16GB RAM সহ লঞ্চ হল Infinix Hot 30i, ফোনে 50MP ক্যামেরা

Infinix Hot 30i Price: নতুন এই ফোনের 8GB + 128GB ভ্যারিয়েন্টের দাম 8,999 টাকা৷ তবে ফোনটি কেনার জন্য আপনকে এখনও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। কারণ স্মার্টফোনটির বিক্রি শুরু হবে 3 এপ্রিল দুপুর 12টা থেকে।

16GB RAM সহ লঞ্চ হল Infinix Hot 30i, ফোনে 50MP ক্যামেরা
Follow Us:
| Edited By: | Updated on: Mar 29, 2023 | 11:50 AM

Infinix Hot 30i Features: Infinix ভারতে একটি নতুন Hot সিরিজ স্মার্টফোন লঞ্চ করেছে। ফোনটির নাম Infinix Hot 30i। খুবই কম দামে বাজারে লঞ্চ করা হয়েছে। কম দাম হওয়া সত্ত্বেও ফোনটিতে দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে। হট সিরিজের নতুন হ্যান্ডসেটটিতে মিডিয়াটেক হেলিও জি37 প্রসেসর এবং 8 জিবি র‌্যাম দেওয়া হয়েছে। Infinix Hot 30i-এর একটি 50MP মেন ক্যামেরা রয়েছে, যা LED ফ্ল্যাশ সহ বাজারে এসেছে। Infinix Hot 30i হল HD+ রেজোলিউশনের একটি এবং একটি 5000mAh ব্যাটারি প্যাক করে৷ চলুন দেখে নেওয়া যাক স্মার্টফোনটির স্পেসিফিকেশন, ফিচার এবং দাম।

Infinix Hot 30i-এর দাম কত?

নতুন এই ফোনের 8GB + 128GB ভ্যারিয়েন্টের দাম 8999 টাকা। তবে ফোনটি কেনার জন্য আপনকে এখনও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। কারণ স্মার্টফোনটির বিক্রি শুরু হবে 3 এপ্রিল দুপুর 12টা থেকে। ফোনটি Flipkart-এ কিনতে পারবেন। Infinix Hot 30i মিরর ব্ল্যাক এবং গ্লেসিয়ার ব্লু রঙয়ে কিনতে পারবেন।

Infinix Hot 30i-এর স্পেসিফিকেশন:

স্মার্টফোনটিতে 90Hz রিফ্রেশ রেট, HD+ (1612 × 720 পিক্সেল) রেজোলিউশন এবং 500nits পিক ব্রাইটনেস সহ একটি 6.6-ইঞ্চি IPS LCD ডিসপ্লে রয়েছে। ডিসপ্লে প্যানেলে একটি 180Hz টাচ স্যাম্পলিং রেট রয়েছে এবং এতে পান্ডা গ্লাস সুরক্ষা রয়েছে। নতুন HOT সিরিজের স্মার্টফোনটিতে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি37 প্রসেসর রয়েছে। স্মার্টফোনটিতে Mali G57 GPU রয়েছে। স্মার্টফোনটিতে 8GB মেমরি এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এক্সটেন্ডেড র‌্যামের সাহায্যে মেমরিটি আরও 8GB পর্যন্ত বাড়ানো যাবে। স্মার্টফোনটি XOS 12-এ প্রি-লোড করা হয়েছে, যা Android 12-এর সাহায্য চলে।

Infinix Hot 30i-এর ফিচার:

Infinix Hot 30i তে একটি ডুয়াল-রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যাতে একটি 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। প্রধান ক্যামেরা একটি AI লেন্স এবং একটি LED ফ্ল্যাশ সহ আসে। সেলফির জন্য ফোনটিতে রয়েছে 5MP ফ্রন্ট ক্যামেরা। সামনের ক্যামেরায় ডুয়াল ফ্ল্যাশ দেওয়া হয়েছে। স্মার্টফোনটিতে একটি 5000mAh ব্যাটারি রয়েছে, যা 10W চার্জিং সাপোর্ট করে। চার্জিং এবং ডেটা ট্রান্সফারের জন্য ফোনে টাইপ-সি পোর্ট দেওয়া হয়েছে।

আপনি ফোনে 1TB পর্যন্ত মাইক্রো-SD কার্ড ব্যবহার করতে পারবেন। নিরাপত্তার কথা বললে, এতে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ডিভাইসে কানেকশনের জন্য রয়েছে ডুয়াল-সিম, 4G, Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth 5.0 এবং GPS।