চলতি বছরে অ্যাপল কোন আইফোন মডেল লঞ্চ করতে পারে, তা নিয়ে বিগত বেশ কিছু দিন ধরেই একাধিক জল্পনা শোনা গিয়েছে। এ-ও জানা গিয়েছিল যে, এ বছরেই সস্তার একটি আইফোন ৫জি (iPhone 5G) মডেল লঞ্চ হতে পারে। সেই জল্পনাই এবার সত্যি হতে চলল। নতুন একটি লিক থেকে জানা গিয়েছে যে, আইফোন এসই থ্রি (iPhone SE 3) মডেলের প্রডাকশন শুরু হয়ে গিয়েছে এবং সেই মডেলটি মার্চের মাঝামাঝি সময় বা শেষ দিকে লঞ্চ হতে পারে। সেই আইফোন এসই থ্রি মডেলে একটি এ১৫ চিপসেট দেওয়া হচ্ছে। এই মুহূর্তে বাজারে উপলব্ধ আইফোন এসই মডেলে ৪জি কানেক্টিভিটি রয়েছে। আসন্ন সেই আইফোন এসই থ্রি ফোনটিতে ৫জি কানেক্টিভিটি দেওয়া হচ্ছে। সূত্রের খবর, চিনে সেই মডেলটির প্রডাকশন (Production) শুরু হয়েছে এবং সেখান থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে ফোনটি এক্সপোর্ট করা হবে। জল্পনা চলছে, এই ফোনের দাম হতে পারে মাত্র ৩০০ মার্কিন ডলার বা ২৩,০০০ টাকা।
চিনা সংবাদমাধ্যম ফক্সকন-এর একটি রিপোর্টে বলা হচ্ছে আইফোন এসই থ্রি-র প্রডাকশন শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থারই এক কর্মকর্তা। এদিকে আবার ইন্ডাস্ট্রি বিষেশজ্ঞরা দাবি করেছেন যে, সস্তার ৫জি সাপোর্টেড অ্যান্ড্রয়েড ফোনের শেয়ার খেয়ে নিতে পারে ৫জি এনাবলড এই আইফোন এসই থ্রি। এর আগের একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছিল যে, আইফোন এসই থ্রি মডেলের দাম আইফোন এসই-র মতো একই হতে চলেছে। দুটি ফোন সবদিক থেকেই এক হবে, তা সে লুক হোক বা ডিজ়াইন বা সমগ্র ফিচার্স ও স্পেসিফিকেশনস। খালি নতুন ফোনটি ৫জি সাপোর্টেড হবে এবং তাতে নতুন চিপসেট থাকবে। আর তাই যদি হয়, তাহলে এই প্রথম বার অ্যাপল তার কোনও আইফোন মডেলের লুক ও ডিজ়াইন বদলাবে না।
নাম বিভ্রাট
এর আগে একাধিক মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছিল, সস্তার এই ৫জি আইফোন মডেলের বিভিন্ন নাম। কেউ বলেছিলেন, এই ফোনের নাম হতে পারে আইফোন এসই থ্রি-র নাম হতে পারে আইফোন এসই ৫জি। কেউ বা দাবি করেছিলেন, আইফোন এসই প্লাস নামে লঞ্চ হতে পারে ফোনটি। যদিও অ্যাপল-এর তরফ থেকে সেই আইফোন মডেলের প্রকৃত নাম বা তার দাম ও লঞ্চ ডেট সম্পর্কে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। যদিও সাম্প্রতিক একটি লিক থেকেজানা গিয়েছিল, ৮ মার্চ অ্যাপল-এর ইভেন্টে লঞ্চ হতে পারে, আইফোন এসই থ্রি, নতুন একটি আইপ্যাড এয়ার এককটি নতুন ম্যাকবুক প্রো ও তার সঙ্গে অ্যাপল-এর এমটু চিপ।
ফিচার্স ও স্পেসিফিকেশনস
আইফোন এসই থ্রি মডেলে থাকতে পারে ৪.৭ ইঞ্চির এলসিডি ডিসপ্লে ও তার সঙ্গে খুবই পাতলা রেট্রো বেজ়েলস। হোম বাটনেই দেওয়া হতে পারে টাচআইডি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফোনের ফ্রন্ট ক্যামেরায় সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য থাকতে পারে একটি ৭ মেগাপিক্সেল ইউনিট এবং রিয়ার প্যানেলে একটি ১২ মেগাপিক্সেল সেন্সর। অর্থাৎ ২০২০ সালের আইফোন এসই মডেলের সঙ্গে কোনও পরিবর্তন নেই।
এখন দেখার মতো বিষয় হল, আইফোন এসই থ্রি মডেলের ব্যাটারিতে কোনও আপগ্রেডেশন অ্যাপল করে কি না। কারণ, বর্তমানে যে আইফোন এসই ২০২০ ৪জি সাপোর্টেড মডেলটি রয়েছে, তাতে এ১৩ চিপসেট থাকার ফলে সাধারণ ব্যবহারের দিক থেকে ব্যাটারিটি সামঞ্জস্যপূর্ণ। কিন্তু ৫জি কানেক্টিভিটি এবং এ১৫ চিপসেট যদি দেওয়া হয়, সে ক্ষেত্রে ফোনের ব্যাটারি সেটআপও পরিবর্তন করা হবে বলেই মনে করা হচ্ছে।
যদিও লিক থেকে আরও জানা গিয়েছে যে, ২০২৩/২০২৪ বর্ষের জন্য একটি সম্পূর্ণ ভাবে নতুন আইফোন এসই মডেলের পরিকল্পনা করছে অ্যাপল। সেই ফোনে থাকতে পারে একটি ৫.৭ ইঞ্চির ডিসপ্লে এবং আইফোন এক্সআর মডেলটি রিপ্লেস করতে পারে সেটি। কয়েকটি রিপোর্ট থেকে আবার জানা গিয়েছে, আইফোন ১৩ মিনি-র পরবর্তী প্রজন্ম হতে পারে সেই ফোনটি এবং তার উপরেই ভিত্তি করে তৈরি করা হবে।
আরও পড়ুন: ভুল ধরে অ্যান্ড্রয়েড সুরক্ষিত করে গুগল-এর কাছ থেকে ৬৫ কোটি টাকা পুরস্কার জিতলেন ভারতীয় এই টেকি
আরও পড়ুন: মাত্র ৫,৯৯৯ টাকায় ভারতে লঞ্চ হল আইটেল এ২৭, ফিচার্স মন্দ নয়