BGMI Spider-Man Partnership: স্পাইডার-ম্যান: নো ওয়ে হোমের সঙ্গে গাঁটছড়া বাঁধছে ব্যাটলগ্রাউন্ডস, একাধিক নতুন চমক নিয়ে আসছে ক্রাফ্টন

BGMI Latest Update: মারভেলের এক্কেবারে লেটেস্ট সিনেমা স্পাইডার-ম্যান: নো ওয়ে হোমের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। বিস্তারিত তথ্য জেনে নিন।

BGMI Spider-Man Partnership: স্পাইডার-ম্যান: নো ওয়ে হোমের সঙ্গে গাঁটছড়া বাঁধছে ব্যাটলগ্রাউন্ডস, একাধিক নতুন চমক নিয়ে আসছে ক্রাফ্টন
ব্যাটলগ্রাউন্ডে এবার স্পাইডার-ম্যান
Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2021 | 3:25 PM

গত বছর ভারতে নিষিদ্ধ করা হয়েছিল পাবজি মোবাইল। তার পর থেকেই অপেক্ষা ছিল আর একটা বিকল্প ব্যাটল রয়্যাল গেমের। আর সেই অপেক্ষারই অবসান ঘটিয়ে চলতি বছরে ভারতে হাজির হয়েছে পাবজি মোবাইলের দেশি ভ্যারিয়েন্ট ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। প্লেয়ারদের এক্সক্লুসিভ গেমপ্লে মোড দিতে এই BGMI গেমে যোগ করা হয়েছে একাধিক স্কিন এবং আকর্ষণীয় বেশ কিছু এলিমেন্টস। এর আগে পাবজি মোবাইলে এমনই আকর্ষণীয় গেমপ্লে মোড দিতে জনপ্রিয় বেশ কিছু ব্লকবাস্টার সিনেমার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল ক্রাফ্টন।

সেই একই কাণ্ড এবার ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার সঙ্গেও ঘটতে চলেছে। শীঘ্রই মারভেলের এক্কেবারে লেটেস্ট সিনেমা স্পাইডার-ম্যান: নো ওয়ে হোমের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। ক্রাফ্টন-এর তরফ থেকে সম্প্রতি এই বিষয়ে ইনস্টাগ্রামে একটি পোস্টে লেখা হয়েছে, ‘দেখতে থাকুন! ব্যাটলগ্রাউন্ডস প্লেয়ারদের জন্য বড় কিছু আসতে চলেছে।’ সেই পোস্টে সিগনেচার লেভেল থ্রি হেলমেটও দেখা গিয়েছে। এই একই হেলমেট শত্রুদের খতম করতে স্পাইডার-ম্যানের একাধিক ছবিতেও এর আগে দেখা গিয়েছে।

স্পাইডার-ম্যানের সঙ্গে পার্টনারশিপ নিয়ে এর আগে থেকেই টিজ় করতে শুরু করেছিল ক্রাফ্টন। ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া প্লেয়ারদের উৎসাহ আরও বাড়াতে ক্রাফ্টন-এর পক্ষ থেকে আর একটি ইনস্টা পোস্টে লেখা হয়েছিল, ‘ভাল খবর! বিজিএমআই গেমেও শীঘ্রই স্পাইডার-ম্যান আসতে চলেছে। আপনার কাছাকাছি থিয়েটারে মাল্টিভার্স অ্যাকশন দেখুন এবং দুর্দান্ত কোলাবরেশনের জন্য অপেক্ষা করুন!’

যদিও এই স্পাইডার-ম্যান এবং ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার পার্টনারশিপ নিয়ে একাধিক বিষয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। কী ভাবে স্পাইডার-ম্যান এই ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমে ব্যবহৃত হবে, তা নিয়ে ক্রাফ্টন-এর তরফ থেকে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। স্কিন নাকি নতুন গেমপ্লে মোড – এই সব কিছুতে স্পাইডার-ম্যান ব্যবহৃত হবে কি না, সে বিষয়েও পরিষ্কার করেনি ক্রাফ্টন। প্রসঙ্গত, গডজ়িলা vs কং যখন লঞ্চ হয়েছিল, তখন সেখানে স্কিন ও গেমপ্লে মোড একাধিক দিকে ছবির চরিত্রদের ব্যবহার করা হয়েছিল। যদিও এই লেটেস্ট ডেভেলপমেন্ট সম্পর্কে সংস্থার তরফ থেকে খুব শীঘ্রই সমস্ত আপডেট সম্পর্কে জানানো হবে।

কয়েক দিন আগেই ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গাঁটছড়া বেঁধেছিল জনপ্রিয় মিডিয়া লিগ অফ লেজেন্ডস-এর সঙ্গে। আর তার ফলেই গেমের ইরাঞ্জাল, লিভিক এবং স্যানহক ম্যাপে যোগ হয়েছে আরকেন মিরর ওয়ার্ল্ড গেম মোড। পাশাপাশি প্লেয়াররা চারটি আরকেন চরিত্রও পেয়ে গিয়েছেন – সাইতলিন, জয়েস, জিঙ্কস এবং ভিআই। গেম মোডের পাশাপাশি প্লেয়াররা ক্রসওভারের অঙ্গ হিসেবে বিশেষ রিওয়ার্ডও পেয়ে গিয়েছে। স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম ক্রসওভারের সঙ্গেও এই একই জিনিস দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: PUBG New State: ৪৫ মিলিয়ন ডাউনলোডের গণ্ডি টপকে গেল পাবজি নিউ স্টেট, সাফল্যের উদযাপনে নতুন আপডেট

আরও পড়ুন: BGMI Account Ban: ডিসেম্বরে এক সপ্তাহের ব্যবধানে ১.৪২ লাখ অ্যাকাউন্ট ব্যান করল ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া

আরও পড়ুন: PUBG New State: রক্ষণাবেক্ষণের কাজে ১৬ ডিসেম্বর ডাউন থাকবে পাবজি নিউ স্টেট, জানাল ক্রাফ্টন