AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Motorola Edge 40-র বিক্রি শুরু ভারতে, ফ্লিপকার্টে শুরুতেই 2000 টাকার ছাড়!

Motorola Edge 40 Offer: কোম্পানি এই লেটেস্ট Motorola স্মার্টফোনের 8 GB RAM/ 256 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রেখেছে 29,999 টাকা। তবে আপনাকে এই ফোনটি কিনতে গেলে এত টাকা খরচ করতে হবে না।

Motorola Edge 40-র বিক্রি শুরু ভারতে, ফ্লিপকার্টে শুরুতেই 2000 টাকার ছাড়!
| Edited By: | Updated on: May 31, 2023 | 12:52 PM
Share

Motorola Edge 40 Sale: বিগত কয়েকদিন ধরে Motorola Edge 40 স্মার্টফোনটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। অনেকেই এর বিক্রির অপেক্ষায় ছিলেন। অবেশেষে এর বিক্রি শুরু হয়ে গিয়েছে। 30 মে থেকে Flipkart-এ গ্রাহকদের জন্য এই ডিভাইসের বিক্রি শুরু হয়েছে। তারপর থেকেই এই ফোনের উপর প্রচুর ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও রয়েছে দুর্দান্ত সব অফার। ভারতে Motorola Edge 40-এর দাম কত? আর আপনি প্রথম সেলে কত টাকা অফার পাবেন? কেনই বা কিনবেন এই ফোন? চলুন সব প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।

Motorola Edge 40-এর দাম:

কোম্পানি এই লেটেস্ট Motorola স্মার্টফোনের 8 GB RAM/ 256 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রেখেছে 29,999 টাকা। তবে আপনাকে এই ফোনটি কিনতে গেলে এত টাকা খরচ করতে হবে না। আপনি অনায়াসেই এই ফোনের উপর 2,000 টাকা ছাড় পাবেন। এবার আপানর মনে প্রশ্ন আসতেই পারে যে, কীভাবে? কারণ Flipkart-এ আপনি নো কস্ট ইএমআই-এর অপশন পেয়ে যাবেন। প্রতি মাসে 5,000 টাকার ইএমআই-এর সুবিধাও পাবেন। এছাড়াও পুরনো ফোন দিলে 2,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার রয়েছে। তবে সেই দাম আপনার পুরনো ফোনের অবস্থার উপর নির্ভর করবে। ফোনটির তিনটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে। নেবুলা গ্রিন, ইক্লিপস ব্ল্যাক এবং লুনার ব্লু।

আপনি Motorola Edge 40-এ এই ফিচারগুলি পাবেন:

ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট সহ একটি 6.55-ইঞ্চি ফুল HD + (2400 x 1080 পিক্সেল) পোলড ডিসপ্লে রয়েছে। এই Motorola ফোনে, আপনি 1200 nits পিক ব্রাইটনেসের সাপোর্ট পাবেন। এছাড়া MediaTek Dimensity 8020 5G octa core চিপসেট রয়েছে। ফোনটিতে দু’টি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। একটি 50-মেগাপিক্সেল সেন্সর সহ একটি 13-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল সেন্সর রয়েছে। সেলফির জন্য ফোনের সামনে একটি 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। অপারেটিং সিস্টেমের কথা বললে, ফোনটি অ্যান্ড্রয়েড 13-এ কাজ করে। এখানেই শেষ নয়, আপনি এতে 2 বছরের জন্য OS আপডেট এবং তিন বছরের জন্য সিকিউরিটি আপডেটও পাবেন।

ফোনটিতে একটি 4400 mAh ব্যাটারি রয়েছে, যা 68W TurboPower চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ফোনে ফেস আনলক এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফলে এবার বুঝতেই পারছেন, আপনি এই ফোনটিতে অনেক ফিচার পেয়ে যাবেন।