iQoo Z Series: আইকিউওও জেড৬ প্রো ৫জি এবং আইকিউওও জেড৬ ৪জি- একই দিনে লঞ্চ হল ভারতে

iQoo Z6 Pro 5G and iQoo Z6 4G: আইকিউওও জেড৬ প্রো ৫জি এবং আইকিউওও জেড৬ ৪জি ফোন আইকিউওও ইন্ডিয়া ই-স্টোরের পাশাপাশি অ্যামাজনের সামার সেলে পাওয়া যাবে।

iQoo Z Series: আইকিউওও জেড৬ প্রো ৫জি এবং আইকিউওও জেড৬ ৪জি- একই দিনে লঞ্চ হল ভারতে
আইকিউওও জেড সিরিজের স্মার্টফোন।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 27, 2022 | 3:26 PM

ভারতে একই সঙ্গে আইকিউওও জেড৬ ৪জি (iQoo Z6 4G) এবং আইকিউওও জেড ৬ প্রো ৫জি (iQoo Z6 Pro 5G) ফোন লঞ্চ হয়েছে। আইকিওও জেড সিরিজের (iQoo Z series) এই ফোনগুলোতে রয়েছে স্ন্যাপড্রাগন চিপসেট। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। আইকিউওও জেড প্রো ৫জি ফোনে ৬.৪৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। অন্যদিকে আইকিউওও জেড৬ ৪জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জ সাপোর্ট। আইকিউওও জেড সিরিজের এই দুই ফোনেই রয়েছে র‍্যাম এক্সটেন্ড করার বা বাড়ানোর ফিচার। ফোনের অব্যহৃত স্টোরেজ ব্যবহার করেই এই র‍্যামের পরিমাণ বাড়ানো হয়ে থাকে। এবার আইকিউওও জেড৬ প্রো ৫জি এবং আইকিউওও জেড৬ প্রো ৪জি ফোনের দাম দেখে নেওয়া যাক একনজরে।

আইকিউওও জেড৬ প্রো ৫জি এবং আইকিউওও জেড৬ ৪জি ফোনের দাম ভারতে কত?

আইকিউওও জেড৬ প্রো ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। এই ফোনেরই ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৪,৯৯৯ টাকা। এছাড়াও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৮,৯৯৯ টাকা। লিজিয়ন স্কাই এবং ফ্যান্টম ডাস্ক— এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও জেড৬ প্রো ৫জি ফোন। আইকিউওও ইন্ডিয়া ই-স্টোর এবং ই-কমার্স সংস্থা অ্যামাজনের মাধ্যমে এই ফোন কিনতে পারবেন গ্রাহকরা। অ্যামাজনের সামার সেলে এই ফোন পাওয়া যাবে।

আইকিউওও জেড৬ ৪জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৪,৪৯৯ টাকা। এই ফোনেরই ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৫,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৬,৯৯৯ টাকা। লুমিনা ব্লু এবং র‍্যাভেন ব্ল্যাক— এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও জেড৬ প্রো ৪জি ফোন। অ্যামাজনের সামাল সেল এবং আইকিউওও ইন্ডিয়া ই-স্টোর থেকেই এই ফোনও কেনা যাবে।

আইকিউওও জেড৬ প্রো ৫জি ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন

  • ডুয়াল সিমের (ন্যানো) স্লট রয়েছে এই ফোন। পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১২ এবং Funtouch OS 12- এর সাহায্যে।
  • এই ফোনে ৬.৪৪ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
  • একটি অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর রয়েছে এই ফোন। তার সঙ্গে ১২ জিবি পর্যন্ত LPDDR4X র‍্যাম যুক্ত রয়েছে।
  • এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর রয়েছে। তার সঙ্গে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল শুটার, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
  • আইকিউওও জেড৬ প্রো ৫জি ফোনে একটি ৪৭০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৬ ওয়াটের ফ্ল্যাশ চার্জ সাপোর্ট রয়েছে।
  • এই ফোনে বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
  • কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটূথ ভি৫.২, জিপিএস/এ-জিপিএস এবং টাইপ-সি ইউএসবি পোর্ট।

আইকিউওও জেড৬ ৪জি ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন

  • ডুয়াল সিমের (ন্যানো) স্লট এই ফোনেও রয়েছে। আর ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১২ এবং Funtouch OS 12- এর সাহায্যে।
  • ৬.৪৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে এই ফোন।
  • এছাড়াও রয়েছে একটি অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। তার সঙ্গে ৮ জিবি পর্যন্ত LPDDR4X র‍্যাম যুক্ত রয়েছে।
  • এই ফোনেও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। তার সঙ্গে একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার এবং একটি ২ মেগাপিক্সেলের bokeh ক্যামেরা রয়েছে। এছাড়াও এই ফোনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।
  • আইকিউওও জেড৬ ৪জি ফোনের ইনবিল্ট স্টোরেজের পরিমাণ ১২৮ জিবি। এই UFS 2.2 স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
  • এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জ সাপোর্ট রয়েছে।
  • এছাড়াও এই ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে। কানেক্টিভিটি অপশন হিসেবে ৪জি লাইট, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস/এ-জিপিএস, টাইপ-সি ইউএসবি থাকবে।

আরও পড়ুন- Nokia G21 Price And Specifications: নোকিয়া জি২১ লঞ্চ হল ভারতে, খুব কম দামে ৫০এমপি ক্যামেরা, ৫০০০এমএএইচ ব্যাটারি