Infinix GT10 Pro স্মার্টফোনে 4000 টাকার বাম্পার ডিসকাউন্ট, কোথায় পাবেন অফার?
Infinix GT10 Pro Price: এই ফোনের 8 GB RAM এবং 256 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 24,999 টাকা। এতে 4,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। এর সঙ্গে অনেক অফারও দেওয়া হচ্ছে। আপনি এটিকে বিনা খরচে EMI-তেও কিনতে পারবেন।
Infinix GT10 Pro Offers: Infinix GT10 Pro কিছুদিন আগেই ভারতের বাজারে লঞ্চ হয়েছে। এটিকে একটি সস্তা গেমিং স্মার্টফোন বললে, ভুল কিছু বলা হবে না। Flipkart-এ এই ফোনের বিক্রি আবার শুরু হচ্ছে। আপনি যদি গেম খেলতে পছন্দ করেন এবং আপনার বাজেট কম হয়, তাহলে Infinix GT10 Pro কিনে ফেলতেই পারেন। ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনশন 8050 প্রসেসর ও 108-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে আপনাকে বেশি টাকা দিয়ে এই ফোনটি কিনতে হবে না। আপনি অনেক টাকা ছাড় পেয়ে যাবেন। জেনে নেওয়া যাক এই ফোনে কী কী অফার দেওয়া হয়েছে এবং কত কম দামে কেনা যাবে।
Infinix GT10 Pro-এর দাম এবং অফার:
এই ফোনের 8 GB RAM এবং 256 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 24,999 টাকা। এতে 4,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। এর সঙ্গে অনেক অফারও দেওয়া হচ্ছে। আপনি এটিকে বিনা খরচে EMI-তেও কিনতে পারবেন, যার জন্য আপনাকে প্রতি মাসে 3,500 টাকা দিতে হবে। এখানেই শেষ নয়, আপনি বিভিন্ন ব্যাঙ্ক অফার পেয়ে যাবেন।
ব্যাঙ্ক অফারের কথা বললে, ব্যাঙ্ক অফ বরোদা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 10 শতাংশ ছাড় পাবেন। একই সময়ে, Flipkart Axis Bank ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 5 শতাংশ ক্যাশব্যাক দেওয়া হবে। এবার প্রশ্ন হল Infinix GT10 Pro এ কী কী ফিচার পাবেন?
Infinix GT10 Pro-এর ফিচার:
এতে একটি 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। এছাড়াও, 120 Hz এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। এই ফোনে MediaTek Dimension 8050 প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়াও এতে রয়েছে 8GB RAM এবং 256GB স্টোরেজ। ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এর প্রথম সেন্সরটি 108 মেগাপিক্সেলের। দ্বিতীয়টি 2 মেগাপিক্সেলের এবং তৃতীয়টি 2 মেগাপিক্সেলের। ফোনটিতে একটি 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও রয়েছে। আপনি 5000mAh ব্যাটারি পেয়ে যাবেন।