AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Google Pixel 7 ফোনের দাম এক ঝটকায় 17 হাজার টাকা সস্তা, কোথায় পাবেন?

Google Pixel 7 Discount: এই Google ফোনটি ই-কমার্স সাইটে 59,999 টাকায় তালিকাভুক্ত করা হয়েছে, যেখানে আপনি এটি মাত্র 45,999 টাকায় 23 শতাংশ ডিসকাউন্টে কিনতে পারবেন। এছাড়াও, আপনি Google Pixel 7-এ আরও অনেক অফার পাবেন।

Google Pixel 7 ফোনের দাম এক ঝটকায় 17 হাজার টাকা সস্তা, কোথায় পাবেন?
| Edited By: | Updated on: Nov 19, 2023 | 10:51 AM
Share

Google-এর ফোন কেনার প্ল্যান করছেন। তাহলে আপনার জন্য একটি সুখবর আছে। আপনি Google Pixel 7 অনেক কম দামে কিনে ফেলতে পারবেন। Google Pixel 7 ফোনটি 59,999 টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। Flipkart-এ এতে প্রচুর টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। ফোনটিতে প্রসেসর হিসেবে Google Tensor G2 চিপসেট ব্যবহার করা হয়েছে। Google Pixel 7-এ 8GB RAM রয়েছে। জেনে নিন এতে কী কী অফার দেওয়া হচ্ছে।

Google Pixel 7-এ ডিসকাউন্ট অফার

এই Google ফোনটি ই-কমার্স সাইটে 59,999 টাকায় তালিকাভুক্ত করা হয়েছে, যেখানে আপনি এটি মাত্র 45,999 টাকায় 23 শতাংশ ডিসকাউন্টে কিনতে পারবেন। এছাড়াও, আপনি Google Pixel 7-এ আরও অনেক অফার পাবেন। এই অফারে আপনি সিলেক্টিভ ব্যাঙ্ক কার্ডে 2000 টাকা ছাড় পেয়ে যাবেন। অন্যদিকে, আপনি এক্সচেঞ্জ অফারে এই ফোনে 37000 টাকা পর্যন্ত ছাড় পাবেন। এছাড়াও আপনি যদি একেবারে টাকা দিয়ে ফোনটি কিনতে না চান, তার জন্য EMI-এর অপশনও রয়েছে। আপনি প্রতি মাসে EMI-এ 7,677 টাকায় Pixel 7 কিনতে পারেন।

Google Pixel 7-এর স্পেসিফিকেশন ও ফিচার:

Google Pixel 7-এ একটি 6.3-ইঞ্চি ফুল-HD+ OLED স্ক্রিন রয়েছে। এতে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনে প্রসেসরের জন্য Google Tensor G2 চিপসেট ব্যবহার করা হয়েছে। Google Pixel 7-এ 8GB RAM রয়েছে। Google Pixel 7-এর ক্যামেরা সেটআপ দুর্দান্ত। এতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রথম ক্যামেরাটি 50MP এবং দ্বিতীয় ক্যামেরাটি 12MP। সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনটিতে 10.8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এছাড়াও ভিডিয়োর জন্য এই ফোনে সিনেমাটিক ব্লার ভিডিয়ো ফিচারও দেওয়া হয়েছে। সিনেমাটিক ব্লার ভিডিয়ো ফিচারে সাহায্যে আপনি দুর্দান্ত ফোকাস মোড পেয়ে যাবেন।