AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Honor 90 সিরিজ এবার ভারতেও আসছে, 200MP ক্যামেরার এই ফোনটির দাম কত?

Honor 90 Price: ফোনটিতে Snapdragon 7 Gen 1 SoC এবং 200MP প্রাইমারি ক্যামেরা থাকবে। এছাড়াও এর দামও খুব একটা বেশি রাখবে না কোম্পানি। চলুন জেনে নেওয়া যাক এই আসন্ন ফোনের ফিচার, স্পেসিফিকেশন আর দাম।

Honor 90 সিরিজ এবার ভারতেও আসছে, 200MP ক্যামেরার এই ফোনটির দাম কত?
| Edited By: | Updated on: Aug 24, 2023 | 6:38 PM
Share

ভারতে ফের প্রবেশ করতে চলেছে Honor। কোম্পানি Honor 90 সিরিজ নিয়ে আসছে দেশে। এটি একটি মিড প্রিমিয়াম স্মার্টফোন। ফোনটির দু’টি মডেল আসতে পারে। মডেল দু’টির নাম হবে Honor 90 এবং Honor 90 Pro। ফোন দু’টি মে মাসে চিনে লঞ্চ হয়েছিল। ফোনটিতে Snapdragon 7 Gen 1 SoC এবং 200MP প্রাইমারি ক্যামেরা থাকবে। এছাড়াও এর দামও খুব একটা বেশি রাখবে না কোম্পানি। চলুন জেনে নেওয়া যাক এই আসন্ন ফোনের ফিচার, স্পেসিফিকেশন আর দাম।

Honor 90-এর দাম:

চিনে 12GB + 256GB মডেলের দাম ছিল প্রায় 29 হাজার টাকা। তবে ভারতে এর দাম হবে প্রায় 35,000 টাকা। এই ফোনটি OnePlus Nord 3 5G, iQOO Neo 7 Pro, Poco F5 5G, OnePlus 11R, Oppo Reno 10 Pro এবং Nothing Phone (2)-এর মত ফোনগুলিকে টেক্কা দিতে পারবে বলে টিপস্টারদের দাবি। তবে Honor 90-এর দাম সম্পর্কে অফিসিয়াল সাইটে কিছু বলা হয়নি।

Honor 90 সিরিজের স্পেসিফিকেশন:

Honor 90 এবং Honor 90 Pro-এর লুক আর ডিজাইনে বিশেষ নজর দিয়েছে কোম্পানিটি। Honor 90 Pro-তে একটি 6.7-ইঞ্চি FHD+ OLED 120Hz ডিসপ্লে রয়েছে, আর Honor 90 Pro-তে রয়েছে সামান্য বড় 6.78-ইঞ্চি FHD+ OLED 120Hz ডিসপ্লে। এই দুটি মডেলই বিভিন্ন প্রসেসর দেওয়া হয়েছে। Honor 90-এ রয়েছে Snapdragon 7 Gen 1, Honor 90 Pro-তে Snapdragon 8+ Gen 1 প্রসেসর ব্যবহার করা হয়েছে।

Honor 90 সিরিজের ক্যামেরা এবং ব্যাটারি:

এই দু’টি ফোনেই দুর্দান্ত ক্যামেরা দেওয়া হয়েছে। উভয় মডেলেই 12MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা সহ একটি 200MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। HONOR 90-এ 2MP ডেপথ ক্যামেরাও রয়েছে। প্রো ভ্যারিয়েন্টে, আরও ভাল জুম করার জন্য একটি 32MP টেলিফটো ক্যামেরাও দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, উভয় ফোনেই একটি 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যাতে আপনার আপনার সেলফি এবং ভিডিয়ো কলে কোনও অসুবিধা না হয়। প্রো মডেলটিতে একটি অতিরিক্ত 2MP সেকেন্ডারি ফ্রন্ট ক্যামেরাও রয়েছে। দু’টি ফোনেই 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ভ্যানিলা মডেলে 66W ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন এবং প্রো মডেলে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যায়।