Asus ROG Phone 7 গেমিং স্মার্টফোনের সেল শুরু, গেমারদের সোনায় সোহাগা; জেনে নিন সমস্ত ফিচার
Asus ROG Phone 7 Series: সেল থেকে সহজেই ROG Phone 7 এবং ROG Phone 7 Ultimate স্মার্টফোন কিনতে পারবেন। কোম্পানিও ব্যবহারকারীদের এই ফোন দু'টিতে অনেক অফারের সুবিধা দিচ্ছে।
Asus ROG Phone 7 Offers: যারা গেম খেলতে পছন্দ করেন, তাদের জন্য বাজারে অনেক স্মার্টফোন রয়েছে। এমনকি নতুন একটি ফেন বিগত কয়েকদিন ধরেই আলোচনার বিষয় হয়ে রয়েছে। আর ভারতে সেই ফোনের বিক্রি শুরু হয়ে গিয়েছে। ফোনটি হল Asus ROG Phone 7 সিরিজ। এই সিরিজে কোম্পানি ROG Phone 7 এবং ROG Phone 7 Ultimate এই দু’টি ফোন রেখেছে। এই সিরিজে আপনি অনেক অফার পেয়ে যাবেন। সেল থেকে সহজেই ROG Phone 7 এবং ROG Phone 7 Ultimate স্মার্টফোন কিনতে পারবেন। কোম্পানিও ব্যবহারকারীদের এই ফোন দু’টিতে অনেক অফারের সুবিধা দিচ্ছে। তাই চলুন দেখে নেওয়া যাক এই নতুন ফোনের উপর আপনি কী-কী অফার পাবেন। আর কেনই বা কিনবেন এই ফোন।
Asus ROG Phone 7 সিরিজের স্পেসিফিকেশন:
Asus ROG Phone 7 সিরিজের স্মার্টফোনে আপনি পেয়ে যাবেন 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। যা 165Hz রেজোলিউশন রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই দু’টি হ্যান্ডসেটেই Snapdragon 8 Gen 2 চিপসেট রয়েছে। এছাড়াও ফোন দু’টি আপডেটেড Android 13-এ চলে। Asus ROG Phone 7-এর দু’টি নতুন ডিভাইসেই কোম্পানি 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দিয়েছে। আপনি Asus ROG Phone 7 Ultimate মডেলে 16GB RAM এবং 512GB স্টোরেজ পেয়ে যাবেন। এছাড়াও আপনি এক্স ক্যাপচারের সুবিধা পাবেন, যা গেমিংয়ের সময় মুভমেন্ট ক্যাপচার করতে পারবেন।
এই সিরিজের ক্যামেরা এই সিরিজে, আপনি উভয় ফোনেই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাবেন। যার প্রাইমারি ক্যামেরা 50MP লেন্সের। সেকেন্ডারি ক্যামেরা 13MP আল্ট্রা ওয়াইড এবং তৃতীয় ক্যামেরাটি 8MP গভীরতার লেন্সের। সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য এতে একটি 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ব্যাটারির কথা বললে, এই স্মার্টফোনগুলিতে 6000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা 30W হাইপার ফাস্ট চার্জিং-এর সাহায্যেও চার্জ করা যাবে।
এই ফোনের দাম কত?
কোম্পানি ROG Phone 7-এর 12 GB RAM এবং 256 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 74,999 টাকা। ROG Phone 7 Ultimate-এর 16GB RAM এবং 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 99,999 টাকা। তবে আপনি এতে অনেক অফার পেয়ে যাবেন। Yes এবং RBL ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে উভয় স্মার্টফোনেই 2,000 টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। এছাড়াও HSBC এর ক্রেডিট কার্ড থেকে টাকা দিলে 7 শতাংশ ছাড়ের সুবিধা পাবেন। আপনি এতে 3600 টাকার এক্সচেঞ্জ অফারও পেয়ে যাবেন।