Realme C35 Launched In India: মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই লঞ্চ হল রিয়েলমি সি৩৫, ডিসপ্লে ৬.৬ ইঞ্চির, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ও ইউনিসক প্রসেসর
Latest Budget Smartphone: ১২,০০০ টাকারও কম দামে ভারতে লঞ্চ হল রিয়েলমি সি৩৫। এই ফোনের ফিচার্স ও স্পেসিফিকেশনস সম্পর্কে জেনে নিন।
কথা মতো সোমবার ভারতে লঞ্চ করে গেল বাজেট স্মার্টফোন (Budget Smartphone) রিয়েলমি সি৩৫ (Realme C35)। সস্তার এই স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে যাতে থাকছে, ফ্ল্যাগশিপ গ্রেডের ৫০ মেগাপিক্সেল (50MP Camera) প্রাইমারি সেন্সর। একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং অক্টা-কোর ইউনিসক প্রসেসর দেওয়া হয়েছে। ১২৮জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে এই স্মার্টফোনের। বায়োমেট্রিক সিকিওরিটির জন্য থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও। ৫০০০এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। গত বছর এপ্রিলে ভারতে যে রিয়েলমি সি২৫ ফোন লঞ্চ করা হয়েছিল, তারই সাকসেসর মডেল হল এদিনের এই রিয়েলমি সি৩৫। রেডমি ১০ প্রাইম, মোটো ই৪০ এবং স্যামসাং গ্যালাক্সি এম১২ – এই সব ফোনের সঙ্গে দাম ও ফিচার্সের বিচারে টক্কর হতে পারে ফোনটির।
দাম ও উপলব্ধতা
রিয়েলমি সি৩৫ ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে মাত্র ১১,৯৯৯ টাকা দামে। এই দাম ধার্য করা হয়েছে ফোনটির বেস মডেল ৪জিবি র্যাম ও ৬৪জিবি স্টোরেজ স্পেসের জন্য। ফোনটির হাই-এন্ড মডেল অর্থাৎ ৪জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ স্পেসের দাম ভারতে ১২,৯৯৯ টাকা। গ্লোয়িং ব্ল্যাক এবং গ্লোয়িং গ্রিন – এই দুই কালার ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে ফোনটি। ১২ মার্চ ঠিক দুপুর ১২টা থেকে এই ফোনটি কেনাকাটির জন্য উপলব্ধ হতে চলেছে। ফ্লিপকার্ট, রিয়েলমি ডট কম এবং দেশের বিভিন্ন রিয়েল আউটলেটে ফোনটি পেয়ে যাবেন ক্রেতারা।
ফিচার্স ও স্পেসিফিকেশনস
ডিসপ্লে – এই ফোনে রয়েছে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও ৯০.৭ শতাংশ এবং রেজ়োলিউশন ১০৮০x২৪০৮ পিক্সেলস।
প্রসেসর ও সফ্টওয়্যার – রিয়েলমি সি৩৫ ফোনে একটি অক্টা-কোর ইউনিসক টি৬১৬ প্রসেসর দেওয়া হয়েছে। সফ্টওয়্যারের দিক থেকে ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই আর এডিশন দ্বারা চালিত হবে।
ক্যামেরা – ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের এই রিয়েলমি স্মার্টফোনে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার এবং আর একটি মনোক্রোম সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই স্মার্টফোনে একটি ৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স৩৫৫ সেন্সর রয়েছে।
র্যাম ও স্টোরেজ – ৪জিবি পর্যন্ত র্যাম ও ১২৮জিবি পর্যন্ত স্টোরেজের সঙ্গে। এছাড়াও এই ফোনে রয়েছে একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, যার সাহায্যে ফোনের স্টোরেজ ২৫৬জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন ইউজাররা।
কানেক্টিভিটি – ৪জি এলটিই, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.০, জিপিএস/এ-জিপিএস, ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক রয়েছে এই স্মার্টফোনে।
ব্যাটারি ও অন্যান্য – রিয়েলমি সি৩৫ ফোনে একটি অত্যন্ত শক্তিশালী ৫,০০০এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনের আয়তন প্রায় ১৬৫ মিমি এবং ওজন মাত্র ১৮৯ গ্রাম।
আরও পড়ুন: ভারতে পোকো এম৪ প্রো ফোনের বিক্রি শুরু হয়েছে, দেখে নিন দাম ও অফার
আরও পড়ুন: জিওফোন নেক্সট এবার আপনার নিকটস্থ দোকানে, দেশের সবথেকে সস্তার স্মার্টফোনের ফিচার্স দেখে নিন
আরও পড়ুন: বাজারে এবার ট্রান্সপারেন্ট স্মার্টফোন! এপ্রিলেই আসছে নাথিং-এর প্রথম হ্যান্ডসেট