Moto E13 লঞ্চ হল 6,999 টাকায়, Jio কাস্টমারদের জন্য 700 টাকা ছাড়

Moto E13 ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। তাদের মধ্যে 2GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম 6,999 টাকা এবং 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম 7,999 টাকা।

Moto E13 লঞ্চ হল 6,999 টাকায়, Jio কাস্টমারদের জন্য 700 টাকা ছাড়
কম খরচে নতুন মোটোরোলা ফোন এসে গেল।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 12, 2023 | 4:30 PM

Moto E13 ফোনটি ভারতে লঞ্চ করে গেল বাজেট সেগমেন্টে। মূলত, এন্ট্রি-লেভেলের কাস্টমাররা যাঁরা ওয়েব ব্রাইউজ়িং, WhatsAp ব্যবহার এবং কন্টেন্ট দেখতে চান, তাঁদের জন্যই নিয়ে আসা হয়েছে ফোনটি। Moto E13 ফোনের দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং তিনটি কালার অপশন রয়েছে। ফোনের পিছনে রয়েছে একটি 13MP ক্যামেরা। সফটওয়্যারের দিক থেকে Android 13 (Go edition) আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে ফোনটিতে। এই গো এডিশন হল রেগুলার Android 13 অপারেটিং সিস্টেমের লাইট ভার্সন, যা কম RAM ক্যাপাসিটির ফোনে ব্যবহৃত হয়।

Moto E13 ভারতে দাম

Moto E13 ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। তাদের মধ্যে 2GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম 6,999 টাকা এবং 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম 7,999 টাকা। Flipkart এবং Moto স্টোর্স থেকে এই ফোন ক্রয় করতে পারবেন কাস্টমাররা। Jio কাস্টমাররা এই ফোনের উপরে পেয়ে যাবেন 700 টাকা ক্যাশব্যাক।

Moto E13 স্পেসিফিকেশন

এই ফোনে রয়েছে বেশ বড় একটি 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে এবং ডলবি-এনাবলড স্পিকার্স। খুব একটা হাল্কা নয় Moto E13, ওজন 180 গ্রাম। রয়েছে ডুয়াল SIM কার্ড স্লট। মাইক্রোএসডি কার্ডের সাহায্য়ে স্টোরেজ 1TB পর্যন্ত বাড়িয়ে নিতে ফোনটিতে অতিরিক্ত একটি স্লটও রয়েছে।

পারফরম্যান্সের দিক থেকে এই Moto E13 চালিত হচ্ছে একটি অক্টা-কোর Unisic T606 চিপসেটের সাহায্যে। এই চিপসেট আবার পেয়ার করা থাকছে 4GBপর্যন্ত RAM এবং 64GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে।

ফোনটির পিছনে রয়েছে 13MP ক্যামেরা, যা ফুল HD ভিডিয়ো রেকর্ড করতে সক্ষম। ক্যামেরা মডিউলটিতে একটি LED ফ্ল্যাশও রয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য Moto E13-এর সামনে রয়েছে 5MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

তবে এই ফোনটি 5G সাপোর্ট করবে না। তার পরিবর্তে 4G এবং ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই সাপোর্ট করবে ফোনটি। অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি রয়েছে, যা 10W চার্জিং সাপোর্ট করবে। ফোনের রিটেল বক্সে একটি 10W চার্জার দেওয়া হচ্ছে।