Uber এবার আপনাকে আকাশে ওড়াবে! ₹13,000 খরচে হট এয়ার বেলুনে রাইড
Uber Hot Air Balloon Ride: উবর অ্যাপ থেকে ব্যবহারকারীরা হট এয়ার বেলুন রাইডের জন্য 159 মার্কিন ডলার বা প্রায় 13,000 টাকা খরচ করে একটি জায়গা সংরক্ষণ করতে পারেন। সূর্যোদয়ের সময় এবং তার ঠিক পরেই 1.5 ঘণ্টার জন্য হট এয়ার বেলুনে চড়ে উড়তে পারবেন উবর ইউজ়াররা। 3,000 ফুট বা 914.4 মিটার উচ্চতায় ইউনেস্কোর দ্বারা রেজিস্টার করা একটি আগ্নেয়গিরির উপর দিয়ে বেলুনটি উড়বে।
Uber এবার আপনাকে আকাশে ওড়ার সুযোগ করে দেবে! হ্যাঁ, শুধুই আর গাড়ি বুকিং নয়। উবর থেকে এবার বাইক বা কার রাইড বুকিংয়ের পাশাপাশি আপনি হট এয়ার বেলুন রাইডও বুক করতে পারবেন! তবে, এই খবর শুনে এখনই খুশিতে আত্মহারা আপনার আকাশে ওড়ার কোনও কারণ নেই। কেন? তার কারণ, হট এয়ার বেলুন ভারতে এখনও দুষ্প্রাপ্য। আপাতত তুর্কির ক্যাপাডোসিয়া অঞ্চলে এই অ্যাডভেঞ্চার রাইডের বন্দোবস্ত করছে Uber। তাই, তুর্কি যদি বেড়াতে যান, তাহলে সেখানে উবরে ক্যাব বুক করার পাশাপাশিই একবার হট এয়ার বেলুন রাইড বুক করে দেখতে পারেন।
ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, উবর তার ব্যবহারকারীদের তুরস্কের মনোমুগ্ধকর ক্যাপাডোসিয়া অঞ্চলে হট এয়ার বেলুন রাইড বুক করার অনুমতি দেওয়ার মাধ্যমে একটি উত্তেজনাপূর্ণ নতুন উদ্যোগ শুরু করছে। এই পদক্ষেপটি শুধুমাত্র ট্যাক্সি এবং রাইড-হেলিং পরিষেবার বাইরে গিয়ে উবরের ব্যবসাকে ক্রমাগত সম্প্রসারণের ইঙ্গিত দেয়। পাশাপাশি এই পরিষেবা আরও একটা বিষয় পরিষ্কার করে দিচ্ছে, ভ্রমণ এবং পর্যটনের ক্ষেত্রেও কতটা গভীরভাবে প্রবেশ করতে চাইছে উবর।
এখন প্রশ্ন হচ্ছে, কীভাবে ব্যবহারকারীদের একটা হট এয়ার বেলুন রাইডের বন্দোবস্ত করবে Uber? বিষয়টি খুব সহজ। উবর অ্যাপ থেকে ব্যবহারকারীরা হট এয়ার বেলুন রাইডের জন্য 159 মার্কিন ডলার বা প্রায় 13,000 টাকা খরচ করে একটি জায়গা সংরক্ষণ করতে পারেন। সূর্যোদয়ের সময় এবং তার ঠিক পরেই 1.5 ঘণ্টার জন্য হট এয়ার বেলুনে চড়ে উড়তে পারবেন উবর ইউজ়াররা। 3,000 ফুট বা 914.4 মিটার উচ্চতায় ইউনেস্কোর দ্বারা রেজিস্টার করা একটি আগ্নেয়গিরির উপর দিয়ে বেলুনটি উড়বে। এ প্রসঙ্গে জেনে রাখা ভাল যে, এই অঞ্চলটি তার বিস্ময়কর গুহা শহর এবং 10 শতকের ঐতিহাসিক গির্জার জন্য বিখ্যাত।
ক্যাপাডোসিয়া হল তুরস্কের একটি প্রধান পর্যটন কেন্দ্র। পরিসংখ্যান বলছে, 2022 সালে 44.6 মিলিয়ন বিদেশি পর্যটক প্রায় এই অনন্য জায়গাটিকে নিজেদের তুরস্ক ভ্রমণের কেন্দ্রবিন্দু হিসেবে বেছে নিয়েছেন। সে দেশের সংস্কৃত ও পর্যটন মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে। 2023 সালে দেশের এই অঞ্চলেই 60 মিলিয়ন পর্যটককে স্বাগত জানাতে চলেছে তুরস্ক। এখন উবর যদি সেখানে হট এয়ার বেলুন রাইড অফার করে, তাহলে পর্যটকের সংখ্যাটা চলতি বছরে 60 মিলিয়ন ছাপিয়ে যাবে বলেই মনে করছে দেশটি।
উবরের হট এয়ার বেলুন পরিষেবাটি সংস্থার সিইও দারা খোসরোশাহীর মস্তিষ্কপ্রসূত। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন ভ্রমণ বিকল্প চালু করেছে Uber। এই অফারগুলির মধ্যে রয়েছে ভারতে টুক-টুক, গ্রীসে মৌসুমী নৌকা পরিষেবা এবং ব্রিটেনের ফ্লাইট বুকিং-সহ আরও অনেক কিছু।