অ্যাপেল চলতি মাসের শুরুতে কোম্পানির “ক্যালিফোর্নিয়া স্ট্রিমিং” ইভেন্টের সময় ১৪ সেপ্টেম্বর বিশ্বজুড়ে তার লেটেস্ট আইফোন ১৩ সিরিজ চালু করার কথা ঘোষণা করেছিল। ভারতে আইফোন ১৩ সিরিজের মিনি মডেলের দাম ৬৯,৯০০ টাকা থেকে শুরু হয় যা ১২৮ জিবি ভ্যারিয়েন্টে আসে। অ্যাপেলের সর্বোচ্চ মডেল আইফোন ১৩ প্রো ম্যাক্সের ১ টিবি ভ্যারিয়েন্টের দাম ১,৭৯,৯০০ টাকা। প্রতিবারের মতোই এবারও আইফোনের ফ্ল্যাগশিপ মডেলের দাম সবাইকে অবাক করে দেয়। যদিও, যারা অ্যাপেল ব্যবহার করতে ইচ্ছুক তাঁদের জন্য বেশ কিছুট্রেড-ইন ডিল দেওয়া হচ্ছে যা ক্রেতাদের নতুন আইফোন ১৩ কেনার জন্য তাঁদের পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করার সুবিধা দেয়।
অ্যাপলের এই ট্রেড-ইন ডিল ইউজারদের আইফোন ১৩ সিরিজে কোনও ফোন কেনার সময় ৪৬, ১২০ টাকা পর্যন্ত ছাড় দিতে পারে। তবে সেটা যদি তাঁরা তাঁদের আইফোন ১২ প্রো ম্যাক্স ট্রেড করে, সেক্ষেত্রেই সম্ভব। পুরনো আইফোন ১২ প্রো ট্রেড করলে ক্রেতারা ৪৩,২৫৫ টাকা পর্যন্ত ট্রেড-ইন-ডিসকাউন্ট পাবেন। আইফোন ১২ প্রো-এর পরে, যে ফোনটি আপনাকে সর্বোচ্চ ছাড় দেবে তা হল আইফোন ১১ প্রো ম্যাক্স এবং আইফোন ১১ প্রো। যার ট্রেড-ইন মূল্য যথাক্রমে ৩৬,৪৮৫ টাকা এবং ৩৬,৩৬০ টাকা পর্যন্ত।
অন্যান্য অ্যাপল সেটের জন্য এখানে ট্রেড-ইন মান দেখুন:
অন্যান্য স্মার্টফোনের ক্ষেত্রেও রয়েছে আকর্ষণীয় ট্রেড-ইন মূল্য-
আরও পড়ুন: ইউরোপীয় ইউনিয়নের নতুন প্রস্তাবকে ঘিরে চাঞ্চল্য, চিন্তায় অ্যাপেল সহ সমস্ত স্মার্টফোন কোম্পানি!
আরও পড়ুন: ভারতে আজ লঞ্চ করতে চলেছে রিয়েলমি নারজোর সম্ভাব্য সবচেয়ে সাশ্রয়ী মডেল…