত মডেলটি একবার চার্জে 140 কিমি পথ যেতে পারবে এবং এর সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় 45 কিমি। মডেলটিতে 550 ওয়াটের ব্রাশলেস ডিসি মোটর ব্যবহার করা হয়েছে।

Bounce Infinity E1

Bounce Infinity E1 মডেলটিতে রয়েছে 48 ভোল্ট, 2 কিলোওয়াট আওয়ার এবং 39 অ্যাম্পিয়ার আওয়ারযুক্ত ব্যাটারি। একবার চার্জে 85 কিমি পথ পাড়ি দিতে সক্ষম। ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ করতে সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। এই ই-স্কুটারটির দাম যথাক্রমে 56,999 টাকা। কম দাম হওয়া সত্ত্বেও এই মডেলটিতে ব্লুটুথ কানেকশন রয়েছে। এর সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় 65 কিমি।

Hero Electric Photon

Hero Electric-এর এই মডেলটিতে 1200 ওয়াটের একটি ইলেকট্রিক মোটর রয়েছে। 72 ভোল্ট ও 26 এম্পিয়ার আওয়ারের ব্যাটারি প্যাক রয়েছে। Hero Electric Photon-এর ব্যাটারিটি পুরোপুরি চার্জ করতে 5 ঘন্টা সময় লাগে এবং একবার চার্জে 90 কিমি পথ যেতে সাহায্য করে। এই ই-স্কুটারটির স্পিড 45 কিমি/ঘণ্টা। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারগুলির মধ্যে রয়েছে এলইডি হেডলাইট, টেল লাইট এবং অ্যালয় হুইল। এই ই-স্কুটারটির দাম যথাক্রমে 80,790 টাকা।

Okinawa Praise Pro

Okinawa Praise Pro মডেলটিতে রয়েছে 1 কিলোওয়াটের BLDC মোটর। এছাড়াও রয়েছে 2 কিলোওয়াট আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি। এই স্কুটারটি একবার চার্জে 88 কিমি যেতে পারবে। এর মধ্যে থাকা ব্যাটারিটি 2 থেকে 3 ঘণ্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যায়। তাছাড়াও এতে স্পোর্ট মোড, সেন্ট্রাল লকিং, কি-লেস এন্ট্রি, অ্যান্টি থেফ্ট অ্যালার্ম, ডিজিটাল এলসিডি কনসোল, টেলিস্কোপিক ফর্ক এবং টুইন রিয়ার শক অ্যাবজর্ভার রয়েছে। এই ই-স্কুটারটির দাম যথাক্রমে 99,645 টাকা।

Ampere Magnus EX

Ampere Magnus EX মডেলটিতে ৬০ ভোল্ট এবং ৩০ অম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। ব্যাটারিটি 5 অম্পিয়ারের সকেটের মাধ্যমে সম্পূর্ণ চার্জ করতে সময় লাগে 6-7 ঘন্টা। একবার চার্জে 121 কিমি পথ যেতে সাহায্য করে। এছাড়াও রয়েছে 1.2 কিলোওয়াটের বৈদ্যুতিক মোটর। এই ই-স্কুটারটির দাম যথাক্রমে 86,390 টাকা। Ampere Magnus EX এর সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় 55 কিমি।