AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দুনিয়ার সবথেকে হালকা 5G স্মার্টফোন নিয়ে এল Motorola, দাম কত?

Motorola Edge 40 Neo 5G Price: ফোনটি 12GB RAM এবং 256GB স্টোরেজ পর্যন্ত RAM এবং স্টোরেজের ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ করা হয়েছে। বেস ভ্যারিয়েন্টে 8GB RAM এবং 128GB স্টোরেজ রয়েছে। আর টপ ভ্যারিয়েন্টে 12GB RAM এবং 256GB স্টোরেজ রয়েছে।

দুনিয়ার সবথেকে হালকা 5G স্মার্টফোন নিয়ে এল Motorola, দাম কত?
| Edited By: | Updated on: Sep 21, 2023 | 2:35 PM
Share

Motorola আজ অর্থাৎ 21 সেপ্টেম্বর দুপুর 12 টায় ভারতে Motorola Edge 40 Neo 5G স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। কোম্পানির দাবি, এই ফোনটি বিশ্বের সবচেয়ে হালকা 5G ফোন, যা IP68 রেটিং সহ আনা হয়েছে। নতুন Motorola Edge 40 Neo 5G স্মার্টফোনটিতে একটি 6.55-ইঞ্চি পোলড ডিসপ্লে রয়েছে, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন সাপোর্ট করে। চলুন জেনে নেওয়া যাক এই নতুন ফোনে আর কী কী বিশেষ ফিচার ও স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। আর দাম কত করা হয়েছে?

দাম ও কোথা থেকে কিনবেন?

কোম্পানি ভারতে দুটি ভ্যারিয়েন্টে Motorola Edge 40 Neo লঞ্চ করেছে। ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 23,999 টাকা। আর 12GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 25,999 টাকা। উভয় ভ্যারিয়েন্টেই আপনি 3000 টাকা ছাড় পেয়ে যাবেন। সেই অফারের পরে 8GB RAM ভ্যারিয়েন্টের দাম 20,999 টাকা এবং 12GB RAM ভ্যারিয়েন্টের দাম 22,999 টাকা। 28 সেপ্টেম্বর সন্ধ্যা 7 টায় Flipkart-এ ফোনটির বিক্রি শুরু হবে। এটি ব্ল্যাক বিউটি, ক্যানাল বে এবং সুথিং সি রঙে কিনতে পারবেন।

Motorola Edge 40 Neo-এর ফিচার ও স্পেসিফিকেশন:

নতুন Motorola Edge 40 Neo 5G স্মার্টফোনটিতে একটি 6.55-ইঞ্চি পোলড ডিসপ্লে রয়েছে, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন সাপোর্ট করে। কোম্পানির দাবি, এই সেগমেন্টের প্রথম ফোন, যেটিতে 144 Hz রিফ্রেশ রেট সহ 10-বিট কার্ভড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

শুধু তাই নয়, এটি বিশ্বের প্রথম স্মার্টফোন, যাতে মিডিয়াটেক ডাইমেনশন 7030 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনের ডিসপ্লেতে 1300 নিট পর্যন্ত সর্বোচ্চ উজ্জ্বলতা রয়েছে।

ফোনটি 12GB RAM এবং 256GB স্টোরেজ পর্যন্ত RAM এবং স্টোরেজের ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ করা হয়েছে। বেস ভ্যারিয়েন্টে 8GB RAM এবং 128GB স্টোরেজ রয়েছে। আর টপ ভ্যারিয়েন্টে 12GB RAM এবং 256GB স্টোরেজ রয়েছে।

ফটোগ্রাফির জন্য, ফোনটির পিছনে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। এতে একটি 50-মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর এবং অটোফোকাস সাপোর্ট সহ একটি 13-মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য, ফোনটিতে একটি 32-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, যা কেন্দ্রে পাঞ্চ-হোল কাটআউট দেওয়া হয়েছে। Moto-এর এই নতুন 5G ফোনে কানেক্টিভিটির জন্য WiFi 6E, Bluetooth 5.3, GNSS, NFC এবং USB Type-C রয়েছে। ফোনটিতে 68W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি রয়েছে।