Budget Smartphones: ২০,০০০ টাকার নীচে এই ৩ টি স্মার্টফোনের ক্যামেরা নিয়ে আপনাকে ভাবতেই হবে না…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Jan 07, 2022 | 9:10 AM

আপনি যদি ফটোগ্রাফি করতে পছন্দ করেন কিন্তু কোন স্মার্টফোনটি কিনবেন তা নিয়ে দ্বিধায় থাকেন, তাহলে আমরা আপনাদের জন্য এমনই ৩ টি অনন্য স্মার্টফোন নিয়ে এসেছি, যেগুলির দাম ভারতে ২০,০০০ টাকার কম...

Budget Smartphones: ২০,০০০ টাকার নীচে এই ৩ টি স্মার্টফোনের ক্যামেরা নিয়ে আপনাকে ভাবতেই হবে না...

Follow Us

আজকাল ভারতীয় স্মার্টফোন বাজারে অনেক মোবাইল ফোন উঠছে। এই ফোনগুলো চমৎকার ক্যামেরা ফিচার, শক্তিশালী ব্যাটারি ক্ষমতা, শক্তিশালী প্রসেসর এবং অনেক আকর্ষণীয় ফিচার দিয়ে সজ্জিত। মিড-রেঞ্জ সেগমেন্টে ৬৪ মেগাপিক্সেল এবং ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার প্রবণতা খুব জনপ্রিয় হয়ে উঠছে। মোটোরোলা, ওপ্পো এবং স্যামসাং-এর মত কোম্পানি ২০,০০০ সেগমেন্টের অধীনে তাদের সেরা ক্যামেরা ফোন লঞ্চ করেছে।

মোটো জি৬০:

মোটো জি৬০ একটি অক্টা-কোর Qualcomm Snapdragon 732G প্রসেসর দ্বারা চালিত স্মার্টফোন। এর মধ্যে Android 11 আছে। স্মার্টফোনটিতে ৬.৭৮ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন ১০৮০X২৪৬০ পিক্সেল এবং ৩৯৬ppi এর পিক্সেল ঘনত্বের সঙ্গে ২০:৯ এর অ্যাসপেক্ট রেশিও রয়েছে। কোম্পানি এই মোবাইল ফোনটি ৬ জিবি + ১২৮ জিবি সহ একটি একক স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করেছে, যার দাম ১৭,৯৯৯ টাকা। কোম্পানি 108MP + 8MP + 2MP এর রিয়ার ক্যামেরা প্যাক এতে দিয়েছে। সুন্দর সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য একটি ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ওপ্পো এ৫৩ এস ৫ জি:

এই স্মার্টফোনটিতে ৭২০X ১৬০০ পিক্সেল রেজোলিউশন সহ একটি ৬.৫২ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে। স্মার্টফোনটি একটি অক্টাকোর MediaTek Dimensity 700 প্রসেসর দ্বারা চালিত। এই ফোন ColorOS 11.1 এ চলে যা Android 11 এর উপর ভিত্তি করে তৈরি। কোম্পানি এই মোবাইল ফোনটি ৬ জিবি + ১২৮ জিবি সহ যে স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করেছে তার দাম ১৪,৯৯০ টাকা। কোম্পানি এই বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনটিকে f/2.2 অ্যাপারচার সহ ১৩-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা সহ প্যাক করেছে। এছাড়াও f/2.4 অ্যাপারচার সহ ২-মেগাপিক্সেল ক্যামেরা এবং f/2.4 অ্যাপারচার সহ ২-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ভিডিয়ো কলিং এবং সেলফি ক্লিক করার জন্য সামনে f/2.0 অ্যাপারচার সহ ৮-মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এম৫১:

ফোনটিতে একটি ৬.৭-ইঞ্চির AMOLED PLUS Infinity-O ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে ২০:৯ এর অ্যাসপেক্ট রেশিও সহ আসে। এই ফোনে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ একটি শক্তিশালী Qualcomm Snapdragon 730G প্রসেসর রয়েছে। আরও ভাল এবং দ্রুত গ্রাফিক্স অভিজ্ঞতার জন্য এই ফোনে Adreno 618GPU দেওয়া হয়েছে। এতে একটি ৫ মেগাপিক্সেল ডেপথ সেন্সর, LED ফ্ল্যাশ সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর রয়েছে।

আরও পড়ুন: Xiaomi Hyperphone: ভারতে আসছে শাওমির ‘হাইপারফোন’, কোন মডেল লঞ্চের সম্ভাবনা?

আরও পড়ুন: Samsung Galaxy S21 FE: ভারতে আসছে এই স্মার্টফোন, শুরু প্রি-বুকিং, দাম কত হতে পারে?

আরও পড়ুন: Xiaomi 11i 5G: শাওমির আর একটা শক্তিশালী ফোন লঞ্চ হল ভারতে, ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং, শাওমি ১১আই ৫জি-র দাম কত?

Next Article