Upcoming Cars: বর্ষশেষে ভারতের বাজারে গ্র্যান্ড এন্ট্রি নেবে এই দুই গাড়ি, লুক-ফিচার দেখার মতো
Upcoming Cars in December 2023: তালিকায় রয়েছে নতুন Kia Sonet facelift, Lexus LM MPV। গাড়ি দু'টিতে দুর্দান্ত সব ফিচার ও স্পেসিফিশন রয়েছে। দু'টি গাড়ি ছাড়াও ইতিমধ্যেই বাজারে Lamborghini Revuelto চালু হয়েছে। 6 ডিসেম্বর 2023-এ ভারতীয় বাজারে Revuelto হাইব্রিড সুপারকার লঞ্চ করেছে। এই সুপারকারটি ভারতে Aventador কে প্রতিস্থাপন করবে বলে মনে করা হচ্ছে।

চলতি বছরের শেষের আগে, 2টি নতুন গাড়ি ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে। সেই তালিকায় রয়েছে নতুন Kia Sonet facelift, Lexus LM MPV। গাড়ি দু’টিতে দুর্দান্ত সব ফিচার ও স্পেসিফিশন রয়েছে। দু’টি গাড়ি ছাড়াও ইতিমধ্যেই বাজারে Lamborghini Revuelto চালু হয়েছে। 6 ডিসেম্বর 2023-এ ভারতীয় বাজারে Revuelto হাইব্রিড সুপারকার লঞ্চ করেছে। এই সুপারকারটি ভারতে Aventador কে প্রতিস্থাপন করবে বলে মনে করা হচ্ছে। তবে এখন সবটাই সময়ের অপেক্ষা। এর এক্স-শোরুম দাম রাখা হয়েছে প্রায় 8.89 কোটি টাকা। এবার আসা যাক আসন্ন গাড়ি দু’টির বিষয়ে।
Kia sonet ফেসলিফ্ট (kia sonet facelift)
কোরিয়ান অটোমোবাইল নির্মাতা Kia 15 ডিসেম্বর, 2023-এ তার Sonet ফেসলিফ্ট SUV চালু করতে চলেছে। ভারতে সোনেট ফেসলিফ্টের অপেক্ষায় রয়েছে বহু মানুষ। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। 2024 Kia Sonet-এর মধ্যে অ্যাডাস প্রযুক্তি দেওয়া হবে। 2024 Kia Sonet ফেসলিফ্টটি একটি 82bhp, 1.2-লিটার 4-সিলিন্ডার NA পেট্রোল, একটি 118bhp, 1.0-লিটার 3-সিলিন্ডার টার্বো পেট্রোল এবং একটি 115bhp, 1.5-লিটার 4-লিটার টারবো সহ 3টি ইঞ্জিন বিকল্পে দেওয়া হবে। ডিজেল ইঞ্জিন দেওয়া হবে। এতে 5-স্পিড ম্যানুয়াল, 6-স্পিড ম্যানুয়াল, 6-স্পিড আইএমটি (ইন্টেলিজেন্ট ম্যানুয়াল ট্রান্সমিশন), 6-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক এবং 7-স্পিড ডুয়াল-ক্লাচ অটোমেটিক (ডিসিটি) অপশন থাকবে।
লেক্সাস এলএম এমপিভি (lexus LM mpv)
Lexus India এই মাসের শেষে অর্থাৎ ডিসেম্বরের শেষে তার LM প্রিমিয়াম MPV চালু করতে পারে। Lexus আগস্ট 2023-এ LM বিলাসবহুল MPV-এর জন্য প্রি-অর্ডার শুরু করেছে এবং কোম্পানি এখনও পর্যন্ত 100 টিরও বেশি বুকিং পেয়েছে। 2024 Lexus LM MPV টয়োটার GA-K প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হবে বলেই জানিয়েছে কোম্পানিটি। এতে 4 এবং 7-সিটার অপশনগুলির সঙ্গে একটি একক টপ-স্পেক 350h ভ্যারিয়েন্টে দেওয়া হবে। এই নতুন MPV-এ রয়েছে একটি 48-ইঞ্চি স্ক্রিন, রিক্লাইনার সিট, 23-স্পীকার চারপাশ-সাউন্ড কাপ, ফুটরেস্ট, অ্যাম্বিয়েন্ট লাইটিং সিস্টেম এবং একটি ADAS প্রযুক্তি। এতে একটি 2.5-লিটার 4-সিলিন্ডার পেট্রোল হাইব্রিড ইঞ্জিন থাকবে।
