দেশের প্রথম 7000mAh ব্যাটারির ফোন itel P40+ এখন মাত্র 7,289 টাকায়
itel P40+ সস্তার এই ফোনের দাম মাত্র 9,999 টাকা। তার উপরে আবার Amazon আপনাকে চমৎকার অফার দিতে চলেছে। Amazon Prime Day Sale উপলক্ষ্যে এই ফোন আপনি বাড়ি নিয়ে আসতে পারেন মাত্র 7,289 টাকায়।
স্মার্টফোন কেনার সময় কারও নজর যদি ক্যামেরার দিকে থাকে, তাহলে কেউ আবার ফোনের র্যাম বা ব্যাটারিকেও বেশি গুরুত্ব দেন। তবে যে যাই দেখুন না কেন, ফোনের বাজেট বেশিরভাগ মানুষের কাছেই সবথেকে বেশি প্রাধান্য পায়। তাই, কম বাজেটে যাঁরা ফোন ক্রয় করতে চাইছেন, তাঁদের জন্য একটি দুর্দান্ত ফোন নিয়ে এসেছে itel। সেই ফোনের নাম itel P40+। সস্তার এই ফোনের দাম মাত্র 9,999 টাকা। তার উপরে আবার Amazon আপনাকে চমৎকার অফার দিতে চলেছে। Amazon Prime Day Sale উপলক্ষ্যে এই ফোন আপনি বাড়ি নিয়ে আসতে পারেন মাত্র 7,289 টাকায়।
itel P40+ এর ফিচার ও স্পেসিফিকেশন
ফোনটিতে একটি 6.8-ইঞ্চি HD+ IPS ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেটি 90 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করছে এবং তার রেজ়োলিউশন 720 x 1,640 পিক্সেল। পারফরম্যান্সের দিক থেকে এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর Unisoc T606 প্রসেসর, যা পেয়ার করা থাকছে 4GB পর্যন্ত RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে। এই RAM আপনি আবার 8GB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। ফোনটি ডুয়াল-সিম (ন্যানো) সাপোর্টেড এবং অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম দ্বারা চালিত।
দাম কম হলে কী হবে, এই ফোনের ক্যামেরা সেটআপও চমৎকার। itel P40+ এ প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 13MP ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি AI সেন্সরও দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে রয়েছে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর।
এই ফোনের সবথেকে জম্পেশ ফিচার হল তার ব্যাটারি। বেশ বড় এবং শক্তিশালী 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। একবার চার্জ দিলে Itel P40+ ফোনটি আপনাকে 18 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দিতে পারবে। তার পাশাপাশি 72 ঘণ্টা পর্যন্ত মিউজ়িক প্লেব্যাক এবং 41 ঘণ্টা টকটাইমও দিতে পারবে ফোনটি।