এবার পাকিস্তানের মার্কেটে চলে এল ইনফিনিক্স স্মার্ট ৫ প্রো। সেলফি ক্যামেরার জন্য এই স্মার্টফোনের ডিসপ্লেতে রয়েছে একটি ওয়াটারড্রপ-স্টাইল নচ এবং ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। Infinix Smart 5 Pro স্মার্টফোনে এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য থাকছে একটি অক্টা-কোর প্রসেসর। এই ফোনের অতিরিক্ত ফিচারের মধ্যে রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। রেগুলার ইনফিনিক্স স্মার্ট ৫ ফোনের সঙ্গে এই প্রো মডেলের ফিচার্স ও স্পেসিফিকেশনস অনেকাংশেই মিলে গিয়েছে। কেবল ফোন দুটির ডিজাইনে সামান্য পার্থক্য রয়েছে।
ইনফিনিক্স স্মার্ট ৫ প্রো দাম ও উপলব্ধতা –
পাকিস্তানে একটি মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্টেই লঞ্চ করা হয়েছে ইনফিনিক্স স্মার্ট ৫ প্রো। সে দেশে এই ফোনের ২জিবি র্যাম ও ৩২জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম PKR ১৪,৯৯৯ বা ৬,২০০ টাকা প্রায়। কালো এবং সবুজ – এই দুই কালার মডেল রয়েছে ফোনটির। পাকিস্তানের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম এক্সপার্ক থেকেই ফোনটি কিনতে পারবেন কাস্টোমাররা। যদিও ফোনটি কবে থেকে কেনাকাটির জন্য উপলব্ধ হবে, সে বিষয়ে কোম্পানির তরফ থেকে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি।
ইনফিনিক্স স্মার্ট ৫ প্রো স্পেসিফিকেশনস, ফিচার্স –
আরও পড়ুন: ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে মোটোরোলার এই স্মার্টফোনে
আরও পড়ুন: Vivo V23e 5G: ২৩ নভেম্বর লঞ্চ হবে এই স্মার্টফোন, থাকতে পারে ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর!
আরও পড়ুন: নভেম্বরের শেষে লঞ্চ হতে পারে ভিভোর নতুন স্মার্টফোন সিরিজ