ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার নতুন ফোন আইকিউওও ইউ৫- এর দাম প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, বছর পয়লা অর্থাৎ ১ জানুয়ারি থেকেই শুরু হবে ফোনের বিক্রি। চলতি সপ্তাহের শুরুর দিকে এই ফোন লঞ্চ হয়েছে চিনে। আইকিউওও ইউ৫ ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর এবং একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও ইউ৫ ফোন আসলে এই সংস্থার ‘ইউ’ সিরিজের স্মার্টফোন। ৫জি পরিষেবা যুক্ত এই ফোন আসলে আইকিউওও ইউ৩ ফোনের সাকসেসর। গত বছর অর্তাহত ২০২০ সালে এই ফোন লঞ্চ হয়েছিল চিনে। তার প্রায় এক বছর পর সাকসেসর মডেল চিনে লঞ্চ হয়েছে। বিক্রি শুরু হবে আর কয়েক দিনের মধ্যেই।
আইকিউওও ইউ৫ ফোনের দাম ও উপলব্ধতা
আইকিউওও ইউ৫ ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের দাম CNY ১২৯৯, ভারতীয় মুদ্রায় ১৫,৩০০ টাকা। এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ১৩৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ১৬,৫০০ টাকা। আর টপ ভ্যারিয়েন্ট ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম CNY ১৪৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ১৭,৭০০ টাকা। ডার্ক ব্ল্যাক, ম্যাজিক ব্লু এবং সিলভার হোয়াইট— এই তিন রঙ লঞ্চ হয়েছে আইকিউওও ইউ৫ ফোন। আগামী ১ জানুয়ারি থেকে চিনে এই ফোনের বিক্রি শুরু হবে। JD.com এবং চিনে ভিভোর অনলাইন স্টোর থেকে আইকিউওও ইউ৫ ফোন কেনা যাবে।
আইকিউওও ইউ৫ ফোনের স্পেসিফিকেশন