iPhone 14 ও iPhone 14 Plus লঞ্চ হল ভারতে, যতটা দামি ভাবছেন ততটা নয়!

বিশ্বের অন্যান্য প্রান্তের মতো iPhone 14 ও iPhone 14 Plus লঞ্চ হয়ে গেল ভারতেও। কত দাম রাখা হয়েছে, কী-কী ফিচার্স ও স্পেসিফিকেশন রয়েছে, সেই সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নিন।

iPhone 14 ও iPhone 14 Plus লঞ্চ হল ভারতে, যতটা দামি ভাবছেন ততটা নয়!
এসে গেল iPhone 14 এবং iPhone 14 Plus। ছবি সৌজন্যে: Apple।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 08, 2022 | 2:52 PM

iPhone 14 সিরিজ়ের অফিসিয়াল পথচলা শুরু হল। এই সিরিজ়ে মোট চারটি ফোন লঞ্চ করেছে অ্যাপল। সেই তালিকায় রয়েছে iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max। এই চারটি ফোনের মধ্যে কেবল প্রো মডেল দুটিতে A16 Bionic চিপ দেওয়া হয়েছে। অন্য দিকে নর্ম্যাল iPhone 14, iPhone 14 Plus এই দুই ফোনে রয়েছে পূর্ববর্তী প্রজন্মের A15 Bionic চিপসেট। প্রসঙ্গত, এই একই প্রসেসর iPhone 13 লাইনআপেও দেওয়া হয়েছিল।

এই লেটেস্ট অ্যাপল সিরিজ়ে সবথেকে বেশি আপগ্রেড পেয়েছে প্রো মডেলগুলি। iPhone 14 এবং তার Plus মডেলটিতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপগ্রেডেশন দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে লো-লাইট পরিস্থিতিতে আরও ভাল ক্যামেরা, স্যাটেলাইট কানেক্টিভিটি-সহ আরও অনেক কিছু। সবথেকে অবাক করা বিষয়টি হল, iPhone 13 যে সময় যে দামে লঞ্চ হয়েছিল, এখন iPhone 14 লঞ্চ করা হল সেই একই দামে। বেস 128GB মডেলের দাম শুরু হচ্ছে 79,900 টাকা থেকে। এই দুই আইফোনের দাম ও ফিচার সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।

iPhone 14 ও iPhone 14 Plus: ফিচার্স ও স্পেসিফিকেশনস

ডিজ়াইন – সমস্ত অ্যাঙ্গেল থেকেই iPhone 14 দেখতে iPhone 13-র মতো। তবে iPhone 14 Plus-এ বেশ নজরকাড়া এবং অনেকটাই বড় স্ক্রিন দেওয়া হয়েছে। ডিজ়াইনের দিক থেকে বেশির ভাগটাই iPhone 13-র মতো। পিছনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম, সামনে সেলফি ক্যামেরার জন্য একটি প্রশস্ত নচ।

ডিসপ্লে – iPhone 14-তে রয়েছে একটি 6.1 ইঞ্চির লিকুইড রেটিনা ডিসপ্লে, iPhone 14 Plus-এ বেশ বড় একটি 6.7 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। দুটি স্ক্রিনেই পাতলা বেজ়েল রয়েছে এবং ওয়াইড কালার গ্যামুট, HDR ও 1200 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর – iPhone 14 এবং 14 Plus দুটি ফোনেই A15 Bionic চিপ দেওয়া হয়েছে, যা 5nm প্রসেস করতে সক্ষম। এই প্রসেসর গ্রাফিক্সের জন্য পেয়ার করা রয়েছে 5-কোর GPU এবং 16 কোর NPU-র সঙ্গে।

ক্যামেরা – iPhone 14 এবং iPhone 14 Plus-এ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর 12MP। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটির সামনেও রয়েছে একটি 12MP ক্যামেরা।

ব্যাটারি – অ্যাপল নিশ্চিত ভাবে জানিয়েছে যে, iPhone 14 এবং 14 Plus দুটি ফোনই একবার চার্জে একদিনের ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। আর তা সিঙ্গেল চার্জেই সম্ভব। সংস্থাটি আরও দাবি করছে, আগের মডেলগুলির তুলনায় এই মডেলে ব্যাটারি পারফরম্যান্স আরও ভাল।

সফটওয়্যার – লেটেস্ট iPhone মডেলগুলিতে সফটওয়্যার হিসেবে থাকছে iOS 16 আউট অফ দ্য বক্স।

ভ্যারিয়েন্ট – তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকছে এই ফোনের – 128GB, 256GB এবং 512GB।

iPhone 14 ও iPhone 14 Plus: দাম ও উপলব্ধতা

iPhone 14-র 128GB ভার্সনের দাম শুরু হচ্ছে 79,900 টাকা থেকে। ফোনটির 256GB ও 512GB মডেলগুলির দাম যথাক্রমে 89,900 এবং 1,09,900 টাকা।

iPhone 14 Plus-এর বেস অর্থাৎ 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে 89,990 টাকা থেকে। ফোনটির 256GB ও 512GB মডেল দুটির দাম যথাক্রমে 99,900 টাকা ও 1,19,900 টাকা।

9 সেপ্টেম্বর থেকে iPhone 14 ও iPhone 14 Plus ফোন দুটি প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হবে। 16 সেপ্টেম্বর থেকে iPhone 14 কিনতে পারবেন কাস্টমাররা। অন্য দিকে প্লাস মডেলটি 7 অক্টোবর থেকে অ্যাপল-সহ বিভিন্ন অথোরাইজড স্টোরে কিনতে পারবেন কাস্টমাররা।