দামি iQOO Neo 6 ফোনে 3,000 টাকা ছাড়, সঙ্গে 12,150 টাকার এক্সচেঞ্জ অফারও, এখন মধ্যবিত্তের ধরাছোঁয়ার মধ্যেই

iQOO Neo 6 Price Cut: Amazon-এ আইকিউও ফোনে এক ধাক্কায় 3,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। শুধু তাই নয়। সেই সঙ্গেই আবার 12,150 টাকার এক্সচেঞ্জ অফারও থাকছে।

দামি iQOO Neo 6 ফোনে 3,000 টাকা ছাড়, সঙ্গে 12,150 টাকার এক্সচেঞ্জ অফারও, এখন মধ্যবিত্তের ধরাছোঁয়ার মধ্যেই
ব্যাপক ছাড়ে iQOO Neo 6।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 01, 2022 | 6:53 PM

এদিন ভারতে লঞ্চ হয়েছে OnePlus Nord 2T 5G। আর ওয়ানপ্লাসের নতুন ফোন লঞ্চ হতেই আর এক প্রতিযোগী সংস্থা তার একটি জনপ্রিয় স্মার্টফোনে মোটা টাকার ছাড় দিল। সেই সংস্থাটি ভিভো-র সাব-ব্র্যান্ড, নাম iQOO। আর যে ফোনে ছাড় দেওয়া হচ্ছে তার নাম iQOO Neo 6। অ্যামাজনে 1 জুলাই থেকে 4 জুলাই পর্যন্ত সময়ে iQOO Neo 6 ফোনটিতে ডিসকাউন্ট দেওয়া হবে। আর সেই ছাড়ের পর ফোনটির দাম হয়ে যাচ্ছে 26,999 টাকা। এর সঙ্গেই আবার চাইনিজ় এই স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাটি ভারতের ক্রেতাদের জন্য iQOO 9 সিরিজ় এবং iQOO Z সিরিজ় অফার করছে।

সাময়িক সময়ের এই অফারে iQOO Neo 6 ফোনে 3,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন। এর ফলে ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম হয়ে যাচ্ছে 26,999 টাকা। তবে এই অফারটি উপলব্ধ করতে আপনার কাছে একটি ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকতে হবে। তবেই অফারচি আপনি পাবেন। এছাড়াও থাকছে এক্সচেঞ্জ অফারে মারাত্মক ছাড়। পুরনো ফোন এক্সচেঞ্জ করে যদি একটা নতুন iQOO Neo 6 ক্রয় করেন, তাহলে 12,150 টাকা ছাড় পেয়ে যাবেন। টপ-এন্ড মডেল অর্থাৎ 12GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্যও এই অফারটি পেয়ে যাবেন ক্রেতারা।

iQOO Neo 6 এই মুহূর্তের অত্যন্ত আকর্ষণীয় একটি ফোন। কিন্তু তার এই আকাশছোঁয়া দাম ফোনটিকে যেন ধরাছোঁয়ার বাইরে রেখে দিয়েছিল। আর OnePlus Nord 2T মডেলেরও এই মুহূর্তে সবথেকে বড় প্রতিযোগী হল এই আইকিউও মডেলটি। নতুন নর্ড ফোনটির দাম যেখানে 28,999 টাকা থেকে শুরু হচ্ছে, ঠিক সেখানেই তার হাই-এন্ড মডেলের দাম 33,999 টাকা। যদিও Nord 2T ক্রয় করতে এই মুহূর্তে আপনি পেয়ে যাবেন ব্যাঙ্ক অফার। তাতে 1,500 টাকা পর্যন্ত ছাড়ও পেয়ে যাবেন। 5 জুলাই থেকে অ্যামাজনের অফিসিয়াল ওয়েবসাইট, ওয়ানপ্লাসের অফিসিয়াল ওয়েবসাইট-সহ বিভিন্ন স্টোর্স থেকে ফোনটি পেয়ে যাবেন।

আবার iQOO 9 5G ফোনের জন্যও থাকছে মোটা অঙ্কের ছাড়। এই ফোনে প্রাথমিক ভাবে অ্যামাজন দিচ্ছে 4,000 টাকা অফ। ফলে, ফোনটির দাম হয়ে যাচ্ছে 38,999 টাকা। আর এই দামের দিক থেকে দেখতে গেলে এই মুহূর্তে 5G ফোনের সেরা হল iQOO 9। বরং, বলা ভাল 40,000 টাকার মধ্যেই আপনি এই মুহূর্তের সেরা 5G ফোনটি পেয়ে যাচ্ছেন। যদিও এই অফারটিও ICICI ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। খুশির খবর হল এই অফারটি 8GB RAM + 128GB এবং 12GB RAM + 256GB দুই স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্যই উপলব্ধ।