ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া, যা মূলত বিজিএমআই নামে পরিচিত, ভারতীয় গেমারদের বিশেষ পার্মানেন্ট রিওয়ার্ড দেওয়ার মাধ্যমে গণেশ চতুর্থী উদযাপন করছে। ব্যাটেল রয়্যাল গেম একটি নতুন মিশন চালু করেছে যা গেমারদের তাদের অবতারের জন্য নতুন ইন-গেম পোশাক জিততে সাহায্য করবে। গত মাসে, বিজিএমআই গেম ডেভেলপার এবং প্রকাশক ক্রাফটন একইভাবে স্বাধীনতা দিবস পালন করেছিল। ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (বিজিএমআই) যেটি এই বছরের শুরুতে PUBG মোবাইল ইন্ডিয়ার বদলে চালু হয়েছিল এখন পর্যন্ত ৫০ মিলিয়নেরও বেশি ডাউনলোড হয়েছে।
ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে ঘোষণা করা হয়েছে, গণেশ চতুর্থী উদযাপনের জন্য নতুন কিছু পোশাক এখন ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াতে (বিজিএমআই) লাইভ হয়ে গিয়েছে এবং ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। গেমটিতে পার্মানেন্ট রিওয়ার্ড পেতে গেমারদের তিনটি নতুন মিশন শেষ করতে হবে। গণেশ চতুর্থী উৎসবকে স্মরণীয় করে রাখার জন্য একটা হাতির প্রিন্ট করা টি-শার্ট দেওয়া হচ্ছে। এটা পরে গেমাররা ভার্চুয়াল যুদ্ধের ময়দানে এই উৎসবের ব্যাপারে প্রচার করতে পারবে।
গণেশ চতুর্থী উদযাপনের প্রথম মিশন ইতিমধ্যেই লাইভ হয়ে গেছে এবং ১০ সেপ্টেম্বর পর্যন্ত এই মিশন উপলব্ধ হবে। টাস্কটি বলছে যে গেমারদের প্রতিদিন ক্লাসিক মোডে ১০ মিটার সাঁতার কাটতে হবে।
BGMI- এর দ্বিতীয় মিশনে বলা হয়েছে যে ২১ সেপ্টেম্বর পর্যন্ত গেমারদের ৬০ বার ক্লাসিক মোড খেলতে হবে। আর তৃতীয় এবং শেষ মিশনে বলা হয়েছে, গেমারদের তাদের টিমের সঙ্গে যেকোনও মোডে পাঁচ বার খেলতে হবে। এই মিশনটি ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং ২১ সেপ্টেম্বর পর্যন্ত অ্যাক্সেসের জন্য উপলব্ধ থাকবে।
তিনটি মিশন সম্পন্নকারী গেমাররা তাদের অবতারের জন্য বিশেষভাবে ডিজাইন করা টি-শার্ট পাবেন। বিজয়ীদের জন্য আরও কয়েকটি ভার্চুয়াল পুরস্কার থাকবে যাদের মধ্যে ক্লাসিক ক্রেট কুপন এবং ইন-গেম কয়েন থাকতে চলেছে।
ক্রাফটনের তরফ থেকে আরও জানানো হয় যে বিজিএমআই খুব তাড়াতাড়ি আরও কিছু আপডেট আনতে চলেছে। এদের মধ্যে থাকবে হিন্দি ভয়েস কমান্ড। এছাড়াও উন্নতমানের ইন-গেম সিকিউরিটি আনার কথাও জানানো হয়েছে যা গেমারদের হ্যাকারদের হাত থেকে বাঁচতে সাহায্য করবে।
গত মাসে, ক্রাফটন বিজিএমআই গেমারদের জন্য একইরকম একটা ইভেন্টের আয়োজন করেছিল। যেখানে এরা সফল অংশগ্রহণকারীদের একটি AWM স্নাইপার রাইফেল স্কিনের পাশাপাশি ইন-গেম কয়েন আর ক্লাসিক ক্রেট কুপন স্ক্র্যাপ দিয়েছিল। এছাড়াও সবুজ প্যারাসুট ট্রেইল এবং একটি সাপ্লাই ক্রেট কুপনও এর সঙ্গে দেওয়া হয়েছিল। এই পুরস্কারগুলি স্বাধীনতা দিবস উদযাপনের জন্যই দেওয়া হয়েছিল যা ২০ অগাস্ট পর্যন্ত স্থায়ী ছিল।
আরও পড়ুন: বিজিএমআইয়ের নতুন আপডেটে থাকবে হিন্দি ভয়েস প্যাক!
আরও পড়ুন: পাবজির নির্মাতা এবার আনতে চলেছেন নতুন ওপেন-ওয়ার্ল্ড গেম ‘প্রোলগ’