AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lava X2 Offer: মাত্র ৩৯৯ টাকায় অ্যামাজনে লাভা এক্স২ কেনার সুযোগ, সবে লঞ্চ হয়েছে, এর মধ্যেই অফার!

Latest Budget Smartphone In India: সম্প্রতি ভারতে লাভা এক্স২ লঞ্চ হয়েছে, যা কেনাকাটির জন্য উপলব্ধ হতে চলেছে ১২ মার্চ থেকে। সেই ৬,৫৯৯ টাকা দামের ফোনই আপনি মাত্র ৩৯৯ টাকায় পেতে পারেন।

Lava X2 Offer: মাত্র ৩৯৯ টাকায় অ্যামাজনে লাভা এক্স২ কেনার সুযোগ, সবে লঞ্চ হয়েছে, এর মধ্যেই অফার!
লাভা এক্স২।
| Edited By: | Updated on: Mar 08, 2022 | 2:00 AM
Share

ফিচার ফোনের জগৎে দেশি সংস্থা লাভা (Lava) একটা সময় বেশ নাম করেছিল। তার পর একটা সময় স্মার্টফোনও প্রস্তুত করতে শুরু করে লাভা। কিন্তু চিনা স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলির ভিড়ে খুব অল্প সময়ের মধ্যেই যেন হারিয়ে যায় দেশি এই হ্যান্ডসেট মেকার। তার পর সেই সংস্থার কামব্যাক হয় রাজকীয় ভাবে। কম দামে একের পর এক ফোন ভারতে লঞ্চ করেছে সংস্থাটি। এমনকি চিনা স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলোর সঙ্গেও জোরদার টক্কর দিয়ে চলেছে। তার উপরে আবার কয়েক মাস আগেই লাভা অগ্নি নামক একটি ৫জি হ্যান্ডসেটও দেশে লঞ্চ করে তারা। যাঁরা এই ফোনটি ক্রয় করেছেন, তাঁদের অনেকেই জানিয়েছেন যে রিয়েলমি ৮এস ফোনের থেকে কোনও অংশে কম যায় না লাভা অগ্নি ৫জি। এর মধ্যেই আবার খুব সম্প্রতি লাভা এক্স২ বা লাভা এক্সটু (Lava X2) নামক একটি ফোন নিয়ে আসা হয়েছে দেশের মার্কেটে। ফোনটির দাম মাত্র ৬,৫৯৯ টাকা। কিন্তু সেই ফোন আপনি মাত্র ৩৯৯ টাকায় (Lava X2 At Rs 399) বাড়ি নিয়ে আসতে পারেন। কী ভাবে জানেন?

লাভা এক্স২ ফোনটি ৩৯৯ টাকায় কী ভাবে পাবেন?

মাত্র ১৯২ গ্রাম ওজনের এই লাভা এক্স২ ফোনটির দুটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে। সিয়ান এবং ব্লু এই দুই কালার মডেলের লাভা এক্স২ ফোনের একটি মাত্রই স্টোরেজ মডেল রয়েছে। আর সেই ২জিবি র‌্যাম ও ৩২জিবি স্টোরেজের এই ফোন ক্রয় করতেই গ্রাহকদের মাত্র ৬,৫৯৯ টাকা খরচ করতে হবে। আসলে ফোনের দাম ৬,৯৯৯ টাকা হলেও ইন্ট্রোডাক্টারি অফারে ৪০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। ১২ মার্চ থেকে অ্যামাজনে লাভা এক্স২ ক্রয় করতে পারবেন কাস্টমাররা। আর অ্যামাজনেই এই ফোনের উপরে দেওয়া হচ্ছে এক্সচেঞ্জ অফার। হ্যাঁ, ঠিকই শুনছেন। ৬,৫৯৯ টাকার ফোনেও থাকছে এক্সচেঞ্জ অফার। আপনার পুরনো ফোনটি এক্সচেঞ্জ করে যদি একটা লাভা এক্স২ নিতে চান, তাহলে আপনাকে ৬,২০০ টাকা ছাড় দেবে অ্যামাজন। আর তাতেই লাভা এক্স২ ফোনটি ক্রয় করতে আপনার খরচ হবে মাত্র ৩৯৯ টাকা।

তবে এই সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালু পেতে আপনাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত, এই এক্সচেঞ্জ অফার আপনার এলাকায় উপলব্ধ কি না, তা জানতে পিনকোড দিয়ে যাচাই করে নিতে হবে। দ্বিতীয়ত, যে ফোনটি এক্সচেঞ্জ করবেন তার পরিস্থিতি যেন সবদিক থেকে এক থাকে, সেই বিষয়টাও নিশ্চিত করতে হবে।

লাভা এক্স২ ফোনে কী কী বিশেষত্ব রয়েছে?

১) লাভা এক্স২ ফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির এইচডিপ্লাস ডিসপ্লে যার অ্যাসপেক্ট রেশিও ২০:৯।

২) পারফর্ম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে একটি মিডিয়াটেক হেলিও অক্টা-কোর প্রসেসরের সাহায্যে যা পেয়ার করা থাকছে ২জিবি পর্যন্ত র‌্যাম ও ৩২জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সঙ্গে।

৩) সফ্টওয়্যার হিসেবে এই লাভা স্মার্টফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১১ (গো এডিশন) ভিত্তিক অপারেটিং সিস্টেমের সাহায্যে।

৪) প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং সেকেন্ডারি হিসেবে একটি ২ মেগাপিক্সেল সেন্সর।

৫) সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি একটি ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।

৬) অত্যন্ত শক্তিশালী একটি ৫০০০এমএএইচ ব্যাটারি রয়েছে এই লাভা এক্স২ ফোনে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, মাত্র ৩.৫ ঘণ্টা সময়েই ফোনটি সম্পূর্ণ রূপে চার্জ হয়ে যাবে। আর এক বার ১০০ শতাংশ চার্জ হয়ে গেলেই এই ফোনটি ৩৮ ঘণ্টা লাগাতার টকটাইম, ৪৮০ ঘণ্টা স্ট্যান্ডবাই টাইম এবং ৬৩০ মিনিট ইউটিউব প্লেব্যাক দিতে সক্ষম হবে।

৭) কানেক্টিভিটির দিক থেকে এই লাভা এক্স২ ফোনে রয়েছে ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এবং মাইক্রোইউএসবি চার্জিং পোর্ট।

৮) বায়োমেট্রিক সিকিওরিটির জন্য এই ফোনে থাকছে একটি রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার।

আরও পড়ুন: মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই লঞ্চ হল রিয়েলমি সি৩৫, ডিসপ্লে ৬.৬ ইঞ্চির, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ও ইউনিসক প্রসেসর

আরও পড়ুন: বাড়ি বসে মেট্রোর স্মার্ট কার্ড রিচার্জ এখন ঝক্কিহীন! এসে গেল ‘মেট্রো রাইড কলকাতা’ মোবাইল অ্যাপ

আরও পড়ুন: স্যামসাং গ্যালাক্সি এম২৩ এবং গ্যালাক্সি এম৩৩ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন দেখে নিন লঞ্চের আগে