Jio Bharat ফোনের জন্য বিশেষ প্ল্যান, 123 টাকা ও 1234 টাকা রিচার্জে বছরভর ব্যবহার
Jio Bharat ব্যবহারকারীদের জন্য মোট দুটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে রিলায়েন্স জিও। তাদের একটি প্ল্যানের জন্য 123 টাকা এবং অপর প্ল্যানের জন্য 1234 টাকা খরচ করতে হবে। নতুন জিও ভারত রিচার্জ প্ল্যানগুলি আনলিমিটেড ভয়েস কলিং, ইন্টারনেট ডেটা বেনিফিট অফার করছে।

Reliance Jio সম্প্রতি তার কম দামি 4G ইন্টারনেট সক্রিয় ফোন লঞ্চ করেছে। সেই Jio Bharat ফোনের দাম 999 টাকা। Karbonn এর সঙ্গে জুটি বেঁধে 2G মুক্ত ভারত গড়ার লক্ষ্যে ফোনগুলি দেশের বাজারে লঞ্চ করেছে মুম্বইয়ের টেলিকম জায়ান্টটি। গুরুত্বপূর্ণ ফিচার ও স্পেসিফিকেশনের মধ্যে রয়েছে ক্যামেরা, JioPay-র মাধ্যমে UPI পেমেন্ট পরিষেবা। বিভিন্ন জিও রিচার্জ প্ল্যানের মতো এই 4G জিও ভারত ফোনগুলিতে রয়েছে Jio Saavn, JioCinema-র মতো একাধিক কমপ্লিমেন্টারি অ্যাপ ব্যবহারের সুবিধা। এখন এই জিও ভারত ফোনের সঙ্গে কিছু রিচার্জ প্ল্যানও লঞ্চ করেছে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা।
Jio Bharat ব্যবহারকারীদের জন্য মোট দুটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে রিলায়েন্স জিও। তাদের একটি প্ল্যানের জন্য 123 টাকা এবং অপর প্ল্যানের জন্য 1234 টাকা খরচ করতে হবে। নতুন জিও ভারত রিচার্জ প্ল্যানগুলি আনলিমিটেড ভয়েস কলিং, ইন্টারনেট ডেটা বেনিফিট অফার করছে। সবথেকে বড় কথা হল, দেশের যে 250 মিলিয়ন ফিচার ফোন ব্যবহারকারী রয়েছেন, তাঁদের 4G ফোনে আপগ্রেডেশন করার জন্য এটাই হল ‘ডিজিটাল স্বাধীনতা’। Jio Bharat 4G মোবাইল সম্পর্কে এর আগেই আমরা একাধিক তথ্য জেনেছি। এবার এই জিও ভারত 4G প্ল্যানগুলি আসলে কী, কী অফার রয়েছে, সেই সংক্রান্ত সব তথ্যই জেনে নেব।
Jio Bharat 123 টাকার রিচার্জ প্ল্যান
Jio Bharat মোবাইল ব্যবহারকারীদের জন্য যে প্রাথমিক রিচার্জ প্ল্যানটি নিয়ে আসা হয়েছে, তার জন্য 123 টাকা খরচ করতে হবে। প্ল্যানটিতে ব্যবহারকারীরা প্রতিদিন 0.5GB করে ডেটা পেয়ে যাবেন। রিচার্জ প্যাকের বৈধতা 28 দিন। অর্থাৎ আপনি যখন প্ল্যানটি রিচার্জ করছেন, তখন থেকে আর 28 দিন প্ল্যানটি ব্যবহার করতে পারবেন।
Jio Bharat Rs 1234 টাকার রিচার্জ প্ল্যান
আর একটা জিও ভারত রিচার্জ প্ল্যানের জন্য ব্যবহারকারীদের 1234 টাকা খরচ করতে হবে। এই প্ল্যানেও আপনাকে প্রতিদিন 0.5GB করে ডেটা অফার করা হবে। সেই সঙ্গে রয়েছে আনলিমিটেড ভয়েস কলিংয়ের অফার, যা আপনি প্রতিদিন যে কোনও নেটওয়ার্কে করার সুযোগ পেয়ে যাবেন। সবথেকে বড় কথা হল, প্ল্যানটি রিচার্জ করলে আপনি সারা বছর ব্যবহার করতে পারবেন। আর সমগ্র ভ্যালিডিটি পিরিয়ডে মোট 168GB ডেটা পেয়ে যাবেন।
