যাঁর সঙ্গে এত কথা, সেই Insta-য় ব্লক করে দিল! এই কৌশলেই ধরতে পারবেন

Someone Blocked You On Insta: কোথায় গেলেন তিনি, প্রোফাইলটা ডিলিট করে দিলেন নাকি স্রেফ আপনাকেই ব্লক করে রেখেছেন? এই সব প্রশ্ন আপনার মাথায় ঘোরাফেরা করতে পারে। কিন্তু তার সদুত্তর পাওয়ার উপায় প্রায় নেই বললেই চলে। অন্তত এতদিন সেই উপায়ের অমিলই ছিল। তবে বিশ্বাস করুন, এমন একাধিক কৌশল আমরা আপনাকে শেখাতে পারি, যা থেকে আপনি জানতে পারবেন ইনস্টাগ্রামে আপনাকে কেউ ব্লক করেছে কি না।

যাঁর সঙ্গে এত কথা, সেই Insta-য় ব্লক করে দিল! এই কৌশলেই ধরতে পারবেন
সে কি সত্যিই আপনাকে ইনস্টায় ব্লক করে দিল?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2023 | 8:27 PM

Instagram-এ অনেক দিন ধরেই একজনের সঙ্গে কথা বলতেন! কিন্তু ইদানিং তাঁকে আর দেখতে পাচ্ছেন না? কোথায় গেলেন তিনি, প্রোফাইলটা ডিলিট করে দিলেন নাকি স্রেফ আপনাকেই ব্লক করে রেখেছেন? এই সব প্রশ্ন আপনার মাথায় ঘোরাফেরা করতে পারে। কিন্তু তার সদুত্তর পাওয়ার উপায় প্রায় নেই বললেই চলে। অন্তত এতদিন সেই উপায়ের অমিলই ছিল। তবে বিশ্বাস করুন, এমন একাধিক কৌশল আমরা আপনাকে শেখাতে পারি, যা থেকে আপনি জানতে পারবেন ইনস্টাগ্রামে আপনাকে কেউ ব্লক করেছে কি না।

1) সার্চ ফিচার ব্যবহার

ইনস্টাগ্রামে অনেক সময় অনেককে খুঁজে পাওয়া যায় না। তার মূল কারণ হয়তো আপনার প্রোফাইলটিকে ব্লক করে রাখা হয়েছে বা সেই ব্যবহারকারী তাঁর ইউজ়ারনেম বদলে ফেলেছেন। পাবলিক প্রোফাইল হলে সার্চ থেকে খুব সহজেই খুঁজে পাওয়া সম্ভব। কিন্তু যদি এক্কেবারে সাধারণ মানুষের প্রোফাইল হয় বা ইউজ়ারনেম বদলে দেওয়া হয়, তাহলে নিচের অন্যান্য কৌশলগুলি আপনার কাজে আসতে পারে।

2) অন্য অ্যাকাউন্ট থেকে যাচাই

কেউ আপনাকে ইনস্টাগ্রামে ব্লক করেছে কি না, তা নিশ্চিত হতে পারেন নিজের প্রোফাইল বাদ দিয়ে অন্য আর একটি প্রোফাইল থেকে সেই অ্যাকাউন্টটিকে খুঁজে দেখলে। আপনার দুটি প্রোফাইল থাকলে অন্য একটি থেকে এই কাজ করতে পারেন। আর তা যদি না থাকে, তাহলে আপনার বন্ধু বা পরিবারের কাউকে বলে এই কাজটি করতে পারেন। সার্চ করে যদি সেই প্রোফাইল দেখতে পান তাহলে বুঝতে হবে আপনাকে তিনি ইনস্টাগ্রামে ব্লক করে রেখেছেন।

3) ওয়েব থেকে সেই ইনস্টা অ্যাকাউন্ট খোলা

ইনস্টাগ্রামে প্রত্যেক ব্যবহারকারীর একটা অনন্য প্রোফাইল লিঙ্ক থাকে। সেখানে ব্যবহারকারীর ইউজ়ারনেমও থাকে। সেই ব্যক্তির প্রোফাইল পেজটি আপনি দেখতে পারেন instagram.com/username ইউআরএল থেকে। ওয়েব থেকে এই ভাবে সার্চ করার সময় যদি আপনাকে “Sorry, this page isn’t available” লেখা মেসেজ দেখানো হয়, তাহলে বুঝবেন হয় সেই অ্যাকাউন্টের আর অস্তিত্ব নেই, না হয় আপনাকে ব্লক করা হয়েছে।

4) তাদের অ্যাকাউন্ট ট্যাগ বা উল্লেখ

আর একটা চমৎকার কৌশলে আপনি বুঝতে পারবেন, কেউ ইনস্টাগ্রামে আপনাকে ব্লক করল কি না। কী করতে হবে? যে প্রোফাইলটি আপনাকে ব্লক করেছে বলে মনে করছেন, তাঁকে ট্যাগ করে বা মেনশন করে পোস্ট করতে পারেন। অ্যাকাউন্টের অস্তিত্ব থাকলে বা আপনাকরে ব্লক না করা হলে ট্যাগ অথবা মেনশন করতে পারবেন। কিন্তু ট্যাগ যদি করতে না পারেন, তাহলে বুঝতে হবে আপনাকে ব্লক করা হয়েছে। এছাড়াও যদি ওই প্রোফাইল থেকে আপনাকে আগে ট্যাগ বা মেনশন করে কোনও পোস্ট করা হলে সেটাও এখন একবার দেখতে পারেন।

5) আবার ফলো করা

কারও প্রোফাইলে রিসেন্ট পোস্ট দেখতে পাচ্ছেন না? আপনাকে ব্লক করা হয়েছে কি না, তা নিশ্চিত করতে ফলো বাটনে ট্যাব করুন। প্রোফাইল পেজেই এই অপশনটি দেখতে পাবেন। বাটনটি যদি হঠাৎই ‘ফলোয়িং’ থেকে পরিবর্তিত হয়ে ‘ফলো’ হয়ে যায় কয়েক সেকেন্ডের জন্য, তাহলে বুঝতে হবে আপনাকে ব্লক করা হয়েছে।

6) ডিএম বা ডিরেক্ট মেসেজ চেক করা

কোনও ইউজার আপনাকে ব্লক করেছে কি না, সেটা জানার আর একটা ভাল উপায় হল সোজা DM বা ডিরেক্ট মেসেজ অপশনে চলে যাওয়া। সেখানে গিয়ে ওই ব্যবহারকারীর সঙ্গে আপনার চ্যাটের অপশনটি খুলে দেখুন। এবার ইউজ়ারনেমে ক্লিক করুন। যদি দেখতে পান ‘Instagram user’ লেখা আছে এবং প্রোফাইল পিকচার যদি দেখতে না পান, তাহলে ধরতে হবে আপনাকে ব্লক করেছেন সেই ব্যবহারকারী।