Redmi K50 Launch News: ১০৮ মেগাপিক্সেল আর ১২০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের পাশপাশি আর কী কী থাকতে চলেছে রেডমির নতুন ফোনে?
Redmi K30S ২০২০ সালের অক্টোবরে Mi 10T-এর রিব্যাজড ভেরিয়েন্ট হিসেবে লঞ্চ করা হয়েছিল। একইভাবে, Xiaomi 11T এবং Xiaomi 11T Pro এই বছরের সেপ্টেম্বরে বিশ্ব বাজারে লঞ্চ করা হয়েছিল।
Xiaomi চিনে Xiaomi 11T-কে Redmi K40S নামে লঞ্চ করবে বলে গুজব ছড়িয়ে ছিল। এখন নতুন তথ্য থেকে জানা যাচ্ছে যে Redmi K40S-এর পরিবর্তে ব্র্যান্ডের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন হিসেবে Redmi K50 সিরিজ চালু করা হবে। Redmi K50 সিরিজটি Redmi K30 সিরিজ এবং Redmi K40 সিরিজের স্মার্টফোনের সঙ্গেই মিল রেখে আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে। Redmi K50 সিরিজে Redmi K50, Redmi K50 Pro ভ্যারাইটি থাকছে। সিরিজের টপ-এন্ড ফোন হিসেবে Redmi K50 Pro+-ও রয়েছে।
Redmi-এর জেনারেল ম্যানেজার লু ওয়েবিং Redmi K40S লঞ্চ করার কথা অস্বীকার করেছেন বলে জানা গেছে। তিনি এর পাশপাশি নিশ্চিত করেছেন যে Redmi K40S বলে কোনও ফোনই থাকবে না, কোম্পানি Redmi K50 লাইনআপে কাজ করছে। এছাড়াও, টিপস্টার ডিজিটাল নামে পরিচিত একটি প্ল্যাটফর্ম ওয়েবোতে পোস্ট করেছে যে Redmi K40S চিনের কোনও সার্টিফায়েড সাইটেই আত্মপ্রকাশ করেনি। যা হ্যান্ডসেট বাতিল হওয়ার ঘটনাকেই নির্দেশ করে। এছাড়াও, টিপস্টার Xiaomi 12 এবং Redmi K50 সিরিজ লঞ্চ করার বিষয়েও বিভিন্ন ইঙ্গিত দিয়েছে। তারা যোগ করেছে যে আসন্ন স্মার্টফোনগুলিতে Snapdragon 870 চিপসেটই থাকার সম্ভাবনা আছে।
Redmi K50 সিরিজে স্ট্যান্ডার্ড Redmi K50, Redmi K50 Pro, এবং টপ-এন্ড Redmi K50 Pro+ মডেলগুলি অন্তর্ভুক্ত থাকবে। আসন্ন সিরিজটি এই বছরের শেষের দিকে বা আগামী বছরের শুরুতে চিনে লঞ্চ করবে। স্মার্টফোনগুলি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আসবে বলেই জানা গেছে। রিপোর্ট অনুযায়ী, Redmi K50 সিরিজের দুটি স্মার্টফোনে Snapdragon 778G চিপসেট থাকবে। Redmi K50 এবং Redmi K50 Pro তে Snapdragon 870 SoC আছে বলে জানা গেছে। Redmi K50 Pro+ ভেরিয়েন্টে Snapdragon 898 SoC থাকছে এবং ১২০W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Redmi K50-তে একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকবে বলে জানা গেছে। অন্যদিকে Redmi K50 Pro-তে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকবে। Redmi K50 Pro+ শোনা যাচ্ছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার সেন্সর থাকবে বলে জানা গেছে। Redmi Pro+ মডেলে ১২০W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে বলেও জানা গেছে। অন্যান্য ভেরিয়েন্টগুলি সর্বাধিক ১০০W ফাস্ট চার্জিং সমর্থন অফার করে।
Redmi K30S ২০২০ সালের অক্টোবরে Mi 10T-এর রিব্যাজড ভেরিয়েন্ট হিসেবে লঞ্চ করা হয়েছিল। একইভাবে, Xiaomi 11T এবং Xiaomi 11T Pro এই বছরের সেপ্টেম্বরে বিশ্ব বাজারে লঞ্চ করা হয়েছিল।
আরও পড়ুন: Realme: নতুন প্রিমিয়াম স্মার্টফোন নিয়ে কাজ শুরু করেছে রিয়েলমি, লঞ্চ হতে পারে আগামী বছরের শুরুতেই