TVS Motor: চলতি বছরের ফেব্রুয়ারিতে 2.76 লাখ গাড়ি বিক্রি করল TVS Motor

TVS Motor Latest News: চলতি বছরের ফেব্রুয়ারিতে টিভিএস মোটর (TVS Motor) তাদের গাড়ি বিক্রয় পরিসংখ্যান প্রকাশ করেছে। 2023 সালের ফেব্রুয়ারিতে কোম্পানিটি 2,76,150 ইউনিট বিক্রি করেছে। গত বছরের তুলনায় কোম্পানিটি 1.97% ক্ষতির সম্মুখীন হয়েছে।

TVS Motor: চলতি বছরের ফেব্রুয়ারিতে 2.76 লাখ গাড়ি বিক্রি করল TVS Motor
Follow Us:
| Edited By: | Updated on: Mar 03, 2023 | 11:09 AM

TVS Bikes: ভারতীয় বাজারে টিভিএস মোটর (TVS Motor)-এর বিরাট জনপ্রিয়তা রয়েছে। বাজারে তাদের অনেক রেঞ্জের গাড়ি রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে টিভিএস মোটর (TVS Motor) তাদের গাড়ি বিক্রয় পরিসংখ্যান প্রকাশ করেছে। 2023 সালের ফেব্রুয়ারিতে কোম্পানিটি 2,76,150 ইউনিট বিক্রি করেছে। গত বছরের তুলনায় কোম্পানিটি 1.97% ক্ষতির সম্মুখীন হয়েছে। অর্থাৎ এবার কোম্পানিটির বিক্রি প্রায় 2 শতাংশ কমেছে। একই সময়ে, গত বছরে অর্থাৎ 2022 সালের ফেব্রুয়ারিতে, কোম্পানিটি 2,81,714 ইউনিট বিক্রি করেছিল।

2023 সালের ফেব্রুয়ারী মাসে কোম্পানির মোট দুই চাকার বিক্রিতেও সামান্য পতন হয়েছে। একটি ANI রিপোর্ট অনুসারে , 2022 সালের ফেব্রুয়ারিতে, TVS 2,67,625টি দ্বি-চাকার গাড়ি বিক্রি করেছে। যেখানে 2023 সালের ফেব্রুয়ারিতে, কোম্পানিটি 2,67,026 ইউনিট টু হুইলার বিক্রি করেছে। তবে দেশীয় বাজারে কোম্পানিটি লাভের কথা বলেছে। 2022 সালের ফেব্রুয়ারিতে, TVS 1,73,198 ইউনিট বিক্রি করেছে। আর এবার এই সংখ্যা বেড়ে হয়েছে 2,21,402 ইউনিট। অর্থাৎ TVS 28% লাভ করেছে।

স্কুটার বা বাইকের কথা বললে, চলতি বছরে কোম্পানিটি বিক্রি করেছে 1,26,243 ইউনিট। যেখানে 2022-এ এই সংখ্যা ছিল 1,43,523 ইউনিট। TVS স্কুটার বা বাইক বিক্রিতে 21% বৃদ্ধি পেয়েছে।

TVS বৈদ্যুতিক যানবাহনে (EVs) বিক্রির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 2023 সালের ফেব্রুয়ারিতে, কোম্পানিটি 15,522 ইউনিট বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে। যেখানে ফেব্রুয়ারি 2022-এ, সংখ্যাটি ছিল মাত্র 2,238 ইউনিট। প্রতিবেদনে বলা হয়েছে, TVS জানিয়েছে যে, “টিভিএস আইকিউব ইলেকট্রিক স্কুটারটি গ্রাহকদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। যা এখন প্রায় শতাধিক শহরে পাওয়া যাচ্ছে। আমরা চার মাসে 10,000-এর বেশি ইউনিট বিক্রি করেছি।”

tvs bike

আন্তর্জাতিক বিক্রির কথা বললে, কোম্পানিটি 53,405 ইউনিট বিক্রি করেছে। যেখানে 2022 সালের ফেব্রুয়ারিতে এই সংখ্যা ছিল 1,07,574 ইউনিট। 2022-এ 94,427 ইউনিটের তুলনায় এখানে দুই চাকার বিক্রয় 45,624 ইউনিট বলে জানা গিয়েছে। থ্রি হুইলারে, কোম্পানিটি 2022 সালে 14,089 ইউনিট রপ্তানি করেছিল, যেখানে চলতি বছর কমে হয়েছে 9,124 ইউনিট।

অন্য়দিকে, TVS Apache সিরিজের বাইকগুলি ভারতীয় বাজারে বেশ জনপ্রিয় হয়েছে। 2005 সালে প্রথম চালু হওয়ার পর থেকে কোম্পানিটি বিশ্বব্যাপী 5 মিলিয়নেরও বেশি Apache সিরিজের বাইক বিক্রি করেছে। বর্তমানে, TVS Apache সিরিজ 60 টিরও বেশি দেশে বিক্রি হচ্ছে এবং কোম্পানিটি সময়ে সময়ে এটি আপডেট করে চলেছে। বর্তমানে এই বাইকের সেগমেন্টে প্রথমবারের মতো অনেকগুলি ফিচার দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে রেস টিউনড ফুয়েল ইনজেকশন, রাইড মোড, ডুয়াল চ্যানেল ABS, রেস টিউনড স্লিপার ক্লাচ এবং স্মার্টকানেক্টের মতো অনেক ফিচার।