BGMI And PUBG New State: যে ৫ কারণে পাবজি নিউ স্টেট গেমের পরিবর্তে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া খেলছেন প্লেয়াররা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 06, 2021 | 4:41 PM

BGMI Latest News: পাবজি নিউ স্টেট লঞ্চ হলেও গেমারদের এখন একমাত্র পছন্দ ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। কিন্তু কেন?

BGMI And PUBG New State: যে ৫ কারণে পাবজি নিউ স্টেট গেমের পরিবর্তে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া খেলছেন প্লেয়াররা
প্লেয়ারদের এক মাত্র পছন্দ এখন বিজিএমআই

Follow Us

ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার এই মুহূর্তে ভারতে একটা বিরাট প্লেয়ার বেস তৈরি হয়েছে। লঞ্চের কয়েক দিনের মধ্যেই গেমটি ব্যাপক জনপ্রিয় হয়। কিন্তু এই জনপ্রিয়তার মাঝেই আবার BGMI-এর ডেভেলপার সংস্থা ভারতে আরও একটি নতুন ব্যাটল রয়্যাল গেম – পাবজি নিউ স্টেট। এই গেমটি আবার লঞ্চ হয় ১১ নভেম্বর। ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে পাবজি গেমটি। ১১ নভেম্বর লঞ্চ হওয়ার পরই বিশ্বের সবথেকে বেশি ডাউনলোডেড গেমের তালিকায় পৌঁছে গিয়েছে এই পাবজি নিউ স্টেট।

কিন্তু পাবজি নিউ স্টেট ব্যাপক পরিমাণে ডাউনলোডেড হলেও গেমাররা খেলতে পছন্দ করছেন না এই গেমটি। এখনও তাঁদের একটাই পছন্দ – ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। কিন্তু কেন একটা নতুন গেম লঞ্চ হওয়ার পরেও পুরনো গেমের মোহ ছাড়তে পারছেন না গেমাররা। সেই কারণগুলিই এক নজরে দেখে নেওয়া যাক।

একাধিক বাগ ও গ্লিচ

পাবজি নিউ স্টেট একটি নতুন গেম হওয়ার কারণে এখনও এই গেমে একাধিক বাগ ও গ্লিচ রয়েছে। এমনই অভিযোগ করেছেন গেমাররা। গেম খেলার সময় তো বটেই এমনকি রিওয়ার্ড কালেক্ট করার সময়ও এই একাধিক বাগ এবং গ্লিচ সংক্রান্ত সমস্যা ভুগতে হচ্ছে প্লেয়ারদের। অন্য দিকে BGMI গেমটি ভারতে এই মুহূর্তে সেট হয়ে গিয়েছে। ভারতের বাজারে এই মুহূর্তে সবথেকে পুরনো ব্যাটল রয়্যাল গেম। বিজিএমআই গেমে গ্লিচ বা বাগ সংক্রান্ত কোনও সমস্যা নেই এই মুহূর্তে। আৎ সেই কারণেই অনেকে পাবজি নিউ স্টেট-এর তুলনায় বেছে নিচ্ছে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া।

ক্রমবর্ধমান ই-স্পোর্টস সিনারিও

ভারতের মোবাইল গেমিং কমিউনিটির কথা উঠলেই প্রথমে নাম আসবে ব্যাটলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়ার ই-স্পোর্টস দৃশ্যপটের, যা এক কথায় ক্রমবর্ধমান। চলতি বছরের জুলাই মাসে ব্যাটলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া লঞ্চ হওয়ার পরই এ দেশে একগুচ্ছ আনঅফিসিয়াল টুর্নামেন্টের আয়োজন করে ক্রাফ্টন। গেমিং কমিউনিটিতে বেশ সফলও হয়েছিল প্রতিটি টুর্নামেন্ট। আর তার মধ্যে সবথেকে জনপ্রিয় হয়েছিল BGIS 2021। কিন্তু ব্যাটল রয়্যাল ক্যাটেগরিতে পাবজি নিউ স্টেট একটি নতুন গেম। প্রাথমিক পর্যায়ে থাকার ফলে এই গেম এখনও ইস্পোর্টস সিনারিওতে সে ভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি। টুর্নামেন্টও এখনও পর্যন্ত হয়নি সে ভাবে।

ব্যাটলগ্রাউন্ডের ম্যাপ আগে থেকেই গেমারদের চেনা

বিজিএমআই আসলে পাবজি মোবাইলের ভারতীয় ভার্সন। আর সেই কারণে দুই গেমে একই ম্যাপ রয়েছে। এই মুহূর্তে সমস্ত ভারতীয় প্লেয়াররাই গেমের বর্তমান ম্যাপ সম্পর্কে অবগত। এই ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমে রয়েছে মোট ছয়টি ম্যাপ। সেগুলি হল – ইরাঞ্জাল, মিরামার, সানহক, ভিকেন্ডি এবং কারাকিন। অন্য দিকে পাবজি নিউ স্টেট গেমে মাত্র দুটি ম্যাপ বেছে নিতে পারেন প্লেয়াররা। আর পাবজি নিউ স্টেট ছেড়ে বিজিএমআই খেলার প্রবণতা বাড়ার আরও একটা বড় কারণ হল এই ম্যাপ।

ইনভেনটরি

ভারতের প্লেয়াররা BGMI গেমটি খেলতে এবং তাতে ইনভেস্ট করতেও অভ্যস্ত। কারণ গেম খেলার জন্য তাঁরা একাধিক ইনভেনটরি আউটফিটস এবং গেম খেলার জন্য স্কিনও পেয়ে যান। তার পরেও আবার পাবজি মোবাইল থেকে ব্যাটলগ্রাউন্ডে সফল ভাবে ডেটা ট্রান্সফার করার জন্য BGMI প্লেয়াররা তাঁদের পাবজি মোবাইল ইনভেনটরিও পেয়ে গিয়েছেন। অন্য দিকে প্লেয়ারদের অফার করার জন্য পাবজি নিউ স্টেটের মাত্র হাতে গোনা কয়েকটি স্কিন রয়েছে। আর সেই কারণেই গেমাররা ব্যাটলগ্লাউন্ডস মোবাইল ইন্ডিয়া খেলতে বেশি পছন্দ করেন।

একাধিক বিন্ন ইভো গ্রাউন্ড মোডস ও আরকেডস

ব্যাটলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমে রয়েছে একাধিক মোড যেমন, আরকেড, ইভো গ্রাউন্ড মোড-সহ আরও অনেক। এদিকে পাবজি নিউ স্টেট গেমে আবার হাতে গোনা কয়েকটি মোড রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, ক্লাসিক এবং টিডিএম। ব্যাটলগ্রাউন্ড আরকেড মোডে ৩টি ভিন্ন সাব-মোডও রয়েছে, যার মধ্যে কুইক ম্যাচ, স্নিপার ট্রেনিং এবং ওয়ার রয়েছে। আবার ব্যাটলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমের অ্যারেনা মোডে রয়েছে পাঁচটি ভিন্ন সাব-মোড। সেগুলি হল, ডেথম্যাচ, অ্যারেনা ট্রেনিং, গান গেম ডমিনেশন এবং অ্যাসল্ট। এছাড়াও BGMI গেমটি প্লেয়ারদের AI মোডের সাহায্যে এনহ্যান্সড স্কিল দিয়ে সত্যিকারের মোকাবিলা করতে সাহায্য করে।

আরও পড়ুন: Call Of Duty Mobile 2: লঞ্চ হতে পারে কল অফ ডিউটি মোবাইল ২, পিসি থেকেই ওয়ারজ়োন মোড আসার সম্ভাবনা

আরও পড়ুন: Garena Free Fire: ১৮ বছরের কম বয়সীরা ফ্রি ফায়ার খেলতে পারবেন?

আরও পড়ুন: Netflix New Mobile Games: অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য ফের তিনটি নতুন গেম লঞ্চ করল নেটফ্লিক্স

Next Article
Call Of Duty Mobile 2: লঞ্চ হতে পারে কল অফ ডিউটি মোবাইল ২, পিসি থেকেই ওয়ারজ়োন মোড আসার সম্ভাবনা
Money Earning Games: অ্যান্ড্রয়েডে এমন কিছু গেম আছে যেগুলো খেললে টাকা পাওয়া যায়, সেগুলো সম্বন্ধে বিস্তারিত জেনে নিন…