এসে গেল iPhone 14 Pro ও iPhone 14 Pro Max, দাম, সমগ্র ফিচার্স এবং স্পেসিফিকেশনস দেখে নিন

iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে লঞ্চ হয়ে গেল। নতুন আইফোন ফ্ল্যাগশিপ সিরিজ়ের দুটি মডেলের দাম ও ফিচার্স সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নিন।

এসে গেল iPhone 14 Pro ও iPhone 14 Pro Max, দাম, সমগ্র ফিচার্স এবং স্পেসিফিকেশনস দেখে নিন
অপেক্ষার অবসান ঘটিয়ে হাজির iPhone 14 Pro ও iPhone 14 Pro Max।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 08, 2022 | 4:38 PM

সর্বকালের সেরা আপগ্রেড নিয়ে হাজির হয়ে গেল iPhone 14 সিরিজ়। প্রো, প্রো ম্যাক্স, প্লাস এবং একটি রেগুলার- এই চারটি ফোন রয়েছে লেটেস্ট ফ্ল্যাগশিপ সিরিজ়টিতে। এই চারটি মডেলের মধ্যে iPhone 14 এবং iPhone 14 Plus ফোন দুটি সম্পর্কে এর আগেই আমরা জেনেছি। এই চারটি ফোনের মধ্যে সবথেকে চমৎকার হল iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max। এই দুই ফোনেই পিল শেপড নচ ডিজ়াইন দেওয়া হয়েছে, অ্যাপল থাকে ‘ডায়নামিক আইল্যান্ড’ বলছে। iPhone 14 Pro-র দাম ভারতে 1,29,900 টাকা থেকে এবং iPhone 14 Pro Max-এর দাম শুরু হচ্ছে 1,39,900 টাকা থেকে।

এই দুই ফোনে রয়েছে অ্যাপলের লেটেস্ট A16 Bionic চিপ, স্যাটেলাইট কানেক্টিভিটি সাপোর্ট। সব মিলিয়ে আগের প্রো মডেলগুলির তুলনায় iPhone 14 Pro মডেলগুলি অনেক আপগ্রেড পেয়েছে।

iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max: ফিচার্স ও স্পেসিফিকেশনস

ডিজ়াইন – iPhone 14 Pro মডেলগুলিতে ডায়নামিক আইল্যান্ড বা পিল শেপড নচ দেওয়া হয়েছে। রিয়ার প্যানেল ডিজ়াইন একই থাকছে iPhone 13 Pro সিরিজ়ের মতোই। হাই-এন্ড সেন্সর সহযোগে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম থাকছে দুটি ফোনেই।

ডিসপ্লে – iPhone 14 Pro ফোনে একটি 6.1 ইঞ্চির লিক্যুইড রেটিনা ডিসপ্লে দেওয়া হয়েছে। অন্য দিকে iPhone 14 Pro Max-এ রয়েছে বেশ কিছুটা বড় 6.7 ইঞ্চির ডিসপ্লে, যার ব্রাইটনেস 1600 নিটস, ডলবি ভিসন সাপোর্ট এবং HDR10 সাপোর্ট করে। অলওয়েজ় অন ডিসপ্লে, প্রোমোশন 120Hz রিফ্রেশ রেট এবং ওয়াইড কালার গ্যামুট সাপোর্ট করে।

প্রসেসর – এই সিরিজ়ের প্রো মডেলটিতে A16 Bionic চিপসেট দেওয়া হয়েছে, যা 4nm ম্যানুফ্যাকচারিং প্রসেস ব্যবহার করে এবং 6 কোর CPU দ্বারা নির্মিত।

ক্যামেরা – এই লেটেস্ট iPhone 14 Pro এবং 14 Pro Max ফোন দুটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর 48MP। এই প্রথম বার আইফোনে এমন বিরাট ক্যামেরা দেওয়া হল। সেকেন্ডারি সেন্সর হিসেবে ফোন দুটিতে রয়েছে 12MP আলট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 12MP টেলিফটো লেন্স, যা জুম লেন্স হিসেবে কাজ করবে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য দুটি ফোনেই 12MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।

ব্যাটারি – অ্যাপল জানাচ্ছে, iPhone 14 Pro মডেলগুলিতে একবার চার্জ দিলেই এক দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। সংস্থাটি আরও দাবি করছে, পূর্ববর্তী আইফোনগুলির তুলনায় এই নতুন প্রো মডেলগুলির ব্যাটারি পারফরম্যান্স অনেক ভাল এবং পরিণত।

সফটওয়্যার – আইফোন 14 সিরিজ় সফটওয়্যারের দিক থেকে iOS 16 আউট অফ দ্য বক্স সফটওয়্যার দ্বারা চালিত হবে।

ভ্যারিয়েন্ট – চারটি ভ্যারিয়েন্ট রয়েছে এই ফোনের – 128GB, 256GB, 512GB এবং 1TB।

iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max: দাম ও উপলব্ধতা

iPhone 14 Pro-র বেস মডেল অর্থাৎ 128GB ভার্সনের দাম 1,29,900 টাকা। অন্য দিকে 256GB, 512GB এবং 1TB মডেলগুলির দাম যথাক্রমে 1,39,900 টাকা, 1,59,900 টাকা, এবং 179,900 টাকা। আবার iPhone 14 Pro Max-এর বেস 128GB স্টোরেজ মডেলের দাম 1,39,900 টাকা। এর 256GB, 512GB এবং 1TB মডেলগুলির দাম যথাক্রমে 1,49,900 টাকা, 1,69,900 টাকা এবং 1,89,900 টাকা।

9 সেপ্টেম্বর থেকে iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max-এর প্রি-অর্ডার শুরু হয়ে যাবে ভারতে। অন্য দিকে 13 সেপ্টেম্বর থেকে ফোন দুটির বিক্রিবাট্টা আরম্ভ হয়ে যাবে।