AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মাত্র 8,999 টাকায় বাজারে এল Lava Yuva 3 Pro, পাবেন 50MP ক্যামেরা

Lava Yuva 3 Pro Price: Lava Yuva 3 Pro-তে একটি দুর্দান্ত গ্লাস ফ্রেমের ব্যবহার করা হয়েছে। এটির পিছনে একটি প্ল্যাটফর্মে দু'টি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরাগুলি Galaxy S22-এ পাওয়া ক্যামেরাগুলির মতো। স্মার্টফোনটিতে একটি পাঞ্চ-হোল সহ একটি 6.5-ইঞ্চি ডিসপ্লে রয়েছে।

মাত্র 8,999 টাকায় বাজারে এল Lava Yuva 3 Pro, পাবেন 50MP ক্যামেরা
| Edited By: | Updated on: Dec 14, 2023 | 2:22 PM
Share

Lava ভারতে তাদের বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে। এই মডেলটির নাম রাখা হয়েছে Lava Yuva 3 Pro। এতে একটি 50MP প্রাথমিক ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং একটি 6.5-ইঞ্চি ডিসপ্লে পাবেন। ফোনটির ডিজাইনে খুব বেশি পরিবর্তন করা হয়নি। আগের মডেলের তুলনায়, এই ফোনটি যদিও 1,000 টাকা বেশি। তবে এতে রয়েছে দুর্দান্ত সব ফিচার। বছরের শেষে এসেও একের পর এক সস্তার ফোন বাজারে আসছে। ফলে আপনি যদি কম দামে একটি ভাল ফোন কিনতে চান, তাহলে এটি কিনতেই পারেন। চলুন জেনে নেওয়া যাক এতে কী কী ফিচার রয়েছে।

এতে কী কী ফিচার রয়েছে?

Lava Yuva 3 Pro-তে একটি দুর্দান্ত গ্লাস ফ্রেমের ব্যবহার করা হয়েছে। এটির পিছনে একটি প্ল্যাটফর্মে দু’টি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরাগুলি Galaxy S22-এ পাওয়া ক্যামেরাগুলির মতো। স্মার্টফোনটিতে একটি পাঞ্চ-হোল সহ একটি 6.5-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে HD+ রেজোলিউশন (1600 x 720 পিক্সেল) অফার করে। ডিসপ্লেতে 90 Hz রিফ্রেশ রেটও দেওয়া হয়েছে।

ফোনটিতে Unisoc T616 চিপ ব্যবহার করা হয়েছে। এছাড়াও এতে রয়েছে 8GB RAM এবং 128GB স্টোরেজ। স্মার্টফোনটিতে রয়েছে Android 13 অপারেটিং সিস্টেম। স্মার্টফোনটির পিছনের ক্যামেরা 50MP এবং সামনের ক্যামেরা 8MP।

Lava Yuva 3 Pro-তে একটি সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এটিতে একটি 3.5 মিমি হেডফোন জ্যাক পেয়ে যাবেন। এছাড়াও এতে একটি মাইক্রোএসডি কার্ড স্লট এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে। ওয়্যারলেস কানেকশন পেয়ে যাবেন। এর মধ্যে রয়েছে ডুয়াল সিম, 4জি, ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0 এবং জিএনএসএস। ফোনটিতে একটি 5,000mAh ব্যাটারি রয়েছে, যাতে 18W চার্জিং সাপোর্ট রয়েছে।

Lava Yuva 3 Pro-এর দাম কত?

Lava Yuva 3 Pro হল একটি স্মার্টফোন যা শুধুমাত্র 8,999 টাকায় পাওয়া যাচ্ছে। এতে রয়েছে 8GB RAM এবং 128GB স্টোরেজ। এটি ডেজার্ট গোল্ড, ফরেস্ট ভিরিডিয়ান বা মেডো বেগুনি রঙে কিনতে পারবেন। ডিভাইসটি লাভা ই-স্টোর এবং অফলাইন স্টোরের মাধ্যমে আজ অর্থাৎ 14 ডিসেম্বর থেকে প্রি-অর্ডার করতে পারবেন।