AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Magic X এবং Magic X Play ফিচার ফোন লঞ্চ করল Itel, দাম 2000 টাকা, একাধিক আকর্ষণীয় ফিচার

দেশের মার্কেটে দুটি নতুন ফিচার ফোন লঞ্চ করল Itel। সেই Magic X এবং Magic X Play ফোন দুটির ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্ত যাবতীয় তথ্য একনজরে দেখে নিন।

Magic X এবং Magic X Play ফিচার ফোন লঞ্চ করল Itel, দাম 2000 টাকা, একাধিক আকর্ষণীয় ফিচার
সস্তায় নতুন ফিচার ফোন লঞ্চ করল আইটেল।
| Edited By: | Updated on: Aug 26, 2022 | 12:28 AM
Share

Itel New Feature Phones: ভারতে দুটি চমৎকার ফিচার ফোন লঞ্চ করল Itel। কোম্পানির সেই লেটেস্ট ফোন দুটির নাম Itel Magic X এবং Magic X Play। এই দুটি ফোনেই রয়েছে 4G VoLTE সাপোর্ট এবং LetsChat ফিচার, যার মাধ্যমে আপনি আনলিমিটেড ভয়েস মেসেজ পাঠাতে পারবেন এবং গ্রুপ চ্যাটেও জয়েন করতে পারবেন। এছাড়াও আইটেলের এই নতুন ফিচার ফোনগুলিতে বুমপ্লে নামক একটি মিউজ়িক অ্যাপ দেওয়া হয়েছে, যা ইউজ়ারদের 10 মিলিয়নেরও বেশি ফ্রি মিউজ়িক ট্র্যাকের অনলাইন মিউজ়িক লাইব্রেরি অফার করবে। পাশাপাশি Itel Magic X এবং Magic X Play ফোন দুটিতে 2,000 এরও বেশি কন্ট্যাক্টস এবং 12টি স্থানীয় ভাষার সাপোর্ট থাকছে।

Itel Magic X এবং Magic X Play: দাম, উপলব্ধতা

এদের মধ্যে Itel Magic X ফোনটির দাম 2,299 টাকা। মিডনাইট ব্ল্যাক এবং পার্ল হোয়াইট এই দুই কালার অপশন রয়েছে ফোনটির। অন্য দিকে Itel Magic X Play ফোনটি লঞ্চ করা হয়েছে 2,099 টাকা দামে। এই ফোনেরও দুটি কালার অপশন রয়েছে- মিডনাইট ব্ল্যাক ও মিন্ট গ্রিন। দেশের সমস্ত অনলাইন এবং অফলাইন স্টোরে ইতিমধ্যেই ফোনটি কেনাকাটির জন্য উপলব্ধ হয়েছে।

Itel Magic X এবং Magic X Play: স্পেসিফিকেশন, ফিচার

Itel Magic X Play ফোনে একটি 1.77 ইঞ্চির TN ডিসপ্লে রয়েছে, যার পিক্সেল রেজ়োলিউশন 128X160। অন্য দিকে Magic X ফোনটিতে রয়েছে 2.4 ইঞ্চির TN ডিসপ্লে, যার রেজ়োলিউশন 240X320 পিক্সেলস। ডুয়াল সিম সাপোর্টেড এই হ্যান্ডসেট দুটিতে রয়েছে Unisoc T107 প্রসেসর।

VGA রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে দুটি ফোনে। রয়েছে 48MB র‌্যাম এবং 128GB পর্যন্ত অনবোর্ড স্টোরেজ। এছাড়াও মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ফোনটির স্টোরেজ 64GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। যেমনটা আমরা আগে বললাম, 2,000 পর্যন্ত কন্ট্যাক্ট এই ফোনে যোগ করা যাবে। এছাড়াও 500 SMS টেক্সট এবং 250 MMS টেক্সটের জায়গা রয়েছে ফোনটিতে।

অন্যান্য ফিচারের মধ্যে এই আইটেল ফোন দুটি রয়েছে 4G VoLTE, ওয়্যারলেস FM, এবং ব্লুটুথ v4.2 কানেক্টিভিটি। এই দুই ফোনেই 3.5mm হেডফোন জ্যাকও দেওয়া হয়েছে। এদের মধ্যে Magic X Play ফোনে রয়েছে একটি 1900mAh ব্যাটারি এবং Magic X মডেলটিতে 1,200mAh ব্যাটারি রয়েছে।