iPhone চুরির অভিনব কৌশল মহিলার, তারে কামড় দিয়ে চিবিয়ে নিলেন, নিরাপত্তাকে কাঁচকলা দেখিয়ে পগার পার!

iPhone 14 Plus Stolen: চিনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ওই Apple Store এর সিসিটিভি ফুটেজও ছড়িয়ে পড়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, কিউ নামের ওই মহিলা অন্যান্য কাস্টমারদের মতোই স্মার্টফোন ডিসপ্লে স্ট্যান্ডের পাশেই দাঁড়িয়েছিলেন। কিন্তু তারপর যা হল, তা সত্যিই চোখ খুলে দেওয়ার মতো!

iPhone চুরির অভিনব কৌশল মহিলার, তারে কামড় দিয়ে চিবিয়ে নিলেন, নিরাপত্তাকে কাঁচকলা দেখিয়ে পগার পার!
আইফোন চুরির অভিনব কৌশল!
Follow Us:
| Edited By: | Updated on: Sep 06, 2023 | 12:04 PM

iPhone চুরি করার এক আজব কায়দা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। দক্ষিণ চিনের ফুজিয়ান প্রদেশের একজন মহিলা 79,900 টাকা দামের iPhone 14 Plus চুরি করার জন্য অভিনব পন্থার সাহায্য নিয়ে বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই আইফোনটি চুরি করার জন্য তিনি অ্যান্টি-থেফ্ট কেবেলে প্রথম কামড় দেন এবং তারপরে তা চিবিয়ে নেন। ফোন চুরি করতে যে কেউ তার কেবেলে কামড় বসাতে পারে, তা যেন অনেকেই বিশ্বাস করতে পারছে না। চিনা এই মহিলাকে নিয়ে বিশ্বজুড়ে হইহই রব পড়ে গিয়েছে।

খবরটি প্রথমে প্রকাশ করা হয় সাউথ চায়না মর্নিং পোস্টে। সেখানেই একটি ভাইরাল ভিডিয়ো তুলে ধরা হয়েছে, যেখানে ওই মহিলাকে iPhone 14 Plus চুরি করতে দেখা গিয়েছে। চিনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ওই Apple Store এর সিসিটিভি ফুটেজও ছড়িয়ে পড়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, কিউ নামের ওই মহিলা অন্যান্য কাস্টমারদের মতোই স্মার্টফোন ডিসপ্লে স্ট্যান্ডের পাশেই দাঁড়িয়েছিলেন। কিন্তু তারপর যা হল, তা সত্যিই চোখ খুলে দেওয়ার মতো!

হঠাৎই কাউন্টারের উপরে ঝুঁকে পড়লেন। প্রথমে ফোনটা পরীক্ষা করলেন এবং তারপর হুট করেই সিকিওরিটি কেবেলে কামড় বসালেন, যা ডিভাইসের সঙ্গেই অ্যাটাচ করা ছিল। আশা করি, কেবেলে কামড় বসানোর কারণটা অজানা নয়। তা-ও বলে রাখি, তিনি আসলে ডিভাইসের সিকিওরিটি লক ভাঙার জন্যই ওই তারটি কামড়ে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে খুব শান্তভাবে ফোনটা ব্যাগে পুড়ে নেন এবং টুকটুক করে ওই Apple Store থেকে কেটে পড়েন।

অ্যাপল স্টোরে কোনও ডিভাইস চুরি হলে সিকিওরিটি অ্যালার্ম বাজে। স্টোর ম্যানেজার ওয়াং জানিয়েছেন, অ্যালার্ম সক্রিয় থাকা সত্ত্বেও তা বাজেনি। তদন্তে কর্মচারীরাও কোনও ভুল খুঁজে পাননি। অর্থাৎ কিউ নামের ওই মহিলা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজটি করেছিলেন। স্টোরে ঢোকার পর থেকেই তিনি ফোনের স্ক্রিন ব্রাউজ় করতে থাকছিলেন, গ্রাহকদের সঙ্গে মিশে যাওয়ার ভান করছিলেন যেন! তিনি চলে যাওয়ার পরেই স্টোরের কর্মীরা চিবানো কেবেল এবং হারিয়ে যাওয়া আইফোনটি আবিষ্কার করে।

পুলিশ অফিসার ঝাং জিনহং জানিয়েছেন, কিউকে তার বাড়ির বাইরে থেকে আটক করা হয়। চোরাই ডিভাইস নিয়ে দোকান থেকে বের হওয়ার আধ ঘণ্টার মধ্যেই পুলিশের হাতে ধরা পড়েছিলেন কিউ। পুলিশের কাছে তিনি জানিয়েছেন, পুরনো ফোনটা হারিয়ে যাওয়ার পরে ভেবেছিলেন একটা নতুন আইফোন কিনবেন। কিন্তু, দোকানে এসে প্রাইস ট্যাগ দেখার পরে ফোনটা চুরি করবেন বলেই সিদ্ধান্ত নেন, পুলিশের কাছে এমনটাই জানিয়েছেন কিউ।