ভারতে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে আসুস (Asus), যার নাম আসুস ৮জ়েড (Asus 8Z)। আসুস ইন্ডিয়া-র (Asus India) তরফ থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে যে, ২৮ ফেব্রুয়ারি সেই ফোনটি ভারতে লঞ্চ করা হবে। আসুস জ়েড সিরিজ়ের অন্যান্য ফোনের মতোই এই ৮জ়েড মডেলের ডিজ়াইন স্লিক হতে চলেছে। কমপ্যাক্ট বডি থাকছে এবং সেই সঙ্গেই দেওয়া হচ্ছে দুর্ধর্ষ ব্যাটারি। সংস্থার তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে, আসুস জ়েড সিরিজ়ের অন্যান্য ফোনের মতোই হতে চলেছে এই আসুস ৮জ়েড ফোনটি। ট্যুইটারে এই ঘোষণা করে সংস্থার তরফে লেখা হয়েছে, “কমপ্যাক্ট স্লিক বডির মধ্যে অনবদ্য পারফর্ম্যান্স দিতে সক্ষম হবে এই ফোনটি।” ২৮ ফেব্রুয়ারি সোমবার ঠিক দুপুর ১২টায় আসুস ৮জ়েড ফোনটি ভারতে লঞ্চ করা হবে।
সম্ভাব্য ফিচার্স ও স্পেসিফিকেশনস
গ্লোবাল মার্কেটে আসুসের জ়েড সিরিজ়ের ফোনগুলি জ়েনফোন সিরিজ় নামেই লঞ্চ হয়ে থাকে। বিশ্ববাজারে সেই আসুস জ়েনফোন ৮ লঞ্চ হয়েছিল ২০২১ সালের মে মাসে। প্রায় এক বছর পরে সেই ফোনই ভারতে আসছে অন্য নামে। আর সেখান থেকেই একটা বিষয় পরিষ্কার যে, আসুস জ়েনফোন ৮ ভারতে রিব্র্যান্ডেড ভার্সন আসুস ৮ জ়েড নামে লঞ্চ করা হবে।
এই ফোনে থাকছে একটি ৫.৯২ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও ২০:৯ এবং রিফ্রেশ রেট ১২০ হার্ৎজ়। ফোনটির ডিসপ্লের সুরক্ষার জন্য দেওয়া হচ্ছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন। কমপ্যাক্ট এইচডিআরটেনপ্লাস সার্টিফায়েড এই ডিসপ্লের পিক ব্রাইটনেস ১১০০ নিটস এবং টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্ৎজ়।
পারফর্ম্যান্সের দিক থেকে আসুস ৮জ়েড ফোনটি চালিত হবে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর আবার পেয়ার করা থাকছে ১৬জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬জিবি পর্যন্ত স্টোরেজের সঙ্গে। তবে ভারতে এই ফোনটির আরও বেশ কয়েকটি স্টোরেজ মডেল থাকবে বলেই জানা গিয়েছে।
একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হচ্ছে ফোনটিতে। প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে একটি ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স৬৮৬ সেন্সর। এই সেন্সর আবার অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট করবে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে একটি ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, যা ম্যাক্রো শটস নিতে কাজে লাগবে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হচ্ছে।
অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচার্সের মধ্যে থাকছে শক্তিশালী একটি ৪,০০০এমএএইচ ব্যাটারি যা ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, আইপি৬৮ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, ওয়াইফাই ৬ই সাপোর্ট, ব্লুটুথ ৫.২ এবং একটি ৩.৫মিমি হেডফোন পোর্ট। বিদেশের মার্কেটে জ়েনফোন ৮ লঞ্চ করা হয়েছিল অবসিডিয়ান ব্ল্যাক এবং হরাইজ়ন সিলভার এই দুই কালার অপশনে। ভারতেও এই একই কালার ভ্যারিয়েন্টে আসুস ৮জ়েড ফোনটি লঞ্চ করে কি না, সেটাই এখন দেখার।
আরও পড়ুন: দুটি দুরন্ত ফোন নিয়ে ৯ মার্চ ভারতে আসছে রেডমি নোট ১১ প্রো সিরিজ়, কেমন ফিচার্স থাকতে পারে, দেখে নিন
আরও পড়ুন: এই প্রথম ট্যাবলেট লঞ্চ করল ওপ্পো, বড় ডিসপ্লে, বীভৎস ব্যাটারি, দাম ও ফিচার্স জেনে নিন