AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফেসবুক ম্যাসেঞ্জার ইউজ়ারদের জন্য বড় ধাক্কা, বন্ধ হয়ে যাচ্ছে এই দরকারি ফিচার

Facebook Messenger SMS Support: এতদিন পর্যন্ত ফেসবুক মেসেঞ্জারেই ফোনের মেসেজ দেখা যেত। অর্থাৎ ফেসবুকে আসা মেসেজ আর ফোনের সিমে আসা মেসেজ একটা অ্যাপেই দেখা যেত। এই ফিচারটি চালু করার পর থেকেই বেশ জনপ্রিয় হয়ে উঠছিল।

ফেসবুক ম্যাসেঞ্জার ইউজ়ারদের জন্য বড় ধাক্কা, বন্ধ হয়ে যাচ্ছে এই দরকারি ফিচার
| Edited By: | Updated on: Aug 09, 2023 | 7:31 PM
Share

ফেসবুক হোক বা ফেসবুক মেসেঞ্জার, এই দু’টি অ্যাপই দেশে বিরাট জনপ্রিয়। চ্যাটিং অ্যাপ হিসেবে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ মেসেঞ্জার ব্যবহার করেন। দেশের যে কোনও প্রান্তে মানুষের সঙ্গে কথা বলা যায় সহজেই। তবে এবার ফেসবুক মেসেঞ্জার থেকে একটি ফিচার সরিয়ে ফেলতে চলেছে Meta। 2016 সালে, মেটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এসএমএস ইন্টিগ্রেশন ফিচার চালু করে। এবার প্রায় সাত বছর পর অর্থাৎ 2023 সালে, এই ফিচারটি বন্ধ করা হচ্ছে। অর্থাৎ খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে ফেসবুক মেসেঞ্জার থেকে এসএমএস সাপোর্ট ফিচার।

এসএমএস ইন্টিগ্রেশন ফিচার কী?

এতদিন পর্যন্ত ফেসবুক মেসেঞ্জারেই ফোনের মেসেজ দেখা যেত। অর্থাৎ ফেসবুকে আসা মেসেজ আর ফোনের সিমে আসা মেসেজ একটা অ্যাপেই দেখা যেত। এই ফিচারটি চালু করার পর থেকেই বেশ জনপ্রিয় হয়ে উঠছিল। এর জন্য আর আলাদা আলাদা করে কোনও অ্যাপ ব্যবহার করতে হত না। এবার সেই ফিচারই বন্ধ করে দিতে চলেছে কোম্পানিটি।

ফিচারটি কবে বন্ধ হবে?

মেটা জানিয়েছে, এই ফিচারটি 28 সেপ্টেম্বর, 2023 থেকে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এর পরে, মেসেঞ্জারে এসএমএস দেখা যাবে না। বর্তমানে একই অ্যাপে ব্যবহারকারীরা ফেসবুকে মেসেজ এবং এসএমএসে আসা মেসেজ অ্যাপটিতে দেখতে পান। মেসেঞ্জারে এসএমএস বেগুনি রঙে এবং ফেসবুকে বন্ধুদের মেসেজ মেসেঞ্জারে নীল রঙে আসে। এবার সেই সুবিধাই বন্ধ হতে চলেছে।

মেটার দেওয়া তথ্য অনুযায়ী, 28 সেপ্টেম্বরের পর অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে এসএমএস পাঠানো ও গ্রহণ করার সুবিধা উপভোগ করতে পারবেন না। এর মানে SMS এর জন্য আপনাকে শুধুমাত্র ফোনের ডিফল্ট মেসেজিং অ্যাপ ব্যবহার করতে হবে।

যদি আপনি নতুন ডিফল্ট মেসেজিং অ্যাপটি বেছে না নেন, সেক্ষেত্রে কী হবে?

যদি কোনও ব্যবহারকারী একটি নতুন ডিফল্ট মেসেজিং অ্যাপ বেছে না নেন, তাহলে এসএমএস অটোমেটিক Google মেসেজ অ্যাপে সেভ হয়ে যাবে। Facebook মেসেঞ্জারে এই ফিচারটি বন্ধ হওয়ার পরে, আপনার কাছে কেবল দুটি আপশন থাকবে। প্রথমত আপনি হয় Google মেসেজের মতো অন্য অ্যাপে স্যুইচ করতে পারেন বা ফোনের ডিফল্ট SMS অ্যাপ ব্যবহার করুন।