AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Garena Free Fire Redeem Codes: গারিনা ফ্রি ফায়ারের ৮ ফেব্রুয়ারির রিডিম কোডগুলি এক নজরে দেখে নিন…

গেস্ট অ্যাকাউন্টে এই কুপনগুলি রিডিম করা সম্ভব হবে না। ফ্রি কোড রিডিম প্রক্রিয়াটি সম্পন্ন হলে গেমাররা ইনগেম মেইল সেকশনে রিওয়ার্ড পেয়ে যাবেন।

Garena Free Fire Redeem Codes: গারিনা ফ্রি ফায়ারের ৮ ফেব্রুয়ারির রিডিম কোডগুলি এক নজরে দেখে নিন...
| Edited By: | Updated on: Feb 08, 2022 | 3:05 PM
Share

গারিনা ফ্রি ফায়ার (Garena Free Fire) গত কয়েক বছরে মোবাইল গেমারদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। ২০১৯ সালে সারা বিশ্বে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া মোবাইল গেম ছিল এটি। এমনকি গত অক্টোবর মাসেও বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড (Android) ও আইওএস (IOS) উভয় প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি ইনস্টল হয়েছে গারিনা ফ্রি ফায়ার মোবাইল গেমটি।

তুলনামূলক কম দামি ফোনগুলিতেও খেলতে পারার জন্য গেমটির এত জনপ্রিয়তা বলে মনে করেন অনেকে। এছাড়া ডেভেলপাররা প্রতিদিনই নতুন কিছু নিউমেরিক কোড যুক্ত করছে এই গেমে। এই কোডগুলির মাধ্যমে বিভিন্ন স্কিন, পেটস, কসমেটিকস ইত্যাদি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। এর ফলে গেমে জেতার সম্ভাবনা বেড়ে যায়। তাই রোজ সকাল থেকে অনেক ফ্রি ফায়ার গেমার অপেক্ষা করে ফ্রি রিওয়ার্ড কোডগুলি পাওয়ার জন্য।

ইউকে সার্ভারের জন্য গারিনা ফ্রি ফায়ারের রিডিম কোডগুলো দেখে নিন: 

  • F34R 76D5 R4ES
  • DWFV BTJY KHI8
  • BV7C DY6T SWVB
  • FNRM TKGY LHBO
  • UBJH GNT6 M7KU
  • N34M RTYO HNI8
  • X4SW FGRH G76T
  • Y374 UYH5 GB67
  • VIC8 DX7S 6YT5
  • C3DS EBN4 M56K
  • 6AQ2 WS1X DFRT
  • 8S7W 65RF ERFG
  • FD6Y X2SQ 5WSR
  • FQ73 K0ZK M6MC
  • F44E Y84G S1N5
  • FA43 WKIF 4B6A
  • RAFQ V2BN 3EJM
  • Y7UL O80U 9J8H
  • 7GF6 D5TS REF3
  • 4G56 NYHK GFID
  • UBJH GNT6 M7KU
  • N34M RTYO HNI8
  • X4SW FGRH G76T
  • Y374 UYH5 GB67
  • Y374 UYH5 GB67
  • Y7UL O80U 9J8H
  • 7GF6 D5TS REF3
  • 4G56 NYHK GFID
  • FGHE U76T RFQB
  • FT6Y GBTG VSRW
  • NJKI 89UY 7GTV
  • C3DS EBN4 M56K
  • 6AQ2 WS1X DFRT
  • 8S7W 65RF ERFG
  • FGHE U76T RFQB
  • FT6Y GBTG VSRW
  • NJKI 89UY 7GTV
  • FFJS WOZU 23XD
  • F8GF K9TQ WGBA
  • F8PC 53UR 6CP7
  • F48J MY5H 9JZP
  • FGPT KXE6 HM7I
  • FTYG-VBNJ-YIH8
  • 765D-RFEG-R5T6
  • YLOH-98G7-F6DT
  • GFAQ-345I-6Y8G
  • 7FYG-BNER-M5T6
  • YO9H-8GUY-EI78
  • M9LO-IJH9-87YT
  • SGET-YIH8-7G65
  • FXG6 6P6M QBFP
  • FUL4 SKLP 07VD
  • FPB8 JPBF 1CXP
  • FB5F 8ZY5 VU26
  • FGT6 SUVY BVG8
  • FF76 5YDE RT6C
  • F7VD BUG6 74VG
  • FYUJ 53DR WTEF
  • FNI8 745T YGVC

অতিরিক্ত কিছু কুপন:

  • DDFRTY1616POUYT- বিনামূল্যে পোষ্য
  • FFGYBGFDAPQO- ফ্রি ফায়ার ডায়ামন্ডস
  • FFGTYUO16POKH- জাস্টিস ফাইটার আর ভ্যান্ডালস রেবেলিয়ন উইপনস লুট ক্রেট
  • BBHUQWPO1616UY- ডায়ামন্ড রয়্যাল ভাউচার
  • MJTFAER8UOP16- ৮০,০০০ ডায়ামন্ড কোডস
  • SDAWR88YO16UB- বিনামূল্যে ডিজে আলোকের চরিত্র
  • NHKJU88TREQW- টাইটিয়ান মার্কের গান স্কিন
  • MHOP8YTRZACD- পালোমার চরিত্র
  • BHPOU81616NHDF- এলিট পাস আর বিনামূল্যে টপ আপ
  • ADERT8BHKPOU- আউটফিট

Garena Free Fire Redeem Codes

গারিনা ফ্রি ফায়ারের ফ্রি কোড কীভাবে রিডিম করবেন:

১. প্রথমে অফিশিয়াল রিডিম সেন্টারে (https://reward.ff.garena.com/en) ভিজিট করতে হবে।

২. তারপর লগ ইন করার জন্য যে সোশ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করেন সেটা এন্টার করতে হবে (Facebook, Google, Twitter, Apple Id, HUAWEI ID বা VK)

৩. এরপর যেকোনও একটি রিডিম কোড কপি করে ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘continue’ বাটনে ক্লিক করতে হবে।

৪. এখন স্ক্রিনে ডবল চেক বক্স আসবে। সেখানে ‘ok’ বাটনে ক্লিক করতে হবে।

ফ্রি কোড রিডিম প্রক্রিয়াটি সম্পন্ন হল। গেমাররা ইনগেম মেইল সেকশনে রিওয়ার্ড পেয়ে যাবেন।

আরও পড়ুন: QLAN Gamers Social Network: ভারতে ই-স্পোর্টসের চাহিদা উর্ধ্বগগনে, শুধু গেমারদের জন্যই লঞ্চ হল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ক্ল্যান

আরও পড়ুন: Krafton Sony Music India Partnership: সনি মিউজিক ইন্ডিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধল ক্রাফ্টন, রাফতার-বাদশাহের র‌্যাপে পাবজি নিউ স্টেট গেমে নতুন ছোঁয়া!