Samsung Galaxy A13 5G: অনলাইনে ফাঁস স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজের আসন্ন ফোনের সম্ভাব্য ফিচার
শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের নতুন ফোনে থাকতে পারে একটি ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর। এছাড়া অন্যান্য ক্যামেরা সেনসরগুলো আগের ফোনের মতো অর্থাৎ গ্যালাক্সি এ১২ ফোনের মতো হওয়ার সম্ভাবনা রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজের নতুন ফোন লঞ্চ হতে চলেছে। জানা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি ফোন নিয়ে ইতিমধ্যেই কাজকর্ম শুরু করেছেন কর্তৃপক্ষ। আনুষ্ঠানিক লঞ্চের আগে দক্ষিণ কোরিয়ার এই টেক জায়ান্টের নতুন ফোনের বেশ সম্ভাব্য ফিচার অনলাইনে ফাঁস হয়েছে। শোনা গিয়েছে যে, স্যামসাং গ্যালাক্সি এ১২ ফোনের সাকসেসর হিসেবে গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে নতুন ফোন স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর স্যামসাং গ্যালাক্সি এ১২ ফোন লঞ্চ হয়েছিল আন্তর্জাতিক বাজারে।
শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজের নতুন ফোনে থাকতে পারে একটি ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর। এছাড়া অন্যান্য ক্যামেরা সেনসরগুলো আগের ফোনের মতো অর্থাৎ গ্যালাক্সি এ১২ ফোনের মতো হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, গ্যালাক্সি এ১২ ফোনের মতো এ১৩ ফোনেও কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। যদিও স্যামসাং গ্যালাক্সি এ১২ ফোনে ৪৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর ছিল। নতুন মডেলে সেই ক্যামেরা সেনসরই ২ মেগাপিক্সেল বেড়ে গিয়েছে।
দক্ষিণ কোরিয়ার পাবলিকেশন The Elec- এর প্রতিবেদন অনুসারে, স্যামসাং কর্তৃপক্ষ তাঁদের নতুন গ্যালাক্সি এ১৩ ৫জি ফোনের রেয়ার কোয়াড ক্যামেরা মডিউলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি একটি ৫ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর, দুটো ২ মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ সেনসর রাখার পরিকল্পনা করছে। এছাড়াও এই ফোনে ৮ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে।
এক ঝলকে দেখে নেওয়া যাক স্যামসাংয়ের আসন্ন এই ফোনের অন্যান্য সম্ভাব্য ফিচার
- এই ফোনে একটি MediaTek Dimensity ৭০০ প্রসেসর থাকতে পারে।
- এছাড়াও এই ফোনে ৬.৪৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে।
- শোনা গিয়েছে, তিনটি স্টোরেজ কনফিগারেশনে এই ফোন লঞ্চ হতে পারে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ— এই তিনটি কনফিগারেশনে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি ফোন।
- এই স্মার্টফোনের সাইডের অংশে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে পারে। এছাড়াও এই ফোনে একটি ৫০০০mAh ব্যাটারি এবং তার সং ২৫W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এ১২ ফোন ভারতে লঞ্চ হয়েছে। কিন্তু স্যামসাং গ্যালাক্সি এ১৩ ফোন ভারতে লঞ্চ হবে কি না তা এখনও জানা যায়নি। অন্যদিকে, স্যামসাং এ১৩ ৫জি ফোন গ্লোবাল মার্কেটে কবে লঞ্চ হবে বা এই ফোনের বিভিন্ন স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম কত হতে পারে কিংবা এই ফোনে কী কী ফিচার থাকতে পারে, সে ব্যাপারেও স্যামসাং গ্যালাক্সি কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা এখনও করেননি।