Apple-এর আনুগত্য পরীক্ষার জন্য প্রস্তুত? iPhone 15 সিরিজ় যে কারণে আপনাকে প্রিমিয়াম ক্রেতা করে তুলতে পারে…

12 সেপ্টেম্বর একটি অনলাইন ইভেন্টের মধ্যে দিয়ে কুপার্টিনোর টেক জায়ান্টটি তার পরবর্তী iPhone 15 সিরিজ় লঞ্চ করতে চলেছে। এই সিরিজ়েও থাকছে একাধিক আইফোন, লাইটনিং পোর্ট বদলে টাইপ-সি চার্জিং-সহ একাধিক পরিবর্তনও করতে চলেছে।

Apple-এর আনুগত্য পরীক্ষার জন্য প্রস্তুত? iPhone 15 সিরিজ় যে কারণে আপনাকে প্রিমিয়াম ক্রেতা করে তুলতে পারে...
যে কারণে iPhone 15 সিরিজ়ের মধ্যে দিয়ে ছক ভাঙতে চলেছে Apple।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 11, 2023 | 12:44 PM

iPhone 15 Series Launch: ফের একবার গ্রাহকের আনুগত্য পরীক্ষা করতে প্রস্তুত Apple, তার পরবর্তী প্রজন্মের iPhone-এর মধ্যে দিয়ে। প্রত্যেক বছর একপ্রকার নিয়ম করে Apple তার বিভিন্ন সিরিজ়ের আইফোন মডেলগুলি নিয়ে আসে। 12 সেপ্টেম্বর একটি অনলাইন ইভেন্টের মধ্যে দিয়ে কুপার্টিনোর টেক জায়ান্টটি তার পরবর্তী iPhone 15 সিরিজ় লঞ্চ করতে চলেছে। এই সিরিজ়েও থাকছে একাধিক আইফোন, লাইটনিং পোর্ট বদলে টাইপ-সি চার্জিং-সহ একাধিক পরিবর্তনও করতে চলেছে। একথা বলার অপেক্ষা রাখে না যে, Apple iPhone মানেই তা দামি। যতই দিন এগিয়েছে, ততই iPhone মডেলগুলির দাম বেড়েছে, তা সত্যিই মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। একসঙ্গে এত ডিভাইস লঞ্চ করে আসলে বারবার Apple তার ব্যবহারকারীদের আনুগত্যেরই পরীক্ষা নেয়। ফের একবার সেই পরীক্ষার জন্য তৈরি বিশ্বের জনপ্রিয়তম স্মার্টফোন ব্র্যান্ড।

iPhone 15 সিরিজ়

এতদিন Apple যে সব আইফোন তৈরি করেছে তার থেকে অনেকাংশেই আলাদা হতে চলেছে নবপ্রজন্মের মডেলগুলি। ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞরা আশা করছেন যে, অ্যাপলের আসন্ন ইভেন্টের স্পটলাইট iPhone 15 রেঞ্জেই। আর সেই iPhone 15 সিরিজ় স্মার্টফোনের জগতে যুগান্তকারী কিছু পরিবর্তন করতে চলেছে। কোভিড পরবর্তী সময়ে স্মার্টফোনের বাজারে রীতিমতো ভাঁটা থাকা সত্ত্বেও Apple তার প্রতিষ্ঠিত বাজার ধরে রাখতে সক্ষম হয়েছে এবং ভারতের মতো দেশেও ভাল পারফর্ম করে যাচ্ছে। এমনকি, এদেশে উল্লেখযোগ্য বৃদ্ধি অর্জন করেছে ব্র্যান্ডটি।

iPhone 15 Pro মডেলগুলির ভূমিকা

Apple তার বিদ্যমান ইউজ়ার-বেস ধরে রাখতে এবং ভবিষ্যতের ক্রেতাদের প্রলুব্ধ করতে Pro মডেলগুলির উপরেই বাজি ধরছে। বিশ্লেষকরা অনুমান করছেন, iPhone 15 Pro মডেলগুলিতে একটি টাইটানিয়াম কেসিং থাকবে, যার ফলে ফোনগুলি আৎও শক্তিশালী হয়ে উঠবে এবং তাদের ওজনও আগের থেকে উল্লেখযোগ্য হারে কমতে পারে। তার থেকেও বড় কথা হল, iPhone 15 Pro মডেলগুলি পেরিস্কোপ লেন্স অপটিক্যাল জুম অফার করতে চলেছে এবং স্মার্টফোন ফটোগ্রাফির নতুন দিগন্তের উন্মোচন করতে চলেছে।

সর্বোপরি ডিভাইসগুলি যাতে সেরার সেরা পারফর্ম করতে পারে, তার জন্য এই মুহূর্তের শ্রেষ্ঠ চিপসেট দেওয়া হচ্ছে। তার ফলে iPhone 15 Pro/Pro Max মডেলগুলির দাম আরও 100 থেকে 200 মার্কিন ডলার বেড়ে যেতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 8,000 টাকা থেকে 16,000 টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে। এতদিন পর্যন্ত অর্থাৎ সর্বশেষ iPhone 14 Series ইস্তক ফোনগুলির দাম কিছুটা এক ছিল। কিন্তু এবার কুপার্টিনোর টেক জায়ান্ট দাম তুলনামূলকভাবে স্থিতিশীল রাখার পূর্ববর্তী কৌশল থেকে কিছুটা সরে গিয়ে ফোনগুলি স্পেসিফিকেশনে একাধিক পরিবর্তন করার সঙ্গেই দামও এক ধাক্কায় অনেকটাই বাড়াতে চলেছে। আর সেই পরিবর্তন iPhone Pro লাইনের ছকভাঙা পরিবর্তনের মধ্যে দিয়ে আখেরে বৃহত্তর প্রিমিয়াম স্মার্টফোন বাজারকে প্রতিফলিত করবে।

কৌশলগত ভাবে iPhone 15 Pro মডেলে জোর

আইফোনের নন-প্রো এবং প্রো মডেলগুলির মধ্যে একটি স্পষ্ট পার্থক্য তৈরি করতে অ্যাপল ক্রমবর্ধমানভাবে হাই-এন্ড আইফোন প্রো মডেলগুলিতে ফোকাস করছে। হাই-এন্ড আইফোন লাইন রাজস্ব উৎপাদন এবং Apple ব্র্যান্ডের প্রিমিয়াম ইমেজকে শক্তিশালী করা উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কৌশলটি মূলত আর্থিকভাবে শক্তিশালী উপভোক্তাদের জন্য এবং তার মধ্যে দিয়ে আলাদা একটা বাজার ধরে রাখাও লক্ষ্য অ্যাপলের। আর সেই বাজার ইতিমধ্যেই তৈরি করতে সফল হয়েছে সংস্থাটি। ইন্ডাস্ট্রি অ্যানালিস্টরা জোর দিয়ে বলছেন, সুপ্রতিষ্ঠিত স্মার্টফোন বাজারে অ্যাপলের ক্রমাগত আধিপত্যের জন্য কিছু যুগান্তকারী পরিবর্তন আনাও জরুরি হয়ে পড়েছিল। একমাত্র এই পরিবর্তনগুলির মধ্যে দিয়েই ব্র্যান্ডটি সুবিশাল স্মার্টফোন বাজারে নিজেকে আলাদা করতে সক্ষম হয়েছে এবং পরবর্তীতেও সেই লক্ষ্যেই এগিয়ে যাবে তারা।

iPhone 15 Series থেকে কী আশা করা যেতে পারে

iPhone 15 সিরিজ় থেকে উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য প্রত্যাশিত। এই সিরিজ়ের বেস মডেলগুলিও ডায়নামিক আইল্যান্ড এবং আপগ্রেডেড 48MP ক্যামেরা পেতে চলেছে। সেই শুরুর সময় থেকে চলে আসা লাইটনিং পোর্টও পরিবর্তিত হয়ে সেই জায়গায় আসতে চলেছে USB-C চার্জিং পোর্ট। গত বছরেই ইউরোপিয়ান ইউনিয়ন আইন প্রণয়ন করে যে, ই-বর্জ্যের পরিমাণ কমাতে সমস্ত স্মার্টফোন ও অন্যান্য গ্যাজেটসে USB-C আবশ্যক। প্রথমে মনে করা হচ্ছিল, 14 সিরিজ়েই এই ইউএসবি-সি দেওয়া হবে। কিন্তু তা না হওয়ায় iPhone 15 সিরিজ়েই সেই চার্জিং পোর্ট দেওয়া হচ্ছে। এখন এই সব একাধিক নতুনত্বের মধ্যে দিয়ে iPhone 15 Series স্মার্টফোনের জগতে বিপ্লব ঘটাতে প্রস্তুত।