Honor X50i+ লঞ্চ হল খুব কম দামে, জম্পেশ লুক ও ফিচার্স
Honor X50i+ ফোনে রয়েছে একটি 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রেজ়োলিউশন 2,412 x 1,080 পিক্সেল। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 108MP ক্যামেরা, সেকেন্ডারি ক্যামেরায় রয়েছে একটি 2MP ডেপথ সেন্সর। ফোনটিতে রয়েছে Android 13 ভিত্তিক MagicOS অপারেটিং সিস্টেম। এছাড়া পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 প্রসেসরের সাহায্যে।

Honor একটি চমৎকার স্মার্টফোন নিয়ে এসেছে। সেই লেটেস্ট হ্যান্ডসেটটি যোগ করা হয়েছে সংস্থার X50 লাইনআপে। ফোনের নাম Honor X50i+। সদ্য় লঞ্চ হওয়া এই ফোনে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ফিচার। বেশ বড় একটি 6000mAh ব্যাটারি রয়েছে ফোনটিতে, যা 35W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 প্রসেসর। প্রাইমারি ক্যামেরায় দেওয়া হয়েছে একটি 108MP ক্যামেরা। ফোনের অন্যান্য তথ্যগুলি জেনে নেওয়া যাক।
Honor X50i+ স্পেসিফিকেশন, ফিচার
Honor X50i+ ফোনে রয়েছে একটি 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রেজ়োলিউশন 2,412 x 1,080 পিক্সেল। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 90Hz, পিক ব্রাইটনেস 2,000 নিটস এবং অ্যাসপেক্ট রেশিও 20:9। ফোনটিতে রয়েছে Android 13 ভিত্তিক MagicOS অপারেটিং সিস্টেম। এছাড়া পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 প্রসেসরের সাহায্যে।
ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে Honor X50i+ ফোনে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 108MP ক্যামেরা, সেকেন্ডারি ক্যামেরায় রয়েছে একটি 2MP ডেপথ সেন্সর। এই রিয়ার ক্যামেরা সেটআপে একটি সার্কুলার LED ফ্ল্যাশ ইউনিট রয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।
রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি 4,500mAh ব্যাটারি, যা 35W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Honor X50i+ হ্যান্ডসেটে রয়েছে 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ।
Honor X50i+ কত দামে পাওয়া যাবে
ক্লাউড ওয়াটার ব্লু, ফ্যান্টাসি নাইট ব্ল্যাক, ইঙ্ক জেড গ্রিন এবং লিক্যুইড পিঙ্ক এই চারটি রঙে ফোনটি পাওয়া যাবে। তবে ফোনটি আপাতত চিনের মার্কেটেই পাওয়া যাবে। সেখানে ফোনের দুটি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে CNY 1,599 বা 18,600 টাকা প্রায়, যা ফোনের 12GB RAM + 256GB ভ্যারিয়েন্টের। আবার ফোনের 12GB RAM + 512GB স্টোরেজ মডেলের দাম CNY 1,799 বা 20,900 টাকা প্রায়।
