AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

লঞ্চ হয়েছে শাওমির ৭৫ ইঞ্চির অ্যানড্রয়েড স্মার্টটিভি, ভারতে এর দাম কত?

আগামী ২৭ এপ্রিল থেকে এই স্মার্ট টিভির উপর সেল শুরু হবে। সংস্থার নিজস্ব অনলাইন স্টোর থেকে কেনা যাবে এই টিভি। এছাড়াও ফ্লিপকার্ট থেকেও শাওমির এই টিভি কিনতে পারবেন ক্রেতারা।

লঞ্চ হয়েছে শাওমির ৭৫ ইঞ্চির অ্যানড্রয়েড স্মার্টটিভি, ভারতে এর দাম কত?
ভারতে এ যাবৎ শাওমি যত টিভি লঞ্চ করেছে, তার মধ্যে এই QLED TV সবচেয়ে বড় এবং সবচেয়ে এক্সপেনসিভ অর্থাৎ দাম বেশি।
| Updated on: Apr 24, 2021 | 5:33 PM
Share

ভারতে লঞ্চ হয়েছে এমআই- এর ৭৫ ইঞ্চির স্মার্টটিভি। এই Mi QLED TV আসলে একটি স্মার্ট অ্যানড্রয়েড টিভি। ৭৫ ইঞ্চির সুবিশাল এই আলট্রা-এইচডি টিভির দাম ১,১৯,৯৯৯ টাকা। ভারতে এ যাবৎ শাওমি যত টিভি লঞ্চ করেছে, তার মধ্যে এই QLED TV সবচেয়ে বড় এবং সবচেয়ে এক্সপেনসিভ অর্থাৎ দাম বেশি। এই স্মার্ট টিভি হাই ডায়নামিক রেঞ্জের কনটেন্ট সাপোর্ট করে। সেই সঙ্গে রয়েছে ডলবি ভার্সান ফরম্যাট। অ্যানড্রয়েড ১০ ভার্সান রয়েছে এই টিভিতে। এছাড়াও ৪কে রেঞ্জের এই টিভিতে রয়েছে শাওমির প্যাচওয়াল ইউজার ইন্টারফেস।

আগামী ২৭ এপ্রিল থেকে এই স্মার্ট টিভির উপর সেল শুরু হবে। সংস্থার নিজস্ব অনলাইন স্টোর থেকে কেনা যাবে এই টিভি। এছাড়াও ফ্লিপকার্ট থেকেও শাওমির এই টিভি কিনতে পারবেন ক্রেতারা।

৭৫ ইঞ্চির Mi QLED TV- র বিভিন্ন ফিচার

১। ৭৫ ইঞ্চির সুবিশাল স্ক্রিন থাকার পাশাপাশি এমআই- এর এই স্মার্ট টিভিতে রয়েছে HDR10+, HDR10, HLG সাপোর্ট। এছাড়াও রয়েছে ডলবি ভিশন।

২। সাউন্ড বা শব্দের ক্ষেত্রে এই ফোনে রয়েছে 30W- এর six-driver system। ডলবি অডিয়ো থাকার পাশাপাশি DTS-HD ফরম্যাটও রয়েছে। স্পিকার সিস্টেমের মধ্যে রয়েছে ২টি tweeters, ২টো ফুল রেঞ্জ drivers এবং ২টো woofers। যেহেতু এই টিভি অন্যান্য স্মার্ট টিভির তুলনায় অনেকটা বড়, তাই এর মধ্যে থাকা সাউন্ড স্পিকার যথেষ্টই আধুনিক।

৩। এই অ্যানড্রয়েড টিভিতে গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন জনপ্রিয় অ্যাপ যেমন- নেটফ্লিক্স, ইউটিউব, অ্যামাজন প্রাইম ভিডিয়ো, ডিজনি হটস্টার— এইসব অ্যাপ ডাউনলোড করে দেখা যাবে। কারণ এই টিভিতে রয়েছে আলট্রা এইচডি স্ট্রিমিং এবং সমস্ত এইচডিআর ফরম্যাট।

আরও পড়ুন- ভুলেও হোয়াটস অ্যাপে এই লিংকগুলো ক্লিক করবেন না! ফোনের নিয়ন্ত্রণ চলে যাবে অন্যের হাতে!

৪। ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে এইসব বিভিন্ন অ্যাপ ডুয়ানলোডের জন্য। গুগল অ্যাসিসট্যান্ট সাপোর্টও রয়েছে এই অ্যানড্রয়েড স্মার্ট টিভিতে। সেই সঙ্গে রয়েছে একটি ক্রোমকাস্ট। অ্যালেক্সার সাপোর্টও রয়েছে এই টিভিতে।

৫। শাওমির এই অত্যাধুনিক টিভিতে হাই কোয়ালিটির ভিডিয়ো গেমও খেলা সম্ভব।