AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BGMI Bans Cheaters: বিজিএমআইয়ের নতুন আপডেটে থাকবে হিন্দি ভয়েস প্যাক!

ক্রাফটনের মতে, উইপনের স্কিন এখন ক্রেট বা রুলেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে যে এটি বিপি শপের বিষয়েও কিছু পর্যালোচনা করছে। সঙ্গে এও জানানো হয়েছে যে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ায় ৩০ দিনের রুম কার্ড যুক্ত করার কোনও পরিকল্পনা নেই।

BGMI Bans Cheaters: বিজিএমআইয়ের নতুন আপডেটে থাকবে হিন্দি ভয়েস প্যাক!
| Edited By: | Updated on: Sep 09, 2021 | 3:24 PM
Share

ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (বিজিএমআই) তার ওয়েবসাইটে সর্বশেষ পোস্টে বেশ কয়েকটি নতুন ফিচারের ইঙ্গিত দিয়েছে। গেম ডেভেলপার ক্রাফটন নিশ্চিত করেছে যে উইপনের স্কিন এখন ক্রেট বা রুলেটে অন্তর্ভুক্ত করা থাকবে। এই পোস্টে আরও বলা হয়েছে যে এতে বিপি শপ খোলার সম্ভাবনা পর্যালোচনা করা হচ্ছে। হিন্দিতে একটি ভয়েস প্যাকও যোগ করা হবে। প্রাইম সাবস্ক্রিপশনের ফিচারও আনার কথা বলা হয়েছে এবং ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াতে বোনাস চ্যালেঞ্জ চালু করছে। ক্রাফটন গেমটিতে চিটারদের শনাক্ত করা এবং নিষিদ্ধ করার জন্য কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানানো হয়েছে। এতে বলা হয়েছে যে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াতে ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। যা স্বয়ংক্রিয়ভাবে রিয়েল-টাইমে চিটারদের খেলা নিষিদ্ধ করার চেষ্টা করবে।

তার সর্বশেষ ফ্যান FAQ পোস্টে ক্রাফটন বিস্তারিতভাবে বর্ণনা করেছে যে এটি ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ায় কীভাবে চিটারদের বিরুদ্ধে মোকাবিলা করবে। গেমটিতে ২৪ ঘণ্টার নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলে বলা হয়েছে। এটা হ্যাক করা অ্যাকাউন্টগুলিকে স্বয়ংক্রিয়ভাবে নিষিদ্ধ করে দেয়। চিটারদের উপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে খেলোয়াড়দের রিয়েল-টাইম বিজ্ঞপ্তি পাঠায়। 

পোস্টে বলা হয়েছে, “সিস্টেম ছাড়াও, আমরা নিয়মিত ইউটিউব সহ ওয়েবসাইটগুলিতে অবৈধ প্রোগ্রামগুলির প্রচার/ ব্যবহার এবং তাদের ম্যানুয়ালি অনুমোদন অনুসন্ধান করি। যে কোনও চ্যানেল অবৈধ প্রোগ্রাম ব্যবহারের বিজ্ঞাপন প্রচার করছে। আমরা তাদের ব্লক করার জন্য কঠোর পরিশ্রম করছি।” গেমাররা ইন-গেম সেটিংসের মাধ্যমে গ্রাহক পরিষেবার সঙ্গে যোগাযোগ করে হ্যাকারদের বিরুদ্ধে রিপোর্ট করতে পারবেন।

ক্রাফটন জানিয়েছে যে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার এমুলেটর ভার্সেন প্রকাশ করা হবে না কারণ এটি হ্যাকিংয়ের মতো অবৈধ কাজের সম্ভাবনা বাড়ায়।

ডেভলপার বলেছেন যে এটি কয়েকটি ফিচার নিয়ে বিশেষ পর্যালোচনা করছে। এর মধ্যে রয়েছে প্রাইম সাবস্ক্রিপশন এবং বোনাস চ্যালেঞ্জ সহ নানান ফিচার। প্রাইম সাবস্ক্রিপশন গেমারদের গেমটি এগোনোর সঙ্গে সঙ্গে কিছু স্থায়ী পুরস্কারের ব্যবস্থা করে। এটি বর্তমানে হিন্দিতে ভয়েস প্যাকের সংযোজন করার কথাও জানিয়েছে।

ক্রাফটনের মতে, উইপনের স্কিন এখন ক্রেট বা রুলেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে যে এটি বিপি শপের বিষয়েও কিছু পর্যালোচনা করছে। সঙ্গে এও জানানো হয়েছে যে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ায় ৩০ দিনের রুম কার্ড যুক্ত করার কোনও পরিকল্পনা নেই।

আরও পড়ুন: পাবজির নির্মাতা এবার আনতে চলেছেন নতুন ওপেন-ওয়ার্ল্ড গেম ‘প্রোলগ’

আরও পড়ুন: এবার গেমারদের জন্য সুখবর, নতুন ওএসে হ্যাকারদের উৎপাত আর থাকবে না!

আরও পড়ুন: ২০ হাজারের কম দামে যেসব ফোনে খেলা যায় ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া, রইল তালিকা