iPhone 15 সিরিজ়ের আগমন চারটি নতুন ফোন দিয়ে, এই প্রথম USB-C চার্জিং পোর্ট ও টাইটানিয়াম ফ্রেম
মোট চারটি ফোন লঞ্চ করা হয়েছে Apple Wanderlust ইভেন্ট থেকে। সেই ফোন গুলি হল: iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max। এই ফোনগুলিতে নতুন কী ফিচার্স রয়েছে, ভারতে এদের দাম কত, সেই সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।
অপেক্ষার অবসান ঘটিয়ে Apple iPhone 15 সিরিজ় লঞ্চ হয়ে গেল ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে। 15 সেপ্টেম্বর থেকে নতুন অ্যাপল ডিভাইসের বুকিং শুরু হচ্ছে। তারপর এই সিরিজ়ের ফোনগুলির বিক্রিবাট্টা শুরু হবে 22 সেপ্টেম্বর থেকে। কয়েক দিন আগেই Apple দিল্লি ও মুম্বইতে তাদের স্টোর ওপেন করার পর প্রথমবারের মতো iPhone লঞ্চ হল। এমন একটা পরিস্থিতিতে ক্রেতারা Apple Store-এ গিয়ে iPhone 15 সিরিজ়ের ফোনগুলি কেনার জন্য মুখিয়ে রয়েছেন। মনে করা হচ্ছে, সেলের প্রথম দিন থেকেই স্টোর দুটির সামনে লম্বা লাইন পড়ে যাবে।
মোট চারটি ফোন লঞ্চ করা হয়েছে Apple Wanderlust ইভেন্ট থেকে। সেই ফোন গুলি হল: iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max। এই ফোনগুলিতে নতুন কী ফিচার্স রয়েছে, ভারতে এদের দাম কত, সেই সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।
iPhone 15 ও iPhone 15 Plus: ফিচার্স
গত বারের iPhone 14-র তুলনায় একাধিক বড়সড় আপগ্রেড পেয়েছে iPhone 15। সবথেকে বড় যে ফারাকটি নজরে আসবে, তা হল ফ্রন্ট-ফেসিং ক্যামেরার ঘরের জন্য একটি ডায়নামিক আইল্যান্ড কাট-আউট এবং ফেস আইডি। যদিও গতবারের প্রো মেডলগুলি থেকেই এই ডাইনামিক আইল্যান্ডের কনসেপ্টটি নেওয়া হয়েছে। তার পাশাপাশি আবার বিল্ট ইন iOS 17-এর সঙ্গে কিছু অতিরিক্ত ফাংশনালিটিও দেওয়া হয়েছে।
গতবারের প্রো মডেলগুলিতে যে চিপসেট দেওয়া হয়েছিল, সেই একই চিপসেট আবার iPhone 15 এবং iPhone 15 Plus-এ। ফলে, এই প্রথম বার আইফোনের বেসিক মডেলে A16 Bionic চিপ দেওয়ার কাজটি করে ফেলল অ্যাপল। ক্যামেরার দিক থেকেও বড় আপডেট পেয়েছে এই দুটি ফোনই। iPhone 15 এবং iPhone 15 Plus দুটি ফোনেই 48MP ক্যামেরা দেওয়া হয়েছে, যা iPhone 14 ও iPhone 14 Plus-এর চার গুণ প্রায়।
iPhone 15 ও iPhone 15 Plus: ভারতে দাম
দুটি ফোনই লঞ্চ করা হয়েছে মোট তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহযোগে। সেগুলির দাম:-
iPhone 15 (128GB): 79,900 টাকা
iPhone 15 (256GB): 89,900 টাকা
iPhone 15 (512GB): 1,09,900 টাকা
iPhone 15 Plus (128GB): 89,900 টাকা
iPhone 15 Plus (256GB): 99,900 টাকা
iPhone 15 Plus (512GB): 1,19,900 টাকা
iPhone 15 Pro ও iPhone 15 Pro Max: ফিচার্স
নতুন Apple iPhone 15 Pro এবং Pro Max এই দুই ফোনেই রয়েছে একটি নতুন টাইটানিয়াম ফ্রেম, যা এই প্রথম বার কোনও আইফোনে দেওয়া হল। এই মেটিরিয়াল দেওয়ার ফলে নতুন আইফোন প্রো মডেলগুলি আগের তুলনায় আরও হাল্কা হয়েছে। কাঠামোগত দিক থেকেও ফোনগুলি আগের তুলনায় অনেকটাই শক্তিশালী হয়েছে।
আর একটি উল্লেখযোগ্য যে হার্ডওয়্যার আপডেট পেয়েছে এই দুটি ফোন, তা হল A17 Pro চিপসেট। এই প্রসেসর দেওয়ার ফলে প্রো মডেলগুলি বিশ্বের প্রথম স্মার্টফোন হয়ে গেল, যেখানে অ্যাডভান্সড 3nm আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে। Apple-এর তরফ থেকে বলা হয়েছে, পারফরম্যান্স আগের থেকে আরও ভাল হওয়ার পাশাপাশি অতিরিক্ত একাধিক ফাংশনালিটিও পেয়েছে ফোন দুটি। তবে ব্যাটারি লাইফ আগের মতো একই থাকছে। কোম্পানির তরফ থেকে জানানোহয়েছে, প্রো মডেলগুলি একবার চার্জে টানা 29 ঘণ্টার ভিডিয়ো প্লেব্যাক টাইম ডেলিভার করতে পারে।
iPhone 15 Pro এবং Pro Max এই দুই ফোনেরই ক্যামেরা সেন্সরও আপগ্রেড করা হয়েছে। দুটি মডেলেই দেওয়া হয়েছে 48MP প্রাইমারি লেন্স। Apple-এর তরফ থেকে দাবি করা হয়েছে, iPhone 15 ও iPhone 15 Plus-এর থেকে এই ক্যামেরা সেন্সর অনেকটাই বড়। কম আলোর পরিস্থিতির কথা মাথায় রেখে সেন্সরগুলি তৈরি করা হয়েছে। তাছাড়া এখন আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটি কাজে লাগানো যাবে ম্যাক্রো-ফটোগ্রাফির কাজেও।
iPhone 15 Pro Max-এর ক্যামেরা ডিপার্টমেন্টে রয়েছে একটি পেরিস্কোপ লেন্স, যা 5x অপটিক্যাল জ়ুম সাপোর্ট করে এবং তা iPhone 15 Pro-এর থেকে অন্তত 3 গুণ বেশি।
iPhone 15 Pro ও iPhone 15 Pro Max: ভারতে দাম
iPhone 15 Pro নিয়ে আসা হয়েছে মোট চারটি ভ্যারিয়েন্টে এবং iPhone 15 Pro Max লঞ্চ করা হয়েছে তিনটি ভ্যারিয়েন্টে। তাদের দাম:
iPhone 15 Pro (128GB): 1,34,900 টাকা
iPhone 15 Pro (256GB): 1,44,900 টাকা
iPhone 15 Pro (512GB): 1,64,900 টাকা
iPhone 15 Pro (1TB): 1,84,900 টাকা
iPhone 15 Pro Max (256GB): 1,59,900 টাকা
iPhone 15 Pro Max (512GB): 1,79,900 টাকা
iPhone 15 Pro Max (1TB): 1,99,900 টাকা