Flipkart Big Bachat Dhamaal: ফ্লিপকার্টের এই সেলে ব্যাপক ছাড় রয়েছে আইফোন ১২- তে, জেনে নিন বিশদে

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Dec 06, 2021 | 8:55 AM

আইফোন ১২- তে রয়েছে একটি ৬.১ ইঞ্চির OLED ডিসপ্লে। এই ফোনে রয়েছে ৫জি কানেক্টিভিটিও। ফোনের পিছনের অংশে রয়েছে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ।

Flipkart Big Bachat Dhamaal: ফ্লিপকার্টের এই সেলে ব্যাপক ছাড় রয়েছে আইফোন ১২- তে, জেনে নিন বিশদে
এক্সচেঞ্জ অফারে ফোন কেনার সুবিধা থাকলেও নো-কস্ট ইএমআই অপশন নেই।

Follow Us

ফ্লিপকার্টে চলছে Big Bachat Dhamaal সেল। গত ৪ ডিসেম্বর শুরু হয়েছিল এই সেল। শেষ হবে ৬ ডিসেম্বর। ফ্লিপকার্টের এই সেলে অ্যাপেলের আইফোন ১২ পাওয়া যাচ্ছে অনেকটাই কম দামে। রয়েছে আকর্ষণীয় অফার। আইফোন ১২ ফোনের ৬৪ জিবি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে ৫৫,৯৯৯ টাকা। এর আসল দাম ৬৫,৯০০ টাকা। অন্যদিকে ১২৮ জিবি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে ৬১,৯৯৯ টাকায়। এর আসল দাম ৭০,৯০০ টাকা। লাল এবং নীল রঙে উপলব্ধ রয়েছে রয়েছে আইফোন ১২। কালো রঙের আইফোন ১২ মডেল এই সেলে নেই। এর পাশাপাশি ২৫৬ জিবি স্টোরেজের কোনও মডেলের উপর ছাড় নেই ফ্লিপকার্টে।

ফ্লিপকার্টের Big Bachat Dhamaal সেলে আইফোন ১২- র উপর একাধিক ডিলও রয়েছে। এক্সচেঞ্জ অফারের সুযোগ পাবেন ক্রেতারা। এক্ষেত্রে ১৬,০৫০ টাকা বা প্রায় ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। তবে এক্ষেত্রে ক্রেতার আইসিআইসি ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক এবং এসবিআইয়ের দেওয়া অ্যামেক্স নেটওয়ার্ক কার্ড থাকলে এবং তা প্রথমবার ব্যবহার হলে (ফার্স্ট ট্রানজাকশন) এই একাচেঞ্জ অফার পাওয়া যাবে। এছাড়াও কানাড়া ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ডের ক্ষেত্রে ইউজাররা ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। এর পাশপাশি ইএমআই পেমেন্ট অপশন বেছে নেওয়ার সুযোগও থাকবে ক্রেতাদের কাছে। মাসে ২১১৯ টাকা থেকে শুরু হবে ইএমআই। তবে নো-কস্ট ইএমআই অপশন নেই।

আইফোন ১২- তে রয়েছে একটি ৬.১ ইঞ্চির OLED ডিসপ্লে। এই ফোনে রয়েছে ৫জি কানেক্টিভিটিও। ফোনের পিছনের অংশে রয়েছে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে দুটো ১২ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর রয়েছে। ৪কে ভিডিয়ো রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে এই ফোনে। এছাড়াও সাধারণ আইফোন ১২ ফোনের সামনের ডিসপ্লেতে রয়েছে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। নচ ডিজাইনের মধ্যে সেট থাকে এই সেলফি ক্যামেরা। এই নচ আবার ফেস আনলক ফিচারের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। এছাড়াও আইফোন ১২- তে রয়েছে এ১৪ বায়োনিক চিপসেট। এছাড়াও এই ফোন একটি IP68 রেটেড ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলের ক্ষেত্রে আইফোন ১২ রেসিসট্যান্ট ডিভাইস।

আরও পড়ুন- iQoo Neo 6: গুগল প্লে কনসোলে দেখা গিয়েছে ভিভোর সাব-ব্র্যান্ডের এই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন, আপনিও জেনে নিন

আরও পড়ুন- Vivo Y55s: ভিভো ‘ওয়াই’ সিরিজের আসন্ন এই স্মার্টফোন দেখা গিয়েছে TENAA লিস্টিংয়ে, দেখে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন

আরও পড়ুন- Oppo Mysterious Smartphone: রহস্যময় ওপ্পো স্মার্টফোনের দেখা মিলল টেনা লিস্টিংয়ে, লিক হল একাধিক স্পেসিফিকেশনস

Next Article