Mi Fan Festival 2022: শাওমি এবং রেডমির একগুচ্ছ ফোনে রয়েছে আকর্ষণীয় ছাড়, কোন ফোনের দাম কত কমল?

Mi Fan Festival 2022: এমআই এবং রেডমির স্মার্টটিভি এবং রেডমিবুক ১৫ ও রেডমিবুক ১৫ প্রো ল্যাপটপের দামেও রয়েছে ছাড়। এছাড়াও এমআই পাওয়ার ব্যাঙ্ক এবং স্মার্ট ব্যান্ডের দামেও রয়েছে অফার।

Mi Fan Festival 2022: শাওমি এবং রেডমির একগুচ্ছ ফোনে রয়েছে আকর্ষণীয় ছাড়, কোন ফোনের দাম কত কমল?
এমআই ফ্যান ফেস্টিভ্যাল ২০২২ সেলে কোন কোন ফোনের দাম কতটা কমেছে দেখে নিন।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 07, 2022 | 3:59 PM

ভারতে এমআই ফ্যান ফেস্টিভ্যাল ২০২২ সেল (Mi Fan Festival 2022 Sale) শুরু হয়েছে। শাওমির (Xiaomi) সাব-ব্র্যান্ড এমআই- এর সেল চলবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত। রেডমি এবং এমআই, শাওমির এই দুই সাব-ব্র্যান্ডের একগুচ্ছ ফোনে রয়েছে দারুণ সব অফার। রেডমি ৯আই স্পোর্ট, রেডমি ১০, রেডমি ৯এ স্পোর্ট, রেডমি নোট ১১, রেডমি নোট ১১ প্রো প্লাস ৫জি, এছাড়াও প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন শাওমি ১১আই ৫জি, শাওমি ১১আই হাইপারচার্জ ৫জি, শাওমি ১১ লাইট এনই ৫জি এবং শাওমি ১১টি প্রো ৫জি- এই সমস্ত ফোনের দামে রয়েছে ছাড়। এর পাশাপাশি এমআই ফ্যান ফেস্টিভ্যাল ২০২২ সেলে এমআই এবং রেডমির স্মার্টটিভি এবং রেডমিবুক ১৫ ও রেডমিবুক ১৫ প্রো ল্যাপটপের দামেও রয়েছে ছাড়। এছাড়াও এমআই পাওয়ার ব্যাঙ্ক এবং স্মার্ট ব্যান্ডের দামেও রয়েছে অফার।

এমআই ফ্যান ফেস্টিভ্যাল ২০২২ সেলে শাওমি সংস্থা একটি ৯৯ টাকার ফ্ল্যাশ সেল দেবে রেডমি নোট ১১এস ফোনের হরাইজন ব্লু ভ্যারিয়েন্টে। এছাড়াও এসবিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে এই ফোন কিনলে ইনস্ট্যান্ট প্রায় ১০ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে। এমআই- এর এই সেলে রেডমি ৯আই স্পোর্টের দাম শুরু হচ্ছে ৭৬৪৯ টাকা থেকে। এই ফোনের আসল দাম ৮৭৯৯ টাকা। অর্থাৎ এমআই ফ্যান ফেস্টিভ্যাল ২০২২ সেলে রেডমি ৯ স্পোর্টের ১১৫০ টাকা দাম কমেছে। রেডমি ১০ ফোনের আসল দাম ১০,৯৯৯ টাকা। এমআই- এর এই সেলে এই ফোনের দামও কমে হয়েছে ৯৮৯৯ টাকা। একইভাবে রেডমি ৯এ স্পোর্টের দামও ৬৯৯৯ টাকা থেকে কমে হয়েছে ৬২৯৯ টাকা।

রেডমি নোট ১১ ফোনের দাম ১৩,৪৯৯ টাকা থেকে কমে হয়েছে ১১,৬৯৯ টাকা। রেডমি নোট ১১ প্রো প্লাস ফোন ২০,৯৯৯ টাকার বদলে পাওয়া যাচ্ছে ১৮,৯৯৯ টাকায়। এই ফোনে আবার অতিরিক্ত ২০০০ টাকা ছাড় রয়েছে এক্সচেঞ্জ অফারে অর্থাৎ পুরনো ফোনের পরিবর্তে এই ফোন কিনলে। শাওমি ১১আই ৫জি ফোনের আসল দাম ২৪,৯৯৯ টাকা। তবে এমআই- এর এই সেলে এই ফোন কেনা যাচ্ছে ২০,৯৯৯ টাকায়। শাওমি ১১আই হাইপারচার্জ ৫জি ফোনের দাম এমআই- এর এই সেলে ২২,৯৯৯ টাকা। এই ফোনের আসল দাম ২৬,৯৯৯ টাকা। এই প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনে অতিরিক্ত ২০০০ টাকা ছাড় রয়েছে এক্সচেঞ্জ অফার হিসেবে।

শাওমি ১১ লাইট এনই ৫জি ফোনের আসল দাম ২৬,৯৯৯ টাকা। তবে এমআই ফ্যান ফেস্টিভ্যাল ২০২২ সেলে এই ফোন কেনা যাবে ২০,৯৯৯ টাকায়। আরও একটি ফ্ল্যাগশিপ শাওমি ১১টি প্রো ৫জি ফোন ৩৯,৯৯৯ টাকার পরিবর্তে এই সেলে কেনা যাবে ৩৩,৯৯৯ টাকায়। এই দুই প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনেই রয়েছে এক্সচেঞ্জ অফার। অর্থাৎ পুরনো ফোনের পরিবর্তে এই দুই ফোন কেনার সুযোগ রয়েছে। সেক্ষত্রে ৫০০০ টাকা ছাড় রয়েছে এই দুই ফোনের নামে।

আরও পড়ুন- Smartphones Under 30,000: অ্যামাজনে ৩০ হাজারের কমে কোন কোন স্মার্টফোন পাওয়া যাচ্ছে? দেখুন তালিকা