মোটোরোলার নতুন ফোন জি৫১ লঞ্চ হয়েছে চিনে। এই স্মার্টফোনে রয়েছে একটি Qualcomm Snapdragon ৪৮০ প্লাস প্রসেসর। এছাড়াও রয়েছে একটি ৫০০০mAh ব্যাটারি। মোটোরোলার এই ফোনকে বলা হচ্ছে বাজেট হ্যান্ডসেট। এখানে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। আর ডিসপ্লের উপর সেলফি ক্যামেরা সেট করার জন্য রয়েছে একটি হোল পাঞ্চ কাট আউট নচ ডিজাইন। ফোনের পিছনের অংশে লম্বা ক্যাপস্যুলের আকারে রয়েছে ক্যামেরা মডিউল। সেখানেই সাজানো রয়েছে সব সেনসর। মোটো জি৫১ ফোনে রয়েছে একটি ৬.৮ ইঞ্চির IPS LCD ডিসপ্লে। আন্তর্জাতিক বাজারে এই ফোন কবে লঞ্চ হবে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
মোট জি৫১ স্মার্টফোনের দাম কত?
চিনে মোটো জি৫১ ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ১৪৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ১৭,৫০০ টাকা। এই একটিই স্টোরেজ কনফিগারেশনে চিনে লঞ্চ হয়েছে মোটোরোলা ‘জি’ সিরিজের ফোন মোটো জি৫১। নীল এবং ধূসর রঙে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। আপাতত চিনেই এই ফোন কেবলমাত্র পাওয়া যাচ্ছে। ভারতে মোটো জি৫১ লঞ্চ হবে কিনা, সে ব্যাপারে মোটোরোলা সংস্থা এখনও কিছু জানায়নি। চিনে China Mobile স্টোর থেকে মোটো জি৫১ ফোন কেনা যাচ্ছে।
মোটো জি৫১ ফোনের বিভিন্ন ফিচার