AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Realme 9i: ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে রিয়েলমি ৯ সিরিজের আসন্ন ফোন রিয়েলমি ৯আই-তে

রিয়েলমি ৯আই আসলে রিয়েলমি ৮আই ফোনের সাকসেসর মডেল। আর রিয়েলমি ৯আই ফোনের সঙ্গে রিয়েলমি জিটি নিও ২ ফোনের সঙ্গে অনেক মিল থাকতে পারে বলে শোনা গিয়েছে। 

Realme 9i: ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে রিয়েলমি ৯ সিরিজের আসন্ন ফোন রিয়েলমি ৯আই-তে
ছবি প্রতীকী।
| Edited By: | Updated on: Dec 27, 2021 | 9:04 AM
Share

চিনের ই-কমার্স ওয়েবসাইট আলি এক্সপ্রেসে দেখা গিয়েছে রিয়েলমি ৯আই ফোনের নাম। রিয়েলমি সংস্থার এই আসন্ন ফোন সম্পর্কে বেশ কিছু সম্ভাব্য স্পেসিফিকেশনও জানা গিয়েছে। অনুমান করা হচ্ছে, রিয়েলমি ৯ সিরিজের এই ফোন নতুন বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসে চিনে লঞ্চ করবে। সম্প্রতি বিভিন্ন সার্টিফিকেশন ওয়েবসাইটে রিয়েলমি ৯আই ফোনের নাম দেখা গিয়েছে। আর এই সমস্ত স্মার্টফোন লিস্টিংয়ের রিপোর্ট অনুসারে রিয়েলমি ৯আই ফোনে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। আর ফোনের ডিসপ্লেতে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও শোনা যাচ্ছে যে, রিয়েলমি ৯আই ফোনে একটি ৫০০০এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে থাকতে পারে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।

রিয়েলমি ৯আই ফোনের অন্যান্য সম্ভাব্য স্পেসিফিকেশনগুলো একনজরে দেখে নেওয়া যাক-

  • শোনা যাচ্ছে, রিয়েলমি ৯ সিরিজের এই ফোনে থাকতে পারে একটি ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে।
  • কালো এবং নীল রঙে লঞ্চ হতে পারে রিয়েলমি ৯আই ফোন।
  • এই ফোনে ৫০ মেগাপিক্সেলের রেয়ার প্রাইমারি ক্যামেরা সেনসর এবং ১৬ মেগপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
  • রিয়েলমি ৯আই ফোনে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকার সম্ভাবনা নেই। বরং তার পরিবর্তে এই ফোনের সাইডের অংশে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
  • রিয়েলমি ৯ সিরিজের আসন্ন এই স্মার্টফোনে একটি স্ন্যাপড্রাগন প্রসেসর থাকবে বলে শোনা যাচ্ছে। আর তার সঙ্গে যুক্ত থাকতে পারে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।
  • রিয়েলমি ৯আই ফোনে একটি ৫০০০এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের অ্যাডাপ্টিভ ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে বলেও শোনা গিয়েছে।
  • অন্যান্য স্মার্টফোনের মতো ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এই ফোনে নাও থাকতে পারে। তবে টাইপ- সি ইউএসব পোর্ট থাকার সম্ভাবনা রয়েছে রিয়েলমির আসন্ন এই স্মার্টফোনে।
  • রিয়েলমি সংস্থার Realme UI ২ এবং অ্যানডড়য়েড ১১- র সাহায্যে রিয়েলমি ৯আই ফোন পরিচালিত হতে পারে বলে শোনা গিয়েছে।

রিয়েলমি ৯আই আসলে রিয়েলমি ৮আই ফোনের সাকসেসর মডেল। আর রিয়েলমি ৯আই ফোনের সঙ্গে রিয়েলমি জিটি নিও ২ ফোনের সঙ্গে অনেক মিল থাকতে পারে বলে শোনা গিয়েছে।

আরও পড়ুন- Motorola New Foldable Razr: পরিণত ডিজাইন, উন্নত প্রসেসর, তৃতীয় প্রজন্মের ফোল্ডেবল রেজ়র মডেল নিয়ে আসছে মোটোরোলা

আরও পড়ুন- iPhone Without SIM Card Slot: আইফোনে আর সিম কার্ড স্লট থাকবে না, তাহলে কল করবেন কী ভাবে?

আরও পড়ুন- Oppo Reno 7 5G New Year Edition: ওপ্পো রেনো ৭ ৫জি ফোনের নিউ ইয়ার এডিশন লঞ্চ হল, দাম ও ফিচার্স জেনে নিন